আমার আছে কবিতা
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৪ জানুয়ারি, ২০১৫, ০৮:২৬:৩৮ রাত
জেগেছে দেশের জনতা
পালাবে এবার হায়েনা।
ছাত্র জনতা হুঙ্কার দিচ্ছে ,
সৈরাচার ভয়ে কাতরাচ্ছে।
যার যা আছে তা নিয়ে নেমেছে
অধিকার ফিরে পেতে।
আমি ও নেমেছি আমার কবিতা নিয়ে ,
তুমি এস বন্ধু তোমার যা আছে তা নিয়ে।
বিজয় নিয়েই ফিরব ঘরে।
বিষয়: বিবিধ
১২৩০ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই মাত্র খেয়ে ভরপেটে
কী হবে আর আস্ফালনে
রাগ বাড়াবেন না ওদের ঘেঁটে!
মন্তব্য করতে লগইন করুন