ফাইট্টা যায় বুকটা ফাইট্টা যায়।
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২২ জুন, ২০১৪, ০৮:১৩:৪২ রাত
মমতাজ যখন সংসদে গান গায় ,
ফাইট্টা যায় বুকটা ফাইট্টা যায়।
বুবু তখন দাত ৩২ টা দেখায়।
স্পিকারের হাতুড়ি নিরব হইয়া যায় ,
এমপিরা টেবিল থাব্রায়।
ফাইট্টা যায় বুকটা ফাইট্টা যায়।
গান দেখে টেলিভিশনের পর্দায়
দর্শক হাতের তালি লাগায়।
পুলিশ তখন হিজাবি মেয়েদের কারাগারে নিয়ে যায়।
ফাইট্টা যায় বুকটা ফাইট্টা যায়।
এসব হচ্ছে ডিজিটালের বন্ধনায় ,
মুক্তিযুদ্ধের চেতনায়।
কে আছে মমতাজকে সামলায়।
গডফাদার শামিম উসমান নিরব হইয়া যায় ,
গানের উন্মাদনায়।
বিষয়: বিবিধ
১৭০৪ বার পঠিত, ৩৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
সে তো আগুনেরই গোলা
মন্তব্য করতে লগইন করুন