আমাদের মন্ত্রী সাহেব
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৬ জুলাই, ২০১৪, ০৬:৫২:৩০ সন্ধ্যা
বর্তমান সরকারের যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। একজন মন্ত্রীর ব্যক্তিত্ব কি রকম হওয়া জরুরি সেটা সবাই বুঝে , যখন মন্ত্রীর বক্তিত্ব বলতে কিছু দেখা যায় না তখন সবাই আবাল বলে।
দশম জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ আসন থেকে নির্বাচিত সাংসদ বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া উপমন্ত্রী হয়েছেন ।
আরিফ খান জয় পিস্তল নিয়ে খেলার মাঠে ঢুকেছিলেন সেটা ছিল তার মাস্তানি কিন্তু আজ যখন ব্রাজিলের পতাকার রঙে নিজে সাজলেন তখন সেটা কে কি বলে ?
অনেকে বলবেন উনার কি ইচ্ছে নেই খেলা দেখার জবাবে আমি বলতেছি ,আমি উনার ব্যক্তিত্বের কথা বলছিলাম।
বিষয়: বিবিধ
১২৭৫ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তরুন হয়েছেন আরকি!!!
যদি ছাগলে হইতো,
তাইলে মানুষ আর গরু
কিনতো না!
সমর্থকেরা সমর্থনই করতে পারে , এর বেশী কিছু না । তাই ওবামা নাকি পুতিন নাকি হাসিনা - কে সমর্থন দিল তা খেলায় কোন প্রভাব ফেলে না ।
আর জয় বাংলাদেশ জাতীয় দলে খেলেও কিছু করতে পাড়ে নি আহামরি কিছু , ব্রাজিলের পতাকার জামা গায়ে দিয়ে কিই বা করতে পারবে ? এটা জয়ও বুঝে ।
কেন যে এই সব সিলি ব্যাপার পয়েন্ট আউট করেন ?
তার আবাল কর্মকান্ডই বলে সে একজন খাটি বাল।
মন্তব্য করতে লগইন করুন