তুমি স্পেন সমর্থক তাই আমি ও ছিলাম
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৪ জুন, ২০১৪, ০৩:০১:১০ রাত
নেদারল্যান্ড অনেক ভালো খেলে কিন্তু তুমি স্পেন সমর্থক তাই আমি ও ছিলাম। নেদারল্যান্ড ৫ গোল দিয়ে জয়ী হয়েছে আর তোমার সাথে আমি ও হেরে গেলাম। তবে আমি যে বলেছিলাম নেদারল্যান্ড ভালো খেলে সেটা মনে রেখো। তোমার কারণে আমাকে পরাজিত হতে হয়েছে যেমনটা আজ তেমনটা সেদিন। কিন্তু আমি সঠিক আজ যেমন সেদিন ছিলাম তেমন।
তুমি স্পেন থেকে আজ দেখতেছ তোমার টিমের খেলা আমি দুবাই থেকে দেখেছি তোমার টিমের খেলা কিন্তু ফলাফল দুজনের সমান পরাজয়।
বিষয়: বিবিধ
১০৭০ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ এই সেদিনের কাহিনীটা কি ?
আশা করি বাদ বাকি ব্লগাররাও জানতে চাইবে ।
গত ফাইনালের হারের প্রতিশোধ নিতে গিয়া আরো চেইতা গেছিল হল্যান্ড খামাখা পেনাল্টি খান খাওয়ার পর।
মন্তব্য করতে লগইন করুন