প্রথম রমজানে এক ধাক্কা , ফালতু মন্ত্রীর কথা ফালতু মার্কা।
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৯ জুন, ২০১৪, ০৭:০৯:১৩ সন্ধ্যা
প্রথমে সবাইকে রামাদান মোবারক।
দেশের মন্ত্রীদের কথা বার্তা শুনে অবাক হতে হয় আবার অধিকাংশ সময় মনে হয় যেন আকাশ থেকে নেমে কেউ কথা বলতেছে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কথা বলতে একটু চিন্তা করা প্রয়োজন কিন্তু আমাদের দেশের গুরুত্বপূর্ণ চেয়ারে ফালতু মার্কা লোক বসে ফালতু মার্কা কথা বলে যা অত্যন্ত কষ্টের।
তারা মানুষের জীবন মৃত্যু নিয়ে ও ফাজলামি করে অহেতুক কথা বলে। যে ব্যক্তি ভালো করে কথা বলতে পারে না সে কি করে মন্ত্রী হয় বুঝি না ? হবেই তো সরকার যখন অনির্বাচিত মন্ত্রীরা কি আর বিবেকবান হতে পারে ?
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘দুনিয়ার কোথাও ছুটির দিনে চিকিৎসক পাওয়া যায় না। কেউ মরে গেলেও চিকিৎসক আসেন না। কিন্তু বাংলাদেশের হাসপাতালে ছুটির দিনেও জরুরি চিকিৎসা সেবা চালু থাকে।’
তার এই বক্তব্য হাস্যকর কারণ আমার মতে তার মাথায় পঁচা রাজনীতির যে দুর্গন্ধ সেটা থেকেই এই কথা এসেছে। বাংলাদেশের মন্ত্রীরা সুযোগ পেলেই বিদেশ বেড়াতে যায় জনগনের টাকা খরচ করে। আর এই নাসিম সাহেব প্রায় বিদেশ সফর করেন তিনি কি দেখেন নাই দুনিয়ার হাসপাতালের চিকিৎসক পাওয়া যায় কিনা ?
বিশ্বের প্রতিটি দেশে চিকিৎসকদের জন্য ছুটির আলাদা সিস্টেম থাকে এক সাথে সবার ছুটি থাকে না। বরং নাসিম সাহেবের বলা উচিত ছিল আমাদের দেশের হাসপাতাল আর বিদেশের হাসপাতালের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য চিকিৎসক সময় মত পাওয়া আর না পাওয়া। আমাদের দেশে অনেক সময় চিকিৎসকের অভাবে রোগী মারা যায় কিন্তু বিদেশে তা হয় না।
বিষয়: বিবিধ
১১৯১ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্যের জন্য ধন্যবাদ।
০ মাউন্ট এলিজাবেথ হাসপাতালেও কি ছুটির দিন হাসপাতালে চিকিৎসক পাওয়া যায় না ?
মন্তব্য করতে লগইন করুন