বিড়ির মধ্যে গাঞ্জা
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৩ জুলাই, ২০১৪, ০৭:৩৫:৫৪ সন্ধ্যা
সকালে দিছিলিমা টান বিড়িতে
দুপুরে এসেছিলাম প্রোগ্রামে
ঘুমের ঘরে আমায় ডাকে
আমি ঘুমিয়ে পরি পুতুলেরই পাশে।
এবার বুঝেছি আমি
বিড়ির মধ্যে কেডা গাঞ্জা হান্দই দিছে।
পুতুলের নানা শেখ মুজিবকে কইছি দাদা
এবার চিন্তায় আছি থাকবে কি আর আমার কেদারা ?
আমার কি অপরাধ ,
বিড়ি মনে কইরা টানছি গাঞ্জা।
বিষয়: বিবিধ
১৭৪৭ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর ঘুমের থেকে উঠে একটু মাথা আউলায়া গেছে।
বুদ্ধি জাগে মনে,
শোন মহাজনে৷
মন্তব্য করতে লগইন করুন