২৭ ডিসেম্বর হাতী ডিম পারবে
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৩ ডিসেম্বর, ২০১৪, ০৫:৪৮:৩৯ বিকাল
সরকারদলীয় ছাত্র সংঘঠন ছাত্রলীগ বলছে, তারেক রহমান শেখমুজিব সংক্রান্ত তার বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে এবং তাকে দল থেকে বহিস্কার না করা হলে ২৭ ডিসেম্বর গাজীপুরে বিএনপির পূর্বনির্ধারিত সমাবেশ করতে দেওয়া হবেনা। এ দিকে বিএনপির ছাত্র সংঘঠন পাল্টা বক্তব্য আর হুমকি দিচ্ছে।
ছাত্রলীগ ও ছাত্রদলের হুমকি-ধমকিকে দেশের মিডিয়া অনেক বড় করে দেখতেছে। এমনকি দেশের মিডিয়া বলতেছে ২৭ ডিসেম্বর নাকি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে পারে চূড়ান্ত পর্যায় সংঘর্ষ হতে পারে। আমরা দেখেছি গত ৬ বছরে ছাত্রদল ও ছাত্রলীগ সরাসরি অবস্থান নিয়ে একটিও সংঘর্ষ হওয়া নাই। যা হয়েছে সেটা এক পক্ষের আক্রমনে হয়েছে হয়তো পরবর্তিতে প্রতিহত হয়েছে। কিন্তু কখনো সরাসরি সংঘর্ষ কিংবা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ার মত কিছু হয় নাই।
সুতরাং বলা যায় ২৭ তারিখ বিএনপি সমাবেশ করা থেকে সরে আসবে নয়তো ছাত্রলীগ বাধা দেবে না। দেশের মিডিয়ার সাথে যদি আমি গলা মেলাই তাহলে বলতে হয় হাতীর ডিম সাদা না কালো এক কেজি না দুই কেজি দেখার অপেক্ষায় রইলাম।
বিষয়: বিবিধ
১৩৫৩ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন