ঈদ মোবারক
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৯ জুলাই, ২০১৪, ০৮:০৩:২০ রাত
ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ ।।
ভোর না হতেই ভেঙ্গে গেল ,
মুসলমানের নিদ ।
খুব সকালে গোসল শেষে।,
সবাই তৈরী নতুন সাঝে ,
ঈদগাহে যাবার মজে ।
বাচ্চারা সব পন করেছে ,
কার সাথে কে যাবে ।
বাতাসে বাহারি খাবারের গন্ধ আসে ।
ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ ।।
ঈদের নামাজে দাড়িয়ে গেল ,
ধনী গরিব মত মতাবেধ ভুলে ।
ঈদগাহের মাঠ প্রকম্পিত অল্লাহু আকবার ধ্বনিতে ।
নামাজ শেষে কোলাকুলি করিতে ,
এক ভাই আসে আরেক ভাইয়ের কাছে ।
মুসলমানের পরিচয় ফুটে উটে ।
স্বপ্ন জাগে মনে ,
ভাতৃত্ব যেন সারা বছর এভাবে থাকে ,
হিংসা বিদ্ধেষ ভুলে ।
ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ ।।
বিষয়: বিবিধ
১৪২৫ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব সকালে গোসল শেষে,
সবাই তৈরী নতুন সাজে ,
ঈদগাহে যাবার মজে ।
আনন্দে সবাই নাচে।
ধন্যবাদ আপনাকে, ঈদ মোবারক।
ঈদ মোবারক।
এখন আর তেমন চোখে পড়েনা "খুশীর ঈদ"
তবুও "ঈদ" :D/ ,
তবুও "ঈদ মোবারক"
╭✿╯ ঈদ মোবারাক।╭✿╯
মন্তব্য করতে লগইন করুন