Good Luck Rose ঈদ মোবারক Good Luck Rose

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৯ জুলাই, ২০১৪, ০৮:০৩:২০ রাত



ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ ।।

ভোর না হতেই ভেঙ্গে গেল ,

মুসলমানের নিদ ।

খুব সকালে গোসল শেষে।,

সবাই তৈরী নতুন সাঝে ,

ঈদগাহে যাবার মজে ।

বাচ্চারা সব পন করেছে ,

কার সাথে কে যাবে ।

বাতাসে বাহারি খাবারের গন্ধ আসে ।

ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ ।।

ঈদের নামাজে দাড়িয়ে গেল ,

ধনী গরিব মত মতাবেধ ভুলে ।

ঈদগাহের মাঠ প্রকম্পিত অল্লাহু আকবার ধ্বনিতে ।

নামাজ শেষে কোলাকুলি করিতে ,

এক ভাই আসে আরেক ভাইয়ের কাছে ।

মুসলমানের পরিচয় ফুটে উটে ।

স্বপ্ন জাগে মনে ,

ভাতৃত্ব যেন সারা বছর এভাবে থাকে ,

হিংসা বিদ্ধেষ ভুলে ।

ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ ।।

বিষয়: বিবিধ

১৪২৫ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

249349
২৯ জুলাই ২০১৪ রাত ০৮:২৮
প্যারিস থেকে আমি লিখেছেন :
খুব সকালে গোসল শেষে,
সবাই তৈরী নতুন সাজে ,
ঈদগাহে যাবার মজে ।


আনন্দে সবাই নাচে।
২৯ জুলাই ২০১৪ রাত ১০:৪১
193721
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : নাইস ভাইয়া
249356
২৯ জুলাই ২০১৪ রাত ০৮:৪৯
আফরা লিখেছেন : এই ভাতৃত্ব যদি মুসলমাদের সারা বছর থাকত তাহলে কি আর মুসলমানরা মাইর খেত । ঈদ-- মোবারক ভাইয়া ।
২৯ জুলাই ২০১৪ রাত ১০:৪২
193722
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন বোন
249361
২৯ জুলাই ২০১৪ রাত ০৮:৫৯
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : ভ্রাতৃত্ব বন্ধন আমাদের জন্য আবশ্যক
২৯ জুলাই ২০১৪ রাত ১০:৪২
193723
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন ভাইয়া
249364
২৯ জুলাই ২০১৪ রাত ০৯:০৬
এনামুল হক এনাম লিখেছেন : ভাইজান ভালো লিখেছেন, তবে ছন্দে পতন হয়েছে প্রচুর, বানানেও ভুল আছে, যেমন-খুভ নয়, হবে খুব। কোলাকোলি না হবে কোলাকুলি ইত্যাদি।
ধন্যবাদ আপনাকে, ঈদ মোবারক।
২৯ জুলাই ২০১৪ রাত ১০:৩৫
193720
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভাজন গাড়িতে বসে বসে লিখেছি অনেক কষ্ট করে ,,অনেক ধন্যবাদ
249375
২৯ জুলাই ২০১৪ রাত ১০:০৫
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৯ জুলাই ২০১৪ রাত ১০:৪২
193724
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ
249407
৩০ জুলাই ২০১৪ রাত ০১:৪২
আলোকিত প্রদীপ লিখেছেন : তাকাব্বালা-ল্লাহু মিন্না ওয়া-মিনকুম।
ঈদ মোবারক।
৩০ জুলাই ২০১৪ বিকাল ০৪:২৯
193866
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঈদ মুবারক । Good Luck
249414
৩০ জুলাই ২০১৪ সকাল ০৬:১০
আবু সাইফ লিখেছেন : আন্তরিকতার চেয়ে আনুষ্ঠানিকতা যখন বড় হয় তখন সেটি আর আনন্দদায়ক থাকেনা!!

এখন আর তেমন চোখে পড়েনা "খুশীর ঈদ"

তবুও "ঈদ" :D/ Bee,
তবুও "ঈদ মোবারক" Rose Rose Big Hug
৩০ জুলাই ২০১৪ বিকাল ০৪:২৮
193865
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঈদ মুবারক । Good Luck
249417
৩০ জুলাই ২০১৪ সকাল ০৬:২৫
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : প্রবাসী সকল ভাইকে ঈদ মুবারক ।
৩০ জুলাই ২০১৪ বিকাল ০৪:২৮
193864
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঈদ মুবারক । Good Luck
249424
৩০ জুলাই ২০১৪ সকাল ০৮:৫৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
৩০ জুলাই ২০১৪ বিকাল ০৪:২৮
193863
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ
১০
249578
৩০ জুলাই ২০১৪ রাত ০৮:৩২
আহ জীবন লিখেছেন : ঈদ মুবারক
৩০ জুলাই ২০১৪ রাত ০৯:২৮
193927
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঈদ মুবারক Good Luck
১১
249588
৩০ জুলাই ২০১৪ রাত ০৯:১৮
আবু বকর সিদ্দিক লিখেছেন :
╭✿╯ ঈদ মোবারাক।╭✿╯
৩০ জুলাই ২০১৪ রাত ০৯:২৮
193928
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঈদ মুবারক Good Luck
১২
250077
০২ আগস্ট ২০১৪ দুপুর ১২:৪১
আমি মুসাফির লিখেছেন : ঈদে কবিতা লিখে নিজের আনন্দকে বর্ধিত করতে থাকেন এই কামনা করি।
০২ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
194443
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : শুকরান ভাইজান
১৩
250187
০২ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
শেখের পোলা লিখেছেন : বেশ বেশ বেশ৷
০২ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:০৮
194456
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File