হাদিসের আলোকে রামাদান (রামাদানের আলোচনা ) Good Luck Rose

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৪ জুলাই, ২০১৪, ০৬:৫৯:২২ সন্ধ্যা



আসসালামু আলাইকুম ,প্রিয় ব্লগার বন্ধুরা হাদিসের আলোকে আলোকে রামাদান আলোচনার জন্য আমাকে বলা হয়েছে। আমাদের ভিশু ভাইয়া রমজানের পূর্বেই নির্ধারণ করে দিয়েছেন রমজানের কোন তারিখে কে কি নিয়ে আলোচনা করবেন।

হাদিস (আরবিতে الحديث) হলো শেষ নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ,কাজ ও সমর্থন কে হাদিস বলা হয়।

আল্লাহ তায়ালা আল কুরআনে জীবন ব্যবস্থা কেমন হবে কিভাবে হবে জানিয়ে দিয়েছেন কিন্তু সেটা কোন আদর্শে হবে কি পন্থায় হতে হবে সেটা পূর্ণ রূপে আমাদের নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন।

রমজান সম্পর্কে হাদীসে কুদসীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,

كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ إِلَّا الصِّيَامَ فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ

আল্লাহ বলেন, ‘‘বনী আদমের সকল আমল তার জন্য, অবশ্য রোযার কথা আলাদা, কেননা রোযা আমার জন্য এবং আমিই এর পুরস্কার দিব।’’ (সহীহ বুখারী, হাদীস নং ১৮০৫, ৫৫৮৩ ও সহীহ মুসলিম, হাদীস নং ২৭৬০)
(রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব হাদিস আল্লাহর সাথে সম্পৃক্ত করে বর্ণনা করেছেন আলেমগণ সেগুলোকে “হাদিসে কুদসি” নামে অভিহিত করেছেন এক কথায় হাদিসে কুদসী হলো সেই হাদিস যে হাদিসে আল্লাহ বলেছেন রাসুল জানিয়েছেন )

উপরের এই হাদিস থেকে বুঝা গেল রোযার পুরস্কার আল্লাহ স্বয়ং নিজে প্রদান করবেন। প্রিয় বন্ধুরা আমরা অনেকে চাকুরী করি মনে করেন আপনি প্রতি দিন অফিসে কাজ করেন বেতন ও পান। একদিন একটি কাজ দেওয়া হলো আপনাকে এবং সেই অফিসের বা কোম্পানির মালিক আপনাকে বললেন এই কাজের মজুরি আমার হাতে দেব। তখন আপনার বুঝার বাকি থাকবে না যে এই কাজের মুল্য অনেক হবে কারণ মালিক নিজ হাতে দিচ্ছে। আর রজার মজুরি তো দেবেন সেই মালিক যিনি এই বিশ্ব জাহানের মালিক।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,

إِنَّ فِى الْجَنَّةِ بَابًا يُقَالُ لَهُ الرَّيَّانُ يَدْخُلُ مِنْهُ الصَّائِمُونَ يَوْمَ الْقِيَامَةِ لاَ يَدْخُلُ مَعَهُمْ أَحَدٌ غَيْرُهُمْ يُقَالُ أَيْنَ الصَّائِمُونَ فَيَدْخُلُونَ مِنْهُ فَإِذَا دَخَلَ آخِرُهُمْ أُغْلِقَ فَلَمْ يَدْخُلْ مِنْهُ أَحَدٌ»

‘‘জান্নাতে একটি দরজা রয়েছে যাকে বলা হয় ‘রাইয়ান’ - কিয়ামতের দিন এ দরজা দিয়ে রোযাদারগণ প্রবেশ করবে। অন্য কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না..... রোযাদারগণ প্রবেশ করলে এ দরজা বন্ধ হয়ে যাবে। ফলে আর কেউ সেখান দিয়ে প্রবেশ করতে পারবে না।’’ (সহীহ বুখারী, হাদীস নং ১৭৯৭ ও সহীহ মুসলিম, হাদীস নং ২৭৬৬ )


রোজাদারকে আল্লাহর রাসুল সুসংবাদ দিচ্ছেন রাইয়ানের কথা শুনিয়ে।রাইয়ানে প্রবেশ করতে হলে অবশ্যই রমজানে পূর্ণ ঈমানের সরূপ রোজা রাখতে হবে।

ইবনু আববাস রাদিয়াল্লাহু আনহু বলেন,

«كَانَ جِبْرِيلُ يَلْقَاهُ فِي كُلِّ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ فَيُدَارِسُهُ الْقُرْآنَ»

“জিবরীল রামাদানের প্রতি রাতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সাক্ষাৎ করতেন এবং তাকে নিয়ে কুরআন পাঠ করতেন”। (সহীহ বুখারী, হাদীস নং ৩০৪৮)


রামাদান মাস কুরআন নাযিলের মাস। এ মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিবরীলের সাথে কুরআন পাঠ করতেন। তার সীরাত অনুসরণ করে প্রত্যেক মু’মিনের উচিত এ মাসে বেশী বেশী কুরআন তেলাওয়াত করা, বুঝা এবং আমল করা। আমাদের দেশে দেখা যায় রমজান মাস আসলে খতম করার দুম পরে যায় কিন্তু কুরআন যে কারণে নাজিল হয়েছে তার দরে কাছে ও নেই। কুরআন পড়লে অবশ্যই সুয়াব হবে কিন্তু বুঝে পড়লে আমল করা যাবে আর নেক আমল ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়।

এই রমজান মাসকে সামনে রেখে নিজের মনকে কুরআনের সাথে সম্পর্ক করার তৌফিক কামনা করি মহান রবের দরবারে ,,আমিন সুম্মা আমিন।

বিষয়: বিবিধ

১৩০৪ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

244710
১৪ জুলাই ২০১৪ রাত ০৮:৫৯
শেখের পোলা লিখেছেন : জাজাকাল্লাহ৷
১৫ জুলাই ২০১৪ বিকাল ০৫:১৩
190217
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আল্লাহ আমাদের ইসলামের পথ চলার তৌফিক দান যেন করেন সেই দোয়া করবেন
244725
১৪ জুলাই ২০১৪ রাত ১১:০৫
সন্ধাতারা লিখেছেন : You have discussed very nicely the importance of Ramadan Masha Allah. May Allah accepts all of us for doing the right fasting. Jajakalla khairan.
১৫ জুলাই ২০১৪ বিকাল ০৫:১৩
190218
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আল্লাহ আমাদের সবাইকে ইসলামের পথ চলার তৌফিক দান যেন করেন সেই দোয়া করবেন।
244763
১৫ জুলাই ২০১৪ সকাল ০৬:২৯
প্যারিস থেকে আমি লিখেছেন : আল্লাহ আমাদেরকে রমজানের সকল ফজিলত দান করুন।
১৫ জুলাই ২০১৪ বিকাল ০৫:১৩
190219
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমীন ,,আল্লাহ আমাদের সবাইকে ইসলামের পথ চলার তৌফিক দান যেন করেন সেই দোয়া করবেন।
244833
১৫ জুলাই ২০১৪ দুপুর ০১:৫০
আমি মুসাফির লিখেছেন : সুন্দর বিশ্লেষণ । সবাই উপকৃত হবে বলে আশা রাখি।


১৫ জুলাই ২০১৪ বিকাল ০৫:১৪
190220
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : তাই যেন হয় ,,অনেক শুকরিয়া
244852
১৫ জুলাই ২০১৪ দুপুর ০২:৪৮
রাইয়ান লিখেছেন : সুন্দর উপস্থাপনা .... আল্লাহ আমাদেরকে এই রমজানে গুনাহ মাফ করিয়ে নেয়ার তাওফিক দান করুন , আমীন।
১৫ জুলাই ২০১৪ বিকাল ০৫:১৪
190221
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমিন সুম্মা আমিন Good Luck Good Luck
244884
১৫ জুলাই ২০১৪ বিকাল ০৫:১৫
আফরা লিখেছেন : অনেক সুন্দর আলোচনা অনেক ভাল লাগল ।আল্লাহ আমাদের রমজানের ফজিলত পুরোপুরি হাসিল করার তৌফিক দিন ।আমীন ।
১৫ জুলাই ২০১৪ বিকাল ০৫:১৭
190222
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমিন সুম্মা আমিন Good Luck
244906
১৫ জুলাই ২০১৪ বিকাল ০৫:৫৯
ইবনে আহমাদ লিখেছেন : আপনাকে ও শুভ ভাইকে মোবারকবাদ।উপস্থাপনা খুবই চমৎকার।
১৬ জুলাই ২০১৪ রাত ০৮:১২
190520
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : শুকরান ভাইয়া
245031
১৬ জুলাই ২০১৪ রাত ১২:৩৯
বৃত্তের বাইরে লিখেছেন : সহজ, সুন্দর উপস্থাপনা। আমার কাছে মনে হয়, প্রত্যেকের উচিত রোজায় যে কোন ভাল কাজের উদ্যোগ নেয়া এবং সারাবছর তা মেনে চলার চেষ্টা করা। আল্লাহ্‌ আমাদের সবাইকে সেই তৌফিক দিন। আমীন।
১৬ জুলাই ২০১৪ রাত ০৮:১২
190521
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : শুকরান ভাইয়া ,আমিন সুম্মা আমিন
245259
১৬ জুলাই ২০১৪ রাত ০৮:০১
ভিশু লিখেছেন : আলহামদুলিল্লাহ! মহান রবের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এভাবে সবার আন্তরিকভাবে এগিয়ে আসাটি আমাদের সবার জন্যই বিশেষ অনুপ্রেরণাদায়ক হয়েছে! অল্পকথায় আকর্ষণীয় পরিবেশনা! ভালো লাগ্লো অনেক! আল্লাহ যেন এই রমযানে আমাদের সবাইকে ক্ষমা করেন, সাফল্য ও কল্যাণ দান করেন দুনিয়া এবং আখিরাতে! জাযাকাল্লাহ খাইরান...Praying Good Luck Rose
১৬ জুলাই ২০১৪ রাত ০৮:১৩
190522
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভাইয়া আপনার জন্যই আজ আমার এই সোয়াবের কাজ করা ,,শুকরিয়া ভাইয়া
১০
246307
২০ জুলাই ২০১৪ বিকাল ০৫:৩৩
বুড়া মিয়া লিখেছেন : সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন।
২০ জুলাই ২০১৪ বিকাল ০৫:৫২
191210
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ধন্যবাদ দাদা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File