আসলে কি ফরমালিন নাকি কারো ফর্মুলা ??
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ৩০ জুন, ২০১৪, ০৭:৪৩:৪৮ সন্ধ্যা
নিজের বউকে প্রতিরাতে মারলে কেউ কিছু বলতে পারবে না কিন্তু অন্য কেউ তার বউ মারলে নিজে নাক গলায় আজকের সমাজ তাই বলে বেড়ায়।
ফরমালিনের অপব্যবহারে সর্বোচ্চ যাবজ্জীবন সাজার বিধান রেখে ফরমালিন নিয়ন্ত্রণ আইন-২০১৪’র খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এই মন্ত্রিসভা জানে তাদের এমপি মন্ত্রীদের মধ্যে রয়েছে দেশের সন্ত্রাসীদের গডফাদার ,রয়েছে খুনি , রয়েছে জনগনের টাকা চোর , রয়েছে নিয়োগ বানিজ্যের সাথে সম্পৃক্ত ,রয়েছে পদ্মা সেতুর দুর্নীতির সাথে সরাসরি সম্পৃক্ত এমপি। কিন্তু সরকার এদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা না নিয়ে তথাকথিত ফরমালিনের পেছনে লেগেছে।
সরকারের এরকম ফরমালিন বিরুধী অভিযানে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে আসলে কি খাদ্যে ফরমালিন দেওয়া হচ্ছে নাকি দেশীয় খাদ্যের বিরুদ্ধে নতুন কোনো ষড়যন্ত্র ?মিডিয়ার মাধ্যমে জানা যাচ্ছে প্রতিদিন হাজার হাজার টন খাদ্য ফরমালিন যুক্ত দাবি করে সরকারের বিশেষ অভিযান বাহিনী খাদ্য নষ্ট করে দিচ্ছে।
বিষয়টা একবার চিন্তা করে প্রয়োজন গ্রামের কৃষক কি করে ফরমালিন যুক্ত করবে ? কি করে ফরমালিন এতো সহজলভ্য হয়? অভিযুগ রয়েছে অভুজান বাহিনী টাকা চাচ্ছে যদি টাকা না দেওয়া হচ্ছে বলে ফল নষ্ট করে দিচ্ছে। বিক্রেতার বিক্রয় দ্রব্য যদি ফরমালিনের নাম মিত্যে অজুহাতে নষ্ট করে দেওয়া হয় এও অপরাধের বুঝা কে গ্রহণ করবে ?
আসলেই কি ফরমালিন নাকি দেশী ফল নষ্টের পায়তারা ? ফরমালিনের নাম করে টন টন দেশীয় ফল নষ্ট করা হচ্ছে যা নিতান্তই ভাবনার বিষয়। বিদেশী ফল আমদানি করার জন্য কুচক্রের চক্রান্ত কি না তা দেখার বিষয় রয়েছে।
বিষয়: বিবিধ
১১৫৬ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
সুন্দর একটা পোষ্ট।
ফরমালিন দিয়া
দেশটারে করলো
চারকার।
ফরমালিন মুক্ত বাংলাদেশ চাই
আওয়ামী মুক্ত সমাজ চাই।
যদি সত্যিই ফরমালিন হয়ে থাখে তার মাত্রানুযায়ী নষ্ট করা যায় । এমন ঢালাওভাবে ঘুষ খাবার ফন্দি ্এট খাবার নষ্ট করা ঠিক না।
মন্তব্য করতে লগইন করুন