ফিলিস্তিনিদের জন্য এমন হলে দেশের বেলায় কেন নয় ?
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৭ জুলাই, ২০১৪, ০৭:১৭:২১ সন্ধ্যা
আমার দেশ বাংলাদেশের মজলুমের ছবি
বিশ্ব মুসলিম আজ ফিলিস্তিনিদের জন্য দোয়া করতেছে। বিশ্বের অধিকাংশ মানব জাতি ফিলিস্তিনিদের কষ্টে কষ্ট পাচ্ছে সে ক্ষেত্রে বাংলাদেশের জনগণ পিছিয়ে নেই যা অনেক ভালো।
আমাদের দেশের অনেক অমুসলিম ফিলিস্তিনিদের পক্ষ কথা বলতেছেন যা অনেক ভালো কারণ মানব জাতির মনুষত্বের পরিচয় এটাই। কিন্তু দেশের বেলায় এমন কেন ?যখন এ দেশের মানব জাতি জুলুমের শিকার হয় তখন কেন চুপ থাকে ?
আমাদের দেশের মুসলমানরা মহান রবের কাছে ফিলিস্তিনিদের জন্য দোয়া করতেছেন মিছিল মিটিং মানবন্ধন করতেছেন। কিন্তু কথা হলো যখন আমাদের দেশের ইসলাম প্রিয় মানুষ খুন হচ্ছে বিচারের নামে হত্যা করা হচ্ছে , তাদের পাশে কেন দাড়ায় না বাংলার মুসলমান ? যখন দেশের আলেম সমাজকে অপমানিত করা হয় পাখির মত গুলি করে রাতের অন্ধকারে কুরানে হাফেজদের হত্যা করা হয় , তখন কেন দেশের মুসলমান চুপ থাকে ?যখন দেশের শীর্ষ আলেম আল্লামা সাইদীকে বিচারের নামে বছরের পর বছর কারানির্যাতন করা হচ্ছে কেন সে ক্ষেত্রে দেশের মুসলমান চুপ ?কারণ ফেসবুকে স্টেটাস আর বাস্থবতা এক নয়। ফিলিস্তিনির পক্ষে ফেসবুকে লিখলে আপনাকে কেউ বাধা দেবে না। ফেসবুকে ইসরাইলকে গালি দিলে সমস্যা হবে না।
ফেসবুকে ফিলিস্তিনির পক্ষে দাড়ালেই চলে মাঠে থাকতে হয় না কিন্তু দেশের আলেম সমাজ বা মজলুমের পক্ষে দাড়াতে হলে মাঠে নামতে হয়।জালিমের জুলুমের শিকার হতে হয় , জেলে যেতে হয় , নির্যাতিত হতে হয়।
সস্থা কাজ করে হকের পক্ষে নিজেকে জাহির করতেছেন ভালো কথা পাশাপাশি মজলুমের পক্ষে কঠিন ভাবে ও দাড়ানোর প্রচেষ্টা করা প্রয়োজন।
বিষয়: বিবিধ
১২৪৬ বার পঠিত, ৩৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর বাংলাদেশের মুসলমানদের ঈমানতো কবেই বলিউড আর হিন্দি সিরিয়ালের তোড়ে ভেসে গেছে। সো......এদের দিয়ে নো ডেঞ্জার।
হক বলেছেন
এটাই আমাদের মনের কিংবা চিন্তার সীমাবদ্ধতা !!!
সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে গিয়ে আমরা সামনে পেছনে/ডান বামে অনেক কিছুই দেখি যাতে আমাদের স্বার্থ অরক্ষিত থাকে।
তাই ইস্রায়েলিরাই ভাল। সরাসরি মারছে। ঘুন ধরিয়ে দিচ্ছে না।
তবে দুটোকেই ধিক্কার আর ঘৃণা করি।
মন্তব্য করতে লগইন করুন