কাবাডি ও শালীনতা যাচ্ছে হারিয়ে
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২০ ডিসেম্বর, ২০১৪, ০৭:১৯:২৪ সন্ধ্যা
আমাদের দেশের জাতীয় খেলার নাম কাবাডি। অথচ এই খেলা দেশের ৯০ ভাগ তরুণ খেলেনা। কাবাডি খেলার জনপ্রিয়তা আগের মত নেই। কাবাডি আমি নিজেও খেলেছি বলে মনে হচ্ছে না। বাড়ির উঠোনে হয়তো দু -এক দিন খেলেছি তা ও মনে নেই সেই খেলা খেলে মজা কত টুকু পেয়েছিলাম। জাতীয় খেলার প্রতি দেশের মানুষের নেই কোনো আগ্রহ নেই কোনো টান।
শালীনতা হচ্ছে আমাদের দেশের সংস্কৃতি শালীন ভাবে কথা বলা ,শালীন ভাবে একেঅপরের সাথে সম্পর্ক রাখা এখন যেন শুধুই অতীত। বিশেষ করে দেশের একটি দলের রাজনীতিবিদদের মুখে এখন গালাগালি শালীনতা নেই। একজন রাজনীতিবিদ আরেকজন রাজনীতিবিদ কে গালি দেওয়া এখন রাজনীতির একটা হাতিয়ার হয়ে গেছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে উনার সরকার ও দলের অধিকাংশ নেতা কর্মী গালাগালিতে স্মার্ট। মাইকের সামনে দাড়ালেই যেন গালি দিতে হবে এই মনোভাব তাদের মনে লালন হয়েগেছে।
সম্প্রতি তারেক জিয়ার একটা বক্তব্যকে কেন্দ্র করে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারেক কে জানোয়ার বলেছেন যা একজন দেশ প্রধানের মুখে বেমানান শুধু বেমানানই নয় সমাজ বিরুধী।
বিষয়: বিবিধ
১২৪৬ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার অনুভূতি ভালো লাগলো। আপনার জন্য নিরন্তর দোয়া ও শুভেচ্ছা রইলো। নতুন বছর আমাদের সকলের জন্য বয়ে আনুক অনাবিল সুখ আর শান্তি এই কামনায়......।
আমাদের মহৎ চাওয়াগুলো যেন মহান রাব্বুল আলামীন কবুল করেন। আমীন।
দেশি কিছুই তো এখন নাই তাই খেলাও ... গন!!!
মন্তব্য করতে লগইন করুন