মানবতা বিরুধী অপরাধ CryingCrying

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৭ আগস্ট, ২০১৪, ০৮:১৭:১৭ রাত



একজন বাবা মায়ের কাছে সন্তান হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। বাবা মা ছেলে মেয়েকে কষ্ট করে লালন পালন করেন। ছেলে মেয়ে বড় হলে ফরজ আদায় করেন বিয়ে দেওয়ার মাধ্যমে। হক পন্থী বর দেখে মেয়ের বিয়ে দেন ঠিক তেমনি হক পন্থী মেয়ে দেখে ছেলের বউ করে ঘরে আনেন।

কিন্তু যখন এই বাবা মা মেয়েকে বিয়ে দেওয়ার মাধ্যমে নিজে পরে যান কষ্টে তখন কষ্টের সীমা থাকে না। আজকের সমাজে নানান অপসংস্কৃতি গ্রাস করেছে।সেই অপসংস্কৃতি বাবা , মা ,ভাই কে নির্মম ভাবে নির্যাতন করে। সেই নির্যাতনের নাম মেয়ের শ্বশুর বাড়ি উপহার।মেয়ের বাড়ি থেকে মেয়ের শ্বশুর বাড়ি ইফতারি , আম্ভখছি ,ঈদের সময় গরু কিংবা খাসি ,সন্তান জন্ম নেওয়ার সময় কাপড় দেওয়া মানবতা বিরুধী অপরাধ।

চিন্তা করুন পবিত্র মাহে রমজানে হাজার হাজার টাকা খরচ করে ইফতারি ,জৈষ্ট মাসে ফলমূল নামের আম্ভখছি ,কোরবানী ঈদে গরু ছাগল ,নাতি নাতনি হওয়ার সময় উপহার নামের পোশাক দেওয়া কত কষ্টকর হতে পারে একজন দিনমজুর বাবা ভাইয়ের জন্য ?একজন প্রবাসী ভাইয়ের শরীরের রক্তের বিনিময়ে জমানো টাকা কি করে উপহারের নামে এই ফালতু সংস্কৃতি কে লালন করতে ব্যয় করা করবে ?একজন ধনী বাবা হয়ত দিতে পারেন কিন্তু তার মনে যে কি রকম ব্যথা লাগে সেটা তিনি প্রকাশ করেন না সমাজের ভয়ে।

এই উপহার কি মানবতা বিরুধী অপরাধ নয় ?উপহার কি এমন হওয়া যায় না সামর্থের মধ্য থেকে ইফতারি নিয়ে এসে এক দিন সবাই মিলে ইফতার করা ? উপহার কি এমন হওয়া যায় না ফলমূলের সময় কিছু ফলমূল মেয়ের জামাই বা মেয়ের শ্বশুর শাশুড়ির জন্য নিয়ে এসে হাসি মুখে এক সাথে খাওয়া ? উপহার কি এমন হওয়া যায় না নাতি নাতনির জন্মের সময় একটু আনন্দের জন্য কিছু মিষ্টি এক সাথে খাওয়া ?কুরবানির ঈদের দিন বিকেলে রান্না করা গোস্ত শ্বশুর বাড়ির লোকের জন্য হাসি মুখে নিয়ে এসে সবাই একসাথে বসে খাওয়া ?

যুব সমাজকে জাগ্রত হতে হবে সুন্দর সমাজ গঠনে। সংস্কৃতি আর অপসংস্কৃতিকে জানতে হবে ভালো করে।

