আন্দোলনের জন্য প্রয়োজন ত্যাগ ও ধৈর্য
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৬ আগস্ট, ২০১৪, ০৭:৪৮:৫৭ সন্ধ্যা
গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে এগিয়ে আসতে হবে। একদিনে ১ কোটি মানুষের মিছিলের মাধ্যমে যেমন বাকশাল বিতারিত করা যাবে না তেমনি নিরব ও থাকা যাবে না। গনথন্ত্র উদ্ধারে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে হবে।জনগনের দাবি আদায়ের জন্য জনগনকে সাথে নিয়ে তীব্র আন্দোলন করতে হবে।
আন্দোলনের মানে এই নয় যে কয়েকটি মিছিল মিটিং হয়ে গেল অবৈধ সরকার ও বিদায় নিল ,বরং আন্দোলনের মানে হলো অধিকার আদায়ের জন্য প্রচেষ্টা করা। আন্দোলনের মানে এই নয় জুলুমবাজদের বসার কুরসী জোর করে কেড়ে নেওয়া বরং আন্দোলনের মানে হলো কুরসী ছেড়ে পালাতে বাধ্য করা।আন্দোলনের মানে জেল থেকে পালিয়ে আসা নয় জেল থেকে হাত পায়ের শৃঙ্খল খোলে দিতে বাধ্য করা।
জাতীয় ও আন্তর্জাতিক ভাবে জনগনের পক্ষে জনসম্পৃক্ততা তৈরা করার মাধ্যমে জনগনের অধিকার ফিরে পাওয়ার মাধ্যমে আন্দোলন সফল হতে হবে আর এ জন্য প্রয়োজন ত্যাগ ও ধৈর্য।
বিষয়: বিবিধ
১৪২০ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো বলেছেন, ধন্যবাদ।
সেই ঐক্যটা কতটুকু দৃড় সংকল্প বদ্ধ তা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা দরকার। আন্দোলন যারা করতে চাই তাদের উদ্দেশ্যে কি শুধু ক্ষমতায় যাওয়া নাকি জনগণের সুযোগ সুবিধা!
মৃত্যুকে ভালবাসতে হবে।
মন্তব্য করতে লগইন করুন