মানবতা বিরুধী অপরাধ
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৭ আগস্ট, ২০১৪, ০৮:১৭:১৭ রাত
একজন বাবা মায়ের কাছে সন্তান হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। বাবা মা ছেলে মেয়েকে কষ্ট করে লালন পালন করেন। ছেলে মেয়ে বড় হলে ফরজ আদায় করেন বিয়ে দেওয়ার মাধ্যমে। হক পন্থী বর দেখে মেয়ের বিয়ে দেন ঠিক তেমনি হক পন্থী মেয়ে দেখে ছেলের বউ করে ঘরে আনেন।
কিন্তু যখন এই বাবা মা মেয়েকে বিয়ে দেওয়ার মাধ্যমে নিজে পরে যান কষ্টে তখন কষ্টের সীমা থাকে না। আজকের সমাজে নানান অপসংস্কৃতি গ্রাস করেছে।সেই অপসংস্কৃতি বাবা , মা ,ভাই কে নির্মম ভাবে নির্যাতন করে। সেই নির্যাতনের নাম মেয়ের শ্বশুর বাড়ি উপহার।মেয়ের বাড়ি থেকে মেয়ের শ্বশুর বাড়ি ইফতারি , আম্ভখছি ,ঈদের সময় গরু কিংবা খাসি ,সন্তান জন্ম নেওয়ার সময় কাপড় দেওয়া মানবতা বিরুধী অপরাধ।
চিন্তা করুন পবিত্র মাহে রমজানে হাজার হাজার টাকা খরচ করে ইফতারি ,জৈষ্ট মাসে ফলমূল নামের আম্ভখছি ,কোরবানী ঈদে গরু ছাগল ,নাতি নাতনি হওয়ার সময় উপহার নামের পোশাক দেওয়া কত কষ্টকর হতে পারে একজন দিনমজুর বাবা ভাইয়ের জন্য ?একজন প্রবাসী ভাইয়ের শরীরের রক্তের বিনিময়ে জমানো টাকা কি করে উপহারের নামে এই ফালতু সংস্কৃতি কে লালন করতে ব্যয় করা করবে ?একজন ধনী বাবা হয়ত দিতে পারেন কিন্তু তার মনে যে কি রকম ব্যথা লাগে সেটা তিনি প্রকাশ করেন না সমাজের ভয়ে।
এই উপহার কি মানবতা বিরুধী অপরাধ নয় ?উপহার কি এমন হওয়া যায় না সামর্থের মধ্য থেকে ইফতারি নিয়ে এসে এক দিন সবাই মিলে ইফতার করা ? উপহার কি এমন হওয়া যায় না ফলমূলের সময় কিছু ফলমূল মেয়ের জামাই বা মেয়ের শ্বশুর শাশুড়ির জন্য নিয়ে এসে হাসি মুখে এক সাথে খাওয়া ? উপহার কি এমন হওয়া যায় না নাতি নাতনির জন্মের সময় একটু আনন্দের জন্য কিছু মিষ্টি এক সাথে খাওয়া ?কুরবানির ঈদের দিন বিকেলে রান্না করা গোস্ত শ্বশুর বাড়ির লোকের জন্য হাসি মুখে নিয়ে এসে সবাই একসাথে বসে খাওয়া ?
যুব সমাজকে জাগ্রত হতে হবে সুন্দর সমাজ গঠনে। সংস্কৃতি আর অপসংস্কৃতিকে জানতে হবে ভালো করে।
বিষয়: বিবিধ
১৭৮৬ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এগুলো কুসংস্কার! কারো জন্য জুলুম হয়ে যায়! আবার না করলে হয় মনোমালিন্যও!
এগুলো কুসংস্কার! কারো জন্য জুলুম হয়ে যায়! আবার না করলে হয় মনোমালিন্যও!
আপনার এই আহবানকে আমি স্বাগত জানাই। আপনার আহবানে যদি যুব সমাজ সাাড়া দেয় অপসংস্কুতি দুর হবে সমাজ থেকে।
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন