দেশ দ্রুহী সুলতানা কামাল চক্রবর্তী ,বাংলাদেশী ক্রিকেটার সাকিব ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৫ জুলাই, ২০১৪, ০৭:৪৪:৩৮ সন্ধ্যা
১ ,গতকাল সকালে খাগড়াছড়ি পর্যটন মোটেলের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে সিএইচটি কমিশনের কো-চেয়ারপারসন ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামালের গাড়িবহর ঢাকায় চলে যাওয়ার সময় জুতা নিক্ষেপ করে পার্বত্য বাঙালি ছাত্রপরিষদের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।তাদের অভিযোগ পার্বত্যাঞ্চল নিয়ে ষড়যন্ত্র করতে প্রশ্নবিদ্ধ সুলতানা কামাল এখানে এসেছিল।
সুলতানা কামাল প্রথমত দেশের সংস্কৃতি বিরোধী ,ধর্মপ্রাণ মানুষের অধিকার বিরোধী ,পতিতাদের দালাল ,দেশে ধর্মীয় দাঙ্গা সৃষ্টি কারী ,আলেম উলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ,দেশ দ্রুহী এবং অন্যদেশের তাবেদার।
এই সুলতানা কামাল নিজেকে একজন মানবাধিকার কর্মী দাবি করে অতচ আজ পর্যন্ত মানবাধিকারের পক্ষে একটি শব্দ ও করেনি তবে এটা সঠিক পতিতাদের পক্ষে কথা বলেছে বা বলে। একজন দেশ দ্রুহী মহিলা কি করে শান্তির জন্য কাজ করতে পারে ?
এই মহিলাকে কে পাঠিয়েছে খাগড়াছড়িতে ? কি লক্ষে পাঠানো হয়েছে ? এবং বিজিবি সদস্যরা এই মহিলাকে কেন এত নমস্কার করতে দেখা গেল ?
২ , বাংলাদেশের হয়ে আর আন্তর্জাতিক ম্যাচ খেলবেন না বলে হুমকি দিয়েছেন সাকিব আল হাসান। সাকিবের হুমকির কথা একটি টেক্সট ম্যাসেস পাঠিয়ে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসানকে জানিয়েছেন জাতীয় দলে কোচ চন্দ্রিকা হাথুরুসিঙ্গে।
দুই দিন আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে গেলে সাকিবকে ডেকে পাঠায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাতেই ক্ষিপ্ত হয়ে এই হুমকি দিয়েছেন বিশ্বের এক নম্বর অল রাউন্ডার।
বিসিবি বলছে, খেলতে যাওয়ার আগে সাকিব কোনো অনুমতি নেননি। সাকিব বলছেন তিনি মৌখিক অনুমতি নিয়েছেন।
সাকিব অনুমতি ছাড়া কি করে যেতে পারলেন ? অনুমতি যদি আগে দেওয়া হয় তাহলে এখন কেন তাকে দেশে আসতে বলা হচ্ছে ?সাকিব যদি দেশের পক্ষে না খেলার হুমকি দেন তাহলে সাকিবকে আর দেশের পক্ষে না রাখাটাই কি ভালো নয় ?
৩ ,পিঠে ও মেরুদণ্ডের কশেরুকায় আঘাত পেয়ে বিশ্বকাপ অনিশ্চিত হয়ে পড়েছে ব্রাজিল দলের সেরা খেলোয়ার নেইমারের।গতকাল ম্যাচের শেষ দিকে কলম্বিয়ান ডিফেন্ডার জোয়ান জুনিগা ব্রাজিলিয়ান স্টার নেইমারের হাঁটুতে সজোরে আঘাত করলে তাৎক্ষণিকভাবে স্ট্রেচারে শুয়ে মাঠই ছাড়তে হয় তাকে।কলঙ্কের বিষয় হলো রেফারি কিছুই দেখেনি।
রেফারি ফিফার কাছে কি জবাব দেবে ?ফিফা কি প্রশ্ন করবে রেফারিকে ?
বিষয়: বিবিধ
৩০৬৫ বার পঠিত, ৩৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তার মেয়ে হয়ে সুলতানা কিইবা আর ব্যতিক্রম হবেন ।
পাহাড়িরা যুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে ছিল । এমন কি বঙ্গবন্ধুও তাদেরকে বাঙ্গালী হতে বলেছিলেন যুদ্ধের পর ।
স্বাধীন বাংলাদেশে এদের সাথে শান্তিচুক্তি করতে হয় সরকারের । মানে সোজা , এরা বাংলাদেশকে মানে না তাদের দেশ হিসেবে । স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে তারা বাংলাদেশকে খুব পেইন দিয়ে আসছে ।
আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেহেতু এদের আচরণ বাংলাদেশ বিরোধী তাই যারা এদেরকে সাপোর্ট করে তারা কোনভাবেই বাংলাদেশের পক্ষ হতে পারে না ।
সুলতানা কামালদের মুক্তিযুদ্ধ তথা স্বাধীনতার চেতনা কি এই ? এভাবে দেশের একটা বৃহত অংশকে আলাদা হবার জন্য তারা যে সমর্থনে এগিয়ে আসছেন তা কি মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় ?
**************************************************************
২. সাকিব উচিত কাজ করেছে বলেই মনে করি । অনিয়মের দেশে শুধু সাকিবকেই কেন নিয়মের বেড়াজালে আটকানো হবে ?
বাংলাদেশের কোন টপ লেভেলের লোক কি নিয়মের তোয়াক্কা করে ? সংসদকে বলা হয় পবিত্র স্থান । আমরা তো দেখি ওখান থেকেই অনেক গালাগাল বের হয় যেটা কাম্য নয় । কৈ , সাংসদদেরকে তো সাকিবের মত এরকম করে শাস্তির আওতায় আনা হয় না ?
সাকিব খেলতে যাচ্ছিল ক্যারিবিয় প্রিমিয়ার লীগে, যে দেশের সাথে তাদের মাটিতে কয়দিন পর বাংলাদেশের সিরিজ । সেখানে সেটা তো তার জন্য একটা কন্ডিশনিং ক্যাম্পই হয়ে যেত যেটা বাংলাদেশের জন্য মেঘ না চাইতেই জলের মত । সাকিবের পারফরমেন্সের সাথে বাংলাদেশের সাফল্য ওতপ্রোতভাবে জড়িত । ভুলে গেলে চলবে না যে লাস্ট টুরে (২০০৯) বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে যে ২-০ সিরিজে হারিয়ে ছিল তাতে সাকিবের অবদানই ছিল সিংহভাগ ।
তাই বিসিবির উচিত ছিল সাকিবকে সিপিএলে খেলতে দিতে যাওয়া ।
*************************************************************
৩. নেইমার এই বিশ্বকাপ তো বটেই , আবারও খেলতে নামতে পারে কি না সেটা নিয়েই যথেষ্ট সন্দেহ আছে ।
এসব স্টার প্লেয়ারদের জন্যই তো দর্শক ফুটবল খেলা দেখে , না হলে কোন বোকা আছে যে গাঁটের পয়সা খরচ করে ও রাতের ঘুম হারাম করে খেলা দেখতে বসে ?
ফিফা কখনই এসব ফুটবলারদের জন্য আলাদাভাবে এগিয়ে আসে নি যেটা ফুটবলের স্বার্থেই করা উচিত ছিল ।
এসব জংলি ট্যাকেলের ফলে অনেক প্রতিভাধর খেলোয়ারদের ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে । আর রেফারীরা এসবের ক্ষেত্রে টিনের চশমা পড়ে্ই থেকেছে । চিলির ম্যাচেও নেইমারকে এমনভাবে ফাউল করা হয়েছিল যে বেচারার মাথা খাড়াভাবে মাটিতে পড়েছিল । সে ম্যাচেও কোন হলুদ/লাল কার্ড দেখানো হয় নি গতকালের ম্যাচের মত ।
এসব পেলেকেও করা হয়েছিল ১৯৬৬ এ । ১৯৮২ তে তো জার্মান গোলকিপার শুমাখারের লাথিতে ফ্রান্সের এক খেলোয়ারের দুটি দাঁত পড়ে গিয়েছিল ।
েএগুলো Grievous hurt । বাস্তবিক জীবনে এসবের জন্য মৃত্যু দন্ডও হতে পারে । খেলার অজুহাতে এটাকে পাশ কাটিয়ে যাওয়া উচিত নয় ।
সময় এসেছে এ ব্যাপারে কঠোরতম সিদ্ধান্ত নেবার । হয় ফিফাকে সংশ্লিষ্ট রেফারী , খেলোয়ার এমনকি টিমকে আজীবনের জন্য বহিষ্কার করতে হবে এবং ক্ষতিগ্রস্থ খেলোয়ার ও দেশকে আজীবন ফিফার লভ্যাংশের বিশাল অংশ দিতে হবে । না হলে সংশ্লিষ্ট দেশ ফিফার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করবে খেলাধুলার নামে রক্তারক্তির প্রমোট করার জন্য ।
আমরা সাধারন মানুষরা বিনোদন হিসেবেই খেলাটাকে দেখতে চাই । এখানে কোন হৃদয়বিদারক ঘটনা এবং জখমের ঘটনা দেখতে চাই না ।
**************************************************************
অতি সাম্প্রতিক ঘটনা সমূহ নিয়ে আপনার এই সংক্ষিপ্ত পোস্ট ভাল লেগেছে ।
১ ,সঠিক বলেছেন
২,সাকিবের বউ পর্দা করেছে কিনা সেটা নিয়ে বাংলাদেশীদের যত সমস্যা নিজের বউয়ের পর্দার খবর নেই। সাকিবের মনে অনেক কষ্ট কাজ করতেছে।
সাকিবের ও উচিত দেশের ক্রিকেট বোর্ডের আইন ফলো করা।
৩,ফিফা আসলে টাকার পেছনে।
০ অনিয়মের দেশে যত আইন প্রয়োগ সব সাকিবের উপর ?
০ রাস্তা আটকিয়ে যখন মন্ত্রী মিনিস্টারদের গাড়ি চলাচল করে বা উল্টো পথ দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর বড় বড় কর্তারা গমন করে - তখন আইন কোথায় থাকে ?
বাকী বিষয়ে আমার ০% আগ্রহ থাকায় মন্তব্য করতে রুচি নাই...একটা খেলাও দেখিনি,এ ব্যাপারে খবরও রাখিনি,প্রয়োজনও মনে করিনি....
আর ২য়টি হলো দেশের ক্রিকেট নিয়ে অনেক বিতর্ক আছে । এবং সাকিবও অনেক বিতর্কের জন্ম দিয়েছে । সেই হিসাবে সাকিবের যদি অন্যায় হয় তাহলে তার যা পা্রপ্য তাই হওয়া উতি।
৩য়টি যে কাজটি হয়েছৈ তাও শোভনীয় নয় বিশ্বকাপের খেলাকে একটু এলামেলো করল আরকি।
আর সাকিবকে দেশে ফিরিয়ে আনা উচিত হয় নাই। এমনিতেই আমাদের যে ভাইয়েরা প্রবাসে থাকে, সেখান থেকে রেমিট্যান্স কমে যাচ্ছে। সাকিবকে সুযোগ দিলে এ-ই সেক্টরে হইতে পারতো অর মাধ্যমে আরও কিছু ছেলে-পেলেও গিয়ে ভালো রোজগার করতে পারতো; আর ওরাতো এখনো দেশের টাকা বাইরে পাচার করে না। তাই ওদেরকে কিভাবে আরও বেশী ভালো জায়গায় খেলার সুযোগ করে দিয়ে অন্যান্যদের জন্যও একটা কর্ম ক্ষেত্রে করে দিবে – তা না এইখানে লাগাইছে ফালতু বিষয় নিয়া হৈ-চৈ! ভোদাইগুলা আসলেই বদমাইশ।
বিশ্বকাপের কাহিনী কিছুই কইতে পারলাম না!
মন্তব্য করতে লগইন করুন