প্রবাসে কমিউনিটি না ছাই ??
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০২ আগস্ট, ২০১৪, ০৭:০৮:৪২ সন্ধ্যা
গত ৬ বছর থেকে দেখতেছি কমিউনিটি নামের ফালতু মার্কা কাজকারবার। রমজানে ইফতার পার্টির আয়োজন করে বাংলাদেশের বেসরকারী টেলিভিশনে ২০ সেকেন্ডের একটা ফুটেজ দেওয়া ছাড়া আর কি করেছে এই কমিউনিটি ?দেশ থেকে রাজনৈতিক নেতা আসলে তার সাথে এক্কান ফটো উঠানো ছাড়া আর কি করেছেন ? সংযুক্ত আরব আমিরাতে গণনা করে শেষ করা যাবে কমিউনিটি কয়টা আছে।
আমিরাতে কমিউনিটির নেতারা পেরেছেন কি শ্রমিকদের সমস্যা সমাধানে কোনো ভুমিকা রাখতে ?নাকি বিন্দু পরিমান সম্পর্ক তৈরী করতে পেরেছেন আমিরাত শাসকের সাথে ? তবে এটা ঠিক এসব না পারলে ও সভাপতি ,সেক্রেটারি হওয়ার জন্য অনেক টাকা ছেড়েছেন।
পরিশ্রম করে টাকা কামিয়ে মিছে পদের জন্য ব্যায় করে কি লাভ ?যদি পারেন ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের কুটনৈতিক শক্তি সৃষ্টি করে আমিরাতের শাসকদের সাথে ভালো সম্পর্ক গড়ার চেষ্টা করুন। প্রবাসী শ্রমিকদের সমস্যা সমাধানে এগিয়ে আসুন। ইসলামী কমিউনিটি দেখলে বা নাম শুনলে গায়ে জ্বলা শুরু হয়ে যায় আপনাদের ।
আমার এই লিখায় কারো চুলকানি হলে নিজ পথে হাটতে থাকুন আমি আছি আমার পথে।
বিষয়: বিবিধ
১২৩৬ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রবাসী কমিউনিটির নেতারা সব এই ধান্ধায় আছে।
মন্তব্য করতে লগইন করুন