বিষয়: বিবিধ

১৭৭১ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

252055
০৭ আগস্ট ২০১৪ রাত ০৮:২০
প্যারিস থেকে আমি লিখেছেন : যে সমাজে অহরহ যুব সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেয়া হচ্ছে সে সমাজে যুব সমাজ জাগবে কিভাবে ?
০৭ আগস্ট ২০১৪ রাত ০৯:২৫
196198
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কিন্তু না জাগলে যে অনেক ক্ষতি হয়ে যাবে
252057
০৭ আগস্ট ২০১৪ রাত ০৮:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই জঘন্য প্রথাগুলির চাপে পরে মানুষ মহাজনের সুদের চক্করে পরে যায়। প্রবাসি মানুষদের ভাইবোনের বিয়েতে ফালতু খরচ করাটাকেও মনে করায় হয় সন্মান। অথচ এই অপব্যায় পরবর্তিতে তাকেও যথেষ্ট সমস্যার মুখোমুখি করে।
০৭ আগস্ট ২০১৪ রাত ০৯:২৬
196199
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আসুন সবাই মাইল সমাধানে এগিয়ে যাই
252058
০৭ আগস্ট ২০১৪ রাত ০৮:৩৪
আহ জীবন লিখেছেন : বিয়ে করার অনীহার এটি একটি অন্যতম কারন।
০৭ আগস্ট ২০১৪ রাত ০৯:২৬
196200
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন , তবে এসবের জন্য বিয়ে থেকে দুরে না থাকে সমাজ থেকে অপসংসৃতির এই কালো থাবাকে বিদায় করতে হবে সবাই মিলে
252068
০৭ আগস্ট ২০১৪ রাত ০৯:১০
বাজলবী লিখেছেন : সমাজে কুসংস্কারে ভরে গেছে এ থেকে বেরিয়ে অাসতে হলে যুবসমাজকে ঢেলে সাজাতে হবে ইসলামী মূল্যবোধ দিয়ে। ধন্যবাদ।
০৭ আগস্ট ২০১৪ রাত ০৯:২৭
196201
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
252070
০৭ আগস্ট ২০১৪ রাত ০৯:২২
কাজি সাকিব লিখেছেন : যুব সমাজ বলতে কিছু রয়েছে নাকি আজ? আমিতো জানতাম সকলে মিলে আজ এক ভাতখোর বাংগালীতে পরিণত হয়েছে যারা দুবেলা ভরপেট খেতে পারলেই আনন্দে তবলা বাজায় দুনিয়ায় কি হচ্ছে তাতে কিইবা আসে যায়!
০৭ আগস্ট ২০১৪ রাত ০৯:২৮
196202
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কিন্তু এর মধ্যে থেকে সমাজের শান্তি খোরদের বের করে আনতে হবে যে
252078
০৭ আগস্ট ২০১৪ রাত ০৯:৩৫
বুড়া মিয়া লিখেছেন : হুম, সামাজিক অবক্ষয়ের বিষয়ে আলোকপাত করে ভালো করেছেন; বিষয়গুলোর ব্যাপারে আমাদের নিজ নিজ অবস্থান থেকে সচেষ্ট হওয়ার কোন বিকল্প নেই!
০৮ আগস্ট ২০১৪ রাত ০৯:২৪
196521
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন ভাইয়া ,ধন্যবাদ
252080
০৭ আগস্ট ২০১৪ রাত ০৯:৩৯
ভিশু লিখেছেন : অতি গুরুত্বপূর্ণ একটি দিক তুলে ধরেছেন!
এগুলো কুসংস্কার! কারো জন্য জুলুম হয়ে যায়! আবার না করলে হয় মনোমালিন্যও!
০৮ আগস্ট ২০১৪ রাত ০৯:২৫
196522
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এই কুসংস্কার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে
252084
০৭ আগস্ট ২০১৪ রাত ১০:০৪
শিশির ভেজা ভোর লিখেছেন : ভিশু লিখেছেন : অতি গুরুত্বপূর্ণ একটি দিক তুলে ধরেছেন!
এগুলো কুসংস্কার! কারো জন্য জুলুম হয়ে যায়! আবার না করলে হয় মনোমালিন্যও!
০৮ আগস্ট ২০১৪ রাত ০৯:২৫
196523
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এই কুসংস্কার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে
252093
০৭ আগস্ট ২০১৪ রাত ১০:৩৮
সন্ধাতারা লিখেছেন : It is a very important aspect of our society. Jajakallahu khair.
০৮ আগস্ট ২০১৪ রাত ০৯:২৫
196524
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এই কুসংস্কার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে
১০
252106
০৭ আগস্ট ২০১৪ রাত ১১:৪৭
আফরা লিখেছেন : সে জন্যই তো দেশের মানুষ শুধু ছেলে চায় ।ছেলে বাবা মায়ের কত্ত লাভ ।
০৮ আগস্ট ২০১৪ রাত ০৯:২৬
196525
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমার মা বাবা বলেন তোমরা দুই ভাইয়ের মধ্যে যদি একটি বোন হতি কত লাভ হত।
১১
252138
০৮ আগস্ট ২০১৪ রাত ০২:১২
সজল আহমেদ লিখেছেন : ফেসবুকে পড়েছি ।লেখাটা দারুন হয়েছে ।তবে ঐ একটা মতের সাথে একমত হয়নি হিন্দুদের যৌতুক সংস্কৃতিটা ...
০৮ আগস্ট ২০১৪ রাত ০৯:২৬
196526
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমাদের আপন সংস্কৃতি হলো আমাদের সংস্কৃতি হিন্দুদের সংস্কৃতি সেটা হিন্দুর জন্য ,Good Luck Good Luck
১২
252909
১০ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৪৬
আমি মুসাফির লিখেছেন : যুব সমাজকে জাগ্রত হতে হবে সুন্দর সমাজ গঠনে। সংস্কৃতি আর অপসংস্কৃতিকে জানতে হবে ভালো করে।
আপনার এই আহবানকে আমি স্বাগত জানাই। আপনার আহবানে যদি যুব সমাজ সাাড়া দেয় অপসংস্কুতি দুর হবে সমাজ থেকে।

ধন্যবাদ
১০ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:১০
197053
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ বিষয়টা গুরুত্বের সাথে দেখায় Good Luck
১৩
256417
২০ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
অজানা পথিক লিখেছেন : শের কি শার পে বিল্লি খেল রাহী
২০ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
200048
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সমাজ কে রক্ষা করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে প্রতমে কুসংস্কার দূর করতে হবে সমাজ থেকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File