তুমি কখনো ফিরিয়ে দিতে না Love Struck Good Luck

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৩ জুন, ২০১৪, ০৬:৩৪:১৮ সন্ধ্যা



মনের আকাশে কালো মেঘের ছায়া ,

যখনই দিত দেখা।

যেতাম ছুটে তোমার কাছে।

তুমি তোমার মত করে ,

দিতে আমায় সান্তনা।

কখনো আমায় ফিরিয়ে দিতে না ,

প্রিয় বন্ধু কুশিয়ারা !!

আজ তুমি নেই পাশে ,

তাই যেতে হয় অনেকের কাছে।

কেউ পারে না সান্তনা দিতে ,

তোমার মত করে।

অনেকে আবার সান্তনা দিতেও চায় না।

কিন্তু তুমি কখনো ফিরিয়ে দিতে না

প্রিয় বন্ধু কুশিয়ারা !!

বিষয়: বিবিধ

১২৮৮ বার পঠিত, ২৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

234556
১৩ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
নীল জোছনা লিখেছেন : কুশিয়ারা কি আপনার প্রেমিকার নাম? Love Struck
১৩ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৫৬
181229
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কুশিয়ারা নদীর নাম Tongue
১৩ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
181237
নীল জোছনা লিখেছেন : ও বুচ্চি আপনে নদীর লগে প্রেম করেন। প্রেমিকার নাম নদী তাই না? Surprised Surprised
১৩ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০৬
181239
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হুম ,,প্রেম আর করলাম কই প্রেমিকা যে নাই Tongue Tongue Tongue
234567
১৩ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
হতভাগা লিখেছেন : মাইকেল মধুসুদন ২
১৩ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
181246
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হতবাগ থেকে গেলাম কবি হতে পারলাম না ,,অনেক ধন্যবাদ ভাইয়া
234569
১৩ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
ছিঁচকে চোর লিখেছেন : কি দরদরে বাবা Love Struck Love Struck Love Struck
১৩ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
181247
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সত্যি ভাইয়া আমি অনেক ভালোবাসি কুশিয়ারাকে Love Struck
234597
১৩ জুন ২০১৪ রাত ০৯:৫৫
প্রবাসী মজুমদার লিখেছেন : কবি মাইকেলের মতই কপোতাক্ষ নদের মত নিয়ে কুশিয়ারাকে লিখেছেন। ভাল লাগল।

কুশিয়ারার বুকে উপর
থল থলে শব্দে চলে তরী,
ভাটিয়ালী সুরের মুগ্ধতায়
বিমোহিত হতে নায়ের নারী।
আজ কুশিয়ারা নেই, সেই ভাটিয়ালী সুর ও নেই।

ধন্যবাদ।
১৫ জুন ২০১৪ রাত ০২:৪৬
181590
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন ভাইয়া আগের কিছুই নেই তবে আমার ভালবাসা একটু ও কমে নাই ,,ধন্যবাদ
234622
১৩ জুন ২০১৪ রাত ১১:৪৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আহ! মনে করিয়ে দিলেন।
সিলেটে কর্মসুত্রে কুশিয়ারার স্নিগ্ধ ও রুদ্র উভয় রুপ ই দেখার ভাগ্য হয়েছে।
১৫ জুন ২০১৪ রাত ০২:৪৭
181591
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : শুনে অনেক ভালো লাগলো আমার কারণ আমার বন্ধুর রূপ আপনি দেখেছেন কাছে থেকে ,,ধন্যবাদ ভাইয়া
234665
১৪ জুন ২০১৪ সকাল ১১:৪২
আফরা লিখেছেন : কুশিয়ারার প্রতি আপনার ভালবাসা দেখে ভাল লাগল ।
১৫ জুন ২০১৪ রাত ০২:৪৮
181592
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ
234913
১৫ জুন ২০১৪ রাত ০২:২১
মুহম্মদ ইমাম উদ্দীন লিখেছেন : বাহ! বেশ ভালো লাগলো কবির ভাবনা ও কবিতা।
১৫ জুন ২০১৪ রাত ০২:৪৮
181593
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ Good Luck
234937
১৫ জুন ২০১৪ রাত ০৩:৩৪
আবু তাহের মিয়াজী লিখেছেন : ভালো লাগলো
যাজাকিল্লাহু খাইর।
১৫ জুন ২০১৪ রাত ০৮:০৬
181784
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ধন্যবাদ
235686
১৭ জুন ২০১৪ সকাল ১০:৩৭
আমি মুসাফির লিখেছেন : প্রকৃতির প্রতি ভালবাসা আপনাকে আরো একটু উপরে উঠাল।
ধন্যবাদ
১৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
182333
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ধন্যবাদ ভাইয়া মনকাড়া মন্তব্যের জন্য
১০
235924
১৭ জুন ২০১৪ রাত ০৮:৩৭
১৭ জুন ২০১৪ রাত ০৮:৩৯
182420
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কুশিয়ারা নদীর
১১
237791
২৩ জুন ২০১৪ সকাল ০৮:২৬
আওণ রাহ'বার লিখেছেন : একবার কমেন্টস করেছিলাম পোষ্টটিতে কিন্তু ইন্টারনেট এর প্রবলেম এর কারনে পোষ্ট হয়নি।
আবারো আসলাম।
খুব ভালো লেগেছে আপনার কবিতা অনেক ধন্যবাদ।
এটাই ভালোবাসা।
২৩ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:২৩
184522
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ দুই বার কষ্ট করে হলেও মন্তব্য করেছেন।
১২
238338
২৪ জুন ২০১৪ দুপুর ০৩:৪৬
২৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
184835
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Love Struck Love Struck
১৩
247540
২৩ জুলাই ২০১৪ বিকাল ০৫:৫৭
বুড়া মিয়া লিখেছেন : ভালো লাগলো
২৩ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
192206
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ধন্যবাদGood Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File