ডিজিটাল সময়ের ডিজিটাল শিক্ষা প্রতিষ্টান

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৮ ডিসেম্বর, ২০১৪, ০৯:১৩:০৯ রাত

কল্পনা করতে পারিনাই এমন হবে বিশ্বের উন্নয়নশীল দেশের অন্যতম দেশের শিক্ষা প্রতিষ্টানের হালচাল। গত মাসের এক তারিখে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল ম্যাচ খেলতে গেছিলাম। প্রায় ১ ঘন্টা ৩০ মিনিটের মত সময় ছিলাম সেই মাঠে,সময়ের দীর্ঘতার কারণে প্রস্রাব করার প্রয়োজন হয়েছিল কিন্তু তা করা হলো না বা হওয়ার ছিল না। আমাকে ফিরে আসতে হয়েছিল উক্ত বিদ্যালয়ের টয়লেটের পরিবেশ দেখে।

পরবর্তিতে নিজ প্রচেষ্টায় দেখেছি এবং জেনেছি উক্ত শিক্ষা প্রতিষ্টানের চারটি ভবন রয়েছে ছাত্র -ছাত্রীর সংখ্যা প্রায় ৫ শত। ছাত্রদের জন্য আবর্জনার স্তূপের মত টয়লেট হলে ছাত্ররা অসুস্থ হতে সময় লাগবে না।

প্রশ্ন জাগে এ কেমন পরিবেশ শিক্ষা প্রতিষ্টানের ? ডিজিটাল সময়ে ডিজিটাল টয়লেট না হয়ে দুর্ঘন্ধময় টয়লেট কেন ? আওয়ামী সরকার নিজেদের ডিজিটাল মনে করে বাস্থবে দুর্ঘন্ধময় !!!

নিচের ছবি দেখে কারো খারাপ লাগলে আমি সরি ,,কমেটের ছবি ছিল কিন্তু দেওয়ার মত নয় তাই দিলাম না।



ছি : ছি : ছি :



ছি : ছি : ছি :



বিষয়: বিবিধ

১১১৪ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

292485
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:১৬
ভিশু লিখেছেন : ছি ছি ছিঃ... স্কুল কর্তৃপক্ষ থেকে নাহিদ পর্যন্ত এর জন্য দায়ী।
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:২২
236044
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দেখে মনে হয়েছে কয়েক বছর থেকে একবার ও ক্লিন করানো হয় নাই।
নাহিদের এলাকা ভাইজান
292487
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:১৮
আফরা লিখেছেন : ভিশু ভাইয়া লিখেছেন : ছি ছি ছিঃ... স্কুল কর্তৃপক্ষ থেকে নাহিদ পর্যন্ত এর জন্য দায়ী। একমত ।
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:২২
236046
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দেখে মনে হয়েছে কয়েক বছর থেকে একবার ও ক্লিন করানো হয় নাই।
নাহিদের এলাকাSurprised
292536
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ১১:১৪
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সামান্য একটি স্কুলের কথা কইলা। আমাদের চট্টগ্রাম কলেজে আসলে বুঝবা টয়লেট কারে কয়! এতো ‍সুন্দুর যে তুমি হাগু মুতু দিতেও ভুলে যাবা! অসাধারণ সেন্টের কথা না হয় তাক....
292568
০৯ ডিসেম্বর ২০১৪ রাত ১২:৫৩
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ ভাইয়া গুরুত্বপূর্ণ পোষ্টটির জন্য।
১০ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
236717
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ
292592
০৯ ডিসেম্বর ২০১৪ রাত ০৪:২২
কাহাফ লিখেছেন :
ব্যাটা নাহিদ্যা কোথায় রে............???? Unlucky Unlucky Unlucky
১০ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
236716
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : নাহিদ মাথায় চুল গজানোর জন্য তেল আনতে গেছে
292613
০৯ ডিসেম্বর ২০১৪ সকাল ০৭:২৯
শেখের পোলা লিখেছেন : এটাই আধুনিক ডিজিটাল পদ্ধতি৷ আপনার ছবি দেখে হয়ত উন্নত দেশেও এমন টয়লেট চালু হয়ে যেতে পারে৷ আপনাকে রেল লাইনের পাশে যেতে হয়নি, তাই শুকর করেন৷
১০ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
236718
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হাহাহা ,,বল্টুর স্বপ্ন
292692
০৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৪১
নোমান২৯ লিখেছেন : হে হে হে! Rolling on the Floor Rolling on the Floorদিস কল্ড দিজিতাল! Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone
১০ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
236719
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হাহাহা ,,বল্টুর স্বপ্ন
292732
০৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৪
হতভাগা লিখেছেন : যে ছবি দুটোতে ছিঃ ছিঃ ছিঃ বলেছেন তার চেয়ে যেটাতে বলেন নি সেটাই বরং নোংরা বেশী কারণ শেষের ছবিটাতে প্রস্রাবের ভালই নমুনা দেখা যাচ্ছে । প্রথম দুটো সেই তুলনায় পরিষ্কার ।

আর এটা যে কোন শিক্ষা প্রতিষ্ঠানেরই শৌচাগার তার প্রমান কিভাবে পাবো ?
১০ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
236720
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হুম ,প্রমান আমি নিজেই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File