প্রথম রমজানে এক ধাক্কা , ফালতু মন্ত্রীর কথা ফালতু মার্কা।

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৯ জুন, ২০১৪, ০৭:০৯:১৩ সন্ধ্যা



প্রথমে সবাইকে রামাদান মোবারক।

দেশের মন্ত্রীদের কথা বার্তা শুনে অবাক হতে হয় আবার অধিকাংশ সময় মনে হয় যেন আকাশ থেকে নেমে কেউ কথা বলতেছে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কথা বলতে একটু চিন্তা করা প্রয়োজন কিন্তু আমাদের দেশের গুরুত্বপূর্ণ চেয়ারে ফালতু মার্কা লোক বসে ফালতু মার্কা কথা বলে যা অত্যন্ত কষ্টের।

তারা মানুষের জীবন মৃত্যু নিয়ে ও ফাজলামি করে অহেতুক কথা বলে। যে ব্যক্তি ভালো করে কথা বলতে পারে না সে কি করে মন্ত্রী হয় বুঝি না ? হবেই তো সরকার যখন অনির্বাচিত মন্ত্রীরা কি আর বিবেকবান হতে পারে ?

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘দুনিয়ার কোথাও ছুটির দিনে চিকিৎসক পাওয়া যায় না। কেউ মরে গেলেও চিকিৎসক আসেন না। কিন্তু বাংলাদেশের হাসপাতালে ছুটির দিনেও জরুরি চিকিৎসা সেবা চালু থাকে।’

তার এই বক্তব্য হাস্যকর কারণ আমার মতে তার মাথায় পঁচা রাজনীতির যে দুর্গন্ধ সেটা থেকেই এই কথা এসেছে। বাংলাদেশের মন্ত্রীরা সুযোগ পেলেই বিদেশ বেড়াতে যায় জনগনের টাকা খরচ করে। আর এই নাসিম সাহেব প্রায় বিদেশ সফর করেন তিনি কি দেখেন নাই দুনিয়ার হাসপাতালের চিকিৎসক পাওয়া যায় কিনা ?

বিশ্বের প্রতিটি দেশে চিকিৎসকদের জন্য ছুটির আলাদা সিস্টেম থাকে এক সাথে সবার ছুটি থাকে না। বরং নাসিম সাহেবের বলা উচিত ছিল আমাদের দেশের হাসপাতাল আর বিদেশের হাসপাতালের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য চিকিৎসক সময় মত পাওয়া আর না পাওয়া। আমাদের দেশে অনেক সময় চিকিৎসকের অভাবে রোগী মারা যায় কিন্তু বিদেশে তা হয় না।

বিষয়: বিবিধ

১১৭৬ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

240071
২৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:১৫
আফরা লিখেছেন : ভাইয়া আমি রোজা আছি তাই এই পোষ্টে মন্তব্য করতে পারলাম না ।
২৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:১৯
186278
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমি ও রোজা তাই বেশি কিছু লিখতে পারি নাই Tongue
২৯ জুন ২০১৪ রাত ০৮:১১
186298
ভিশু লিখেছেন : ২০ ঘণ্টা????????
Worried Worried Worried Sad Sad Sad Day Dreaming Day Dreaming Day Dreaming
240073
২৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
ছিঁচকে চোর লিখেছেন : নাসিম আমার একজন প্রিয় মন্ত্রী তাই তার সম্পর্কে মন্তব্য করতে সাবধান। বয়স হয়েছে তাই মাঝেমাঝে এরাম দুই একটা মন্তব্য করতে পারে। Big Grin
২৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
186285
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভাই রমজান মাস আসছে ভালো হওয়ার চেষ্টা করেন চুরি করা ছেড়ে দেন Tongue
মন্তব্যের জন্য ধন্যবাদ। Good Luck
240076
২৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৪৩
সন্ধাতারা লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ । রমজানুল মুবারক ভাইয়া
২৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৪৪
186286
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : রমজানুল মুবারক Good Luck Good Luck
240077
২৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৪৩
ভিশু লিখেছেন : আফরা লিখেছেন : ভাইয়া আমি রোজা আছি তাই এই পোষ্টে মন্তব্য করতে পারলাম না! আমিও রোযা, তাই...Happy Good Luck Rose
২৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
186287
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমি ও রোজা তাই বেশি কিছু লিখতে পারি নাই Tongue
240088
২৯ জুন ২০১৪ রাত ০৮:১৬
রাইয়ান লিখেছেন : এই ধরনের লোকদের কথা বার্তা শুনলেই মেজাজ ......! Frustrated Frustrated Not Listeningকিছু আর বলার দরকার পড়েনা .... Waiting
২৯ জুন ২০১৪ রাত ০৮:৩৩
186303
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভাইয়া রমজান মাস কিছু বলতে হবে না সব মেন মনে বুঝে নেব
240090
২৯ জুন ২০১৪ রাত ০৮:১৮
হতভাগা লিখেছেন : '' ‘দুনিয়ার কোথাও ছুটির দিনে চিকিৎসক পাওয়া যায় না। কেউ মরে গেলেও চিকিৎসক আসেন না। কিন্তু বাংলাদেশের হাসপাতালে ছুটির দিনেও জরুরি চিকিৎসা সেবা চালু থাকে। ''

০ মাউন্ট এলিজাবেথ হাসপাতালেও কি ছুটির দিন হাসপাতালে চিকিৎসক পাওয়া যায় না ?
২৯ জুন ২০১৪ রাত ০৮:৩৪
186305
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সব কিছুতে ওরা রাজনীতি করে ,কিন্তু রাজনীতি আর সেবা এক করে দেখতে জানে না।
240123
২৯ জুন ২০১৪ রাত ১০:৪৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কুয়ার ব্যাং এর যতটুক দুনিয়া তার দুনিয়া তার চেয়েও ছোট। এই কথা বলে এই মন্ত্রি আসলে ডাক্তারদের কাছে ভাল হতে চাচ্ছে।
৩০ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০৩
186480
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো হওয়া ভালো কিন্তু ভালোর নাম শয়তানি ভালো না ,,মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া
240163
৩০ জুন ২০১৪ রাত ০১:২৭
প্যারিস থেকে আমি লিখেছেন : রোজা হলেও যা সমাজের জন্য অকল্যানকর তা বলা ভুল নয় যা আপনি করেছেন ।
৩০ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০৩
186481
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এটা ও একটা ইবাদত ,অনেক ধন্যবাদ
240183
৩০ জুন ২০১৪ রাত ০৪:৪১
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : বোকা কোথাকার? @মন্ত্রী নাসিম
৩০ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
186482
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হুম ,অনেক ধন্যবাদ
১০
240517
০১ জুলাই ২০১৪ দুপুর ০১:১৭
আমি মুসাফির লিখেছেন : এসব মন্ত্রীরা তো এসব পদের যোগ্য নয় জোর করে বনিয়ে দেয়া হয়েছে তাই এরা তাদের আগের পরিচয়ে কথা বলে। অর্থাৎ তারা ফুটপথের বাচাল ।
০১ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
186757
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন বাচালদের কারনে আজ দেশের এই করুন অবস্থা
১১
246918
২১ জুলাই ২০১৪ রাত ১০:৪১
বুড়া মিয়া লিখেছেন : এদের ব্যাপারে কি আর বলবো!
২১ জুলাই ২০১৪ রাত ১০:৪৪
191694
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : শুধুই ফাটুং ফাটুং করে এরা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File