২০১৪ সাল ছিল সৈরাচারী সরকারের রক্তের হলি খেলা ( ২০১৪ সমাচার )

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০১ জানুয়ারি, ২০১৫, ০৬:৫৪:১০ সন্ধ্যা



২০১৪ সালে কয়েকটি আলোচিত হত্যাকান্ড গঠেছে। আলোচিত কয়েকটি হত্যাকান্ডের মধ্যে হলো নারায়ণগঞ্জে ৭ খুন ,একরাম হত্যা ,বিহারী পল্লীর হত্যাকান্ড,মাওলানা ফারুকী হত্যাকান্ড ,মগবাজারে তিন খুন ,কেরানীগঞ্জে চার খুন,সুন্দরবনে কথিত ক্রসফায়ার,রাজশাহীতে শিক্ষক হত্যা। এছাড়া দেশের আনাচে কানাচে হত্যাকান্ড হয়েছে এবং প্রশাসনের হাতে খুন হয়েছেন অনেক নিরীহ জনগণ।

একটি হত্যাকান্ড একটি বিপদ সংকেত দেশের স্বাধীনতার জন্য। একটি হত্যাকান্ড একটি হলুদ কার্ড দেশের মানবাধিকাররের জন্য। একটি হত্যাকান্ড দেশের স্বাধীনতার জন্য হুমকি। যেখানে একটি হত্যাকান্ড দেশের জন্য অমঙ্গল সেখানে হরহামেশা হত্যাকান্ড হয়ে যাচ্ছে কিন্তু একটার ও সঠিক সুরাহা হচ্ছে না উল্টো রাজনৈতিক মাঠের খেলার বল বানানো হচ্ছে লাশকে।

যে দেশের মানুষ খুন হলে বিচার হয় না সে দেশে কিভাবে স্বাধীনতা সঠিক ভাবে ব্যবহৃত হচ্ছে বলা যায় ?সরকার দলীয় নেতা কর্মীর ফটোসহ এমনকি ভিডিও সহ অপরাধের প্রমান মিলতেছে সে ক্ষেত্রে ও শুধু সরকারদলীয় কেডার হওয়ায় তার বিচার হচ্ছে না। যদিও লোক দেখানো গ্রেপ্তার করা হয় মাজে মধ্যে কিন্তু পরবর্তিতে ছেড়ে দেওয়া হয়। খুনের বিচার না হওয়ার ফলে দিনদিন দেশে রক্তের হলি খেলা বৃদ্ধি করতেছে সন্ত্রাসীরা আর তাদের মদদ দিচ্ছে প্রশাসন।

দেশের জনগণ একটি গণতান্ত্রিক ইনসাফ ভিত্তিক সরকার চায়। দেশের জনগণ নিরাপদে চলাফেরার গ্যারান্টি চায়। সন্ত্রাস ও সরকার এ যেন আপন ভাই।

বিষয়: বিবিধ

১২৩৯ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

298637
০১ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৩১
হতভাগা লিখেছেন : ২০১৩ তে আরও বেশী রক্ত ঝরে ছিল
০৩ জানুয়ারি ২০১৫ রাত ০১:৫০
241969
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : রক্ত চাই না
298642
০১ জানুয়ারি ২০১৫ রাত ০৯:০৯
শেখের পোলা লিখেছেন : স্বাধীন দেশের পরাধীন জীনব এর চেয়ে কমনে ভাল হবে৷
০৩ জানুয়ারি ২০১৫ রাত ০১:৫০
241968
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : যখন জনগণ জাগবে
298644
০১ জানুয়ারি ২০১৫ রাত ০৯:১৩
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৩ জানুয়ারি ২০১৫ রাত ০১:৪৯
241967
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ
298648
০১ জানুয়ারি ২০১৫ রাত ০৯:২০
আফরা লিখেছেন : রক্ত ঝরা কখনো কি বন্ধ হবে !!!!
০৩ জানুয়ারি ২০১৫ রাত ০১:৪৯
241966
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : যখন জনগণ জাগবে
298656
০১ জানুয়ারি ২০১৫ রাত ১০:২৫
কাঁচা পত্তের রস লিখেছেন : হতাশ হবেন না। মহান আল্লাহর উপর ভরসা রাখুন। সুদিন নিশ্চয় আসবে।
০৩ জানুয়ারি ২০১৫ রাত ০১:৪৯
241965
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ইনশা আল্লাহ ,,Good Luck
298659
০১ জানুয়ারি ২০১৫ রাত ১০:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আরো বাড়বে ২০১৫!!
০৩ জানুয়ারি ২০১৫ রাত ০১:৪৯
241964
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জনগনের নিরবতা তাদেরকে অপকর্ম করতে সহায়তা করে
298672
০১ জানুয়ারি ২০১৫ রাত ১১:০৩
অনেক পথ বাকি লিখেছেন : রক্ত ঝরার কাজ করলে তো রক্ত ঝরবেই। রক্ত তো আওয়ামী লীগেরও ঝরছে।
০৩ জানুয়ারি ২০১৫ রাত ০১:৪৮
241963
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কারো রক্ত চাই না
298691
০২ জানুয়ারি ২০১৫ রাত ০১:৩৫
সবুজেরসিড়ি লিখেছেন : এবছর আরো বেশী ঝড়বে . . .
০৩ জানুয়ারি ২০১৫ রাত ০১:৪৮
241962
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জনগনের নিরবতা তাদেরকে অপকর্ম করতে সহায়তা করে
298693
০২ জানুয়ারি ২০১৫ রাত ০২:০৮
পাহারা লিখেছেন : ২০১৫ তে একটু বেশি হবে ।
০৩ জানুয়ারি ২০১৫ রাত ০১:৪৮
241961
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জনগনের নিরবতা তাদেরকে অপকর্ম করতে সহায়তা করে
১০
298880
০৩ জানুয়ারি ২০১৫ রাত ০২:৫১
পাহারা লিখেছেন : ঠিক বলেছেন ।
০৪ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৩৬
242266
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হুম ,জনগনের নিরবতা তাদেরকে অপকর্ম করতে সহায়তা করে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File