পুরুষদের ঈদ ফ্যাশন
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৬ জুলাই, ২০১৪, ০৭:২৩:১৭ সন্ধ্যা
ঈদ আসলে অনেকে পোশাক নিয়ে টেনশনে পরে যান।বাস্থবেই তাই পোশাকের মাধ্যমে শরীরের সুন্দর্য ফুঠে উঠে। টেনশনের কারণ নেই আপনাকে ও অনেক সুন্দর দেখাবে এবারের ঈদে।তবে আধুনিকের নাম ছেড়া কাপড় বয়কট করুন।
পুরুষরা সাধারনত সার্ট পেন্ট বা টি-সার্ট পেন্ট পরে ।আবার সার্ট ,টি-সার্ট,পেন্টের দুটি ধরন রয়েছে যেমন ,একটি সাধারণ অন্যটি ছেড়া বা লম্বা রশি ঝোলানো উজ্জল রঙের কাপড়ের তৈরী পোশাক ।
যারা ছেড়া স্টাইলের সার্ট ,টি-সার্ট ও পেন্ট পরে তারা সাথে গলায় চেইন পরে ,হাতে বিভিন্ন রকমের বেল্ট পরে ।
মানুষের দৃষ্টি তাদের সার্ট পেন্টের ছেড়া বা গলার চেইনের দিকে চলে যায় ফলে তার চেহারা বা শরীরের সুন্দর্য ফুটে উটে না ।
এমনকি তাদের এই পোশাক পরে সমাজের সকল জায়গায় যাওয়া ও সম্ভব নয় ।ঈদে পাঞ্জাবি পরিধানে অনেক ভালো দেখাবে ।
অন্য দিকে যারা সাধারণ কাপড় পোশাক পরে অর্থাত অল্প রঙের কাপড়ের তৈরী পোশাক।হালকা মিক্স কালার সার্ট ,টিসার্ট ,পেন্ট তারা যেমন সমাজের সকল স্তরে যাতায়ত করতে পারে তেমনি মানুষের দৃষ্টি তার চেহারা ও বডির দিকে তাকে পোশাকের দিকে নয় ।
বিষয়: বিবিধ
১৪৭৪ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পোশাক দেখেই
বুঝা যায়
কে কতটা শালীন ।
মন্তব্য করতে লগইন করুন