নরেন্দ্র মোদি অনেক চালাক (প্রসঙ্গ মোদির ভুটান সফর )
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৭ জুন, ২০১৪, ০৭:২০:৩১ সন্ধ্যা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু’দিনের সফরে ভুটান গেছেন সেখানে তিনি ভারত-ভুটান নিবিড় সম্পর্কের নতুন অধ্যায় শুরু করার কথা বলেছেন। তার ভুটান সফর যে একটা আন্তর্জাতিক রাজনীতির বিশাল চাল ছিল সেটা বুঝতে দেরী হওয়ার কথা নয়।
মোদি নিজের জন্য অনেকটা ত্যাগ শিকার করেছেন আর এই ত্যাগ শিকারের মাধ্যমে অনেকের চুলকানি তৈরী করে দিয়েছেন।উনি বড় দেশে গিয়ে তার নাম কামানো থেকে দূরে থেকেছেন।কিন্তু এই সফরের মাধ্যমে আমেরিকাসহ বিশ্বের অনেক দেশকে ইঙ্গিত দিয়েছেন যে তৈল মালিশের অব্যাস আছে কিন্তু সেটা গোপনে মারবে সামনে নয়।
ভারত মহাসাগরীয় মালদ্বীপে সামরিক ঘাঁটি স্থাপনের জন্য বেছে নিয়েছে চীন।তার এই সফর চীনকে একটু হুশিয়ার করে দেওয়া হয়ে গেল।সীমান্তের নিরাপত্তা সবার আগে বেছে নিয়েছেন মোদি আর সেই সুত্রে ভুটান সফর।চীনের অনেক সহযোগিতা পাচ্ছে এখন ভুটান কিন্তু এই সহযোগিতা আমেরিকা ভালো চুখে দেখ্তেচেনা। তার মানে কি আমেরিকার একটা কৌশল এই সফর ?না হলে ১৩ বছর পর কেন ভারতের প্রধানমন্ত্রী ভুটান সফরে গেলেন তা ও আবার নতুন প্রধানমন্ত্রী ?
বাংলাদেশের হাসিনা সরকারকে এই সফরের মাধ্যমে জানান দেওয়া হলো যে ,গান্ধী প্রীতি বন্ধ করে ভালবাসার নীতি শুরু করতে হবে।গান্ধী নীতি হচ্ছে গান্ধী পরিবার যা বলবে তা করতে হবে আর ভালবাসার নীতি হলো ভারত সরকার যা বলবে তা করতে হবে।বাংলাদেশের জন্য কাল হয়ে কাল হবে এই দুই নীতিই। বাংলাদেশকে নিজ দেশের স্বার্থ দেখে সম্পর্ক রাখতে হবে সবার সাথে শুধু ভারত নয়।
বিষয়: বিবিধ
১২৪৮ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন