ক্ষীরা চুরি
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১২ জুন, ২০১৪, ০৭:৩৫:১৪ সন্ধ্যা
গ্রামের ছেলে হিসেবে নিজেকে অনেক স্বাধীন মনে করতাম। যদি ও পরিবার থেকে অনেক কাজে নিষেধের মুখে পরতাম।ছোট্র বেলা থেকেই ক্রিকেট খেলা নিয়ে আলাদা একটা উত্তেজনা কাজ করত মনের ভেতর। ফুটবল খেলা পছন্দ ছিল মোটামোটি খেলা ও জানতাম কিন্তু সবচেয়ে ভালো খেলতে পারতাম বলিবল। গ্রামগঞ্জে বলিবলের জনপ্রিয়তা অনেক কম কিন্তু আমাদের আশপাশের এলাকাতে বলিবলের কয়েকটি টিম ছিল।
স্কুল শেষে বন্ধুদের নিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে খেলা করতে যেতাম। এমনি একদিন যাচ্ছিলাম ক্রিকেট খেলা করতে কদুপুর গ্রামে। যে গ্রামের পাশে দিয়ে যাচ্ছিলাম সেটা ছিল খাটