আসলে কি ফরমালিন নাকি কারো ফর্মুলা ??

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ৩০ জুন, ২০১৪, ০৭:৪৩:৪৮ সন্ধ্যা



নিজের বউকে প্রতিরাতে মারলে কেউ কিছু বলতে পারবে না কিন্তু অন্য কেউ তার বউ মারলে নিজে নাক গলায় আজকের সমাজ তাই বলে বেড়ায়।

ফরমালিনের অপব্যবহারে সর্বোচ্চ যাবজ্জীবন সাজার বিধান রেখে ফরমালিন নিয়ন্ত্রণ আইন-২০১৪’র খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এই মন্ত্রিসভা জানে তাদের এমপি মন্ত্রীদের মধ্যে রয়েছে দেশের সন্ত্রাসীদের গডফাদার ,রয়েছে খুনি , রয়েছে জনগনের টাকা চোর , রয়েছে নিয়োগ বানিজ্যের সাথে সম্পৃক্ত ,রয়েছে পদ্মা সেতুর দুর্নীতির সাথে সরাসরি সম্পৃক্ত এমপি। কিন্তু সরকার এদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা না নিয়ে তথাকথিত ফরমালিনের পেছনে লেগেছে।

সরকারের এরকম ফরমালিন বিরুধী অভিযানে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে আসলে কি খাদ্যে ফরমালিন দেওয়া হচ্ছে নাকি দেশীয় খাদ্যের বিরুদ্ধে নতুন কোনো ষড়যন্ত্র ?মিডিয়ার মাধ্যমে জানা যাচ্ছে প্রতিদিন হাজার হাজার টন খাদ্য ফরমালিন যুক্ত দাবি করে সরকারের বিশেষ অভিযান বাহিনী খাদ্য নষ্ট করে দিচ্ছে।

বিষয়টা একবার চিন্তা করে প্রয়োজন গ্রামের কৃষক কি করে ফরমালিন যুক্ত করবে ? কি করে ফরমালিন এতো সহজলভ্য হয়? অভিযুগ রয়েছে অভুজান বাহিনী টাকা চাচ্ছে যদি টাকা না দেওয়া হচ্ছে বলে ফল নষ্ট করে দিচ্ছে। বিক্রেতার বিক্রয় দ্রব্য যদি ফরমালিনের নাম মিত্যে অজুহাতে নষ্ট করে দেওয়া হয় এও অপরাধের বুঝা কে গ্রহণ করবে ?

আসলেই কি ফরমালিন নাকি দেশী ফল নষ্টের পায়তারা ? ফরমালিনের নাম করে টন টন দেশীয় ফল নষ্ট করা হচ্ছে যা নিতান্তই ভাবনার বিষয়। বিদেশী ফল আমদানি করার জন্য কুচক্রের চক্রান্ত কি না তা দেখার বিষয় রয়েছে।



বিষয়: বিবিধ

১১৬৪ বার পঠিত, ২৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

240381
৩০ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
ছিঁচকে চোর লিখেছেন : একদম সঠিক কথা বলেছেন। এই সরকার একটা তাবেদার সরকার। এই সরকার একটা ভারতীয় সরকার। Loser
০১ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:২৭
186758
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জনগনের ভোটের অধিকার গুম করে ওরা ক্ষমতায় এসেছে এখন আবার জনগনের জন্য কাল সাপ হয়ে দাড়িয়েছে
240394
৩০ জুন ২০১৪ রাত ০৮:২৫
সন্ধাতারা লিখেছেন : You are right bhaiya. Thanks for a nice post. Jajakalla khairan
০১ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:২৭
186759
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার প্রতিটি মন্তব্য আমাকে লিখতে প্রেরণা দেয় অনেক ধন্যবাদ
240404
৩০ জুন ২০১৪ রাত ০৯:৩২

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 9368

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> আমি মেঘ হবো লিখেছেন : বুঝতেছি না আসলে কে সঠিক আর কে বেঠিক। ভেজালের অবস্থা এমন যে সে খাঁটিকেও ছাড়িয়ে গেছে তাই কোনটি ভেজাল আর কোনটি খাঁটি সেটা চিনতে আমরা ভুল করছি।

সুন্দর একটা পোষ্ট।
০১ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:২৮
186760
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ
240410
৩০ জুন ২০১৪ রাত ১০:২৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ফরমালিন তো সরকার নিজেই দেয়। খোদ সংসদে প্রধানমন্ত্রি বলসেন!!!
০১ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:২৮
186761
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ফরমালিন যুক্ত সরকার দেশের জন্য ক্ষতিকর
240440
০১ জুলাই ২০১৪ রাত ০২:২১
বাজলবী লিখেছেন : বেজাল সরকার
ফরমালিন দিয়া
দেশটারে করলো
চারকার।
০১ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:২৮
186762
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ফরমালিন যুক্ত সরকার দেশের জন্য ক্ষতিকর
240449
০১ জুলাই ২০১৪ রাত ০৩:৩৯
আফরা লিখেছেন : ছিঁচকে চোর লিখেছেন : একদম সঠিক কথা বলেছেন। এই সরকার একটা তাবেদার সরকার। এই সরকার একটা ভারতীয় সরকার
০১ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
186763
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ছিঁচকে চোর অনেক গুরুত্বপূর্ণ কথা বলে যার ফলে আমার মনে হয় উনি আসলে ভালো মানুষTongue
240464
০১ জুলাই ২০১৪ সকাল ০৬:৩৬
প্যারিস থেকে আমি লিখেছেন :
ফরমালিন মুক্ত বাংলাদেশ চাই
আওয়ামী মুক্ত সমাজ চাই।
০১ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
186764
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ফরমালিন যুক্ত সরকার দেশের জন্য ক্ষতিকর
240497
০১ জুলাই ২০১৪ সকাল ১১:৫২
হতভাগা লিখেছেন : ভোক্তা হয়রানির নতুন তরিকা
০১ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
186765
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন ভাইয়া আসল লক্ষ্য টাকা কমানো
240525
০১ জুলাই ২০১৪ দুপুর ০১:২৭
আমি মুসাফির লিখেছেন : দেখনে কোন দাদার খুশী করার জন্য এমন করছে। এটা অত্যন্ত ঘৃণিত কাজ ।
যদি সত্যিই ফরমালিন হয়ে থাখে তার মাত্রানুযায়ী নষ্ট করা যায় । এমন ঢালাওভাবে ঘুষ খাবার ফন্দি ্এট খাবার নষ্ট করা ঠিক না।
০১ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩০
186766
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আর যাদের বিক্রয় দ্রব্য নষ্ট করা হচ্ছে একমাত্র তারা জানে এই দ্রব্য কি করে উত্পাদন করেছেন ,,অনেক ধন্যবাদ
১০
240619
০১ জুলাই ২০১৪ বিকাল ০৪:২৩
প্রবাসী মজুমদার লিখেছেন : যে সব গডফাদার জিন্দা মানুষকে জবাই করে হত্যা করে, তাদের ব্যাপারে এ আইনটি করলে বেশী যুত সই হত। কিন্তু কে করবে? ধন্যবাদ।
০১ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
186767
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এই সরকার নিজে ফরমালিন যুক্ত ভাইয়া
১১
240791
০২ জুলাই ২০১৪ রাত ০৩:২৪
ভিশু লিখেছেন : জাতির দেশপ্রেমিক বিবেকের মতো কথা বলেছেন! চালিয়ে যান! এগিয়ে চলুন... Loser Big Hug Happy Good Luck Rose
০২ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩০
187047
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ফরমালিনের নাম দেশের সম্পদ নষ্ট করা হচ্ছে না তো ভাইয়া ?
১২
240962
০২ জুলাই ২০১৪ বিকাল ০৪:৪২
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : ২ মাস এগুলো খাইয়েন না
০২ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩০
187048
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ফরমালিনের নাম দেশের সম্পদ নষ্ট করা হচ্ছে না তো ভাইয়া ?
১৩
241462
০৪ জুলাই ২০১৪ রাত ০১:২১
তানজিমুল হাসান মায়াজ লিখেছেন : আপনি ঠিক বলেছেন শাহিন ভাই।ব্যাপারটা অনেক টা ভাবনার বিষয়।সবাই এগিয়ে আসলে কুচক্রি মহলের ধ্বংসাত্বক কাযংক্রম প্রতরোধ করা সম্ভব
২১ জুলাই ২০১৪ রাত ১০:৪৬
191697
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার সুন্দর মন্তব্যের জন্য শুকরিয়া
১৪
246906
২১ জুলাই ২০১৪ রাত ১০:২৮
বুড়া মিয়া লিখেছেন : পচনশীল খাদ্যদ্রব্য নিয়ে কি করবে ব্যবসায়ীরা? এসব অভিযান যুক্তিহীন, বললেই পারে এসব পণ্য কখনই খোলাভাবে বিক্রি-ই করা যাবে না, ফুড-গ্রেড-প্রিজারভেটিভ দিয়ে প্যাক করে বিক্রি করতে হবে! এরধরণের পরিপক্ক ফল একদিনেই পচার পর্যায়ে চলে যায়! ব্যবসায়ী অনেক পরিমাণ কিনে বেচার জন্য, আবার ক্রেতারাও নিজেরা না ফলিয়ে কিনেই খাবে – এর জন্যতো আপাতত ফরমালিন ছাড়া কোন উপায় নাই। বিক্রেতারা তাদের বিনিয়োগের সুরক্ষায় কি করবে – সে বিষয়ের সমাধান করা দরকার। এভাবে খোলা বিক্রি করলে ফরমালিন বা এ জাতীর প্রিজারভেটিভ ছাড়া সেগুলো একদিনের বেশী টিকানো সম্ভব না।
২১ জুলাই ২০১৪ রাত ১০:৪৬
191698
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার সুন্দর মন্তব্যের জন্য শুকরিয়া

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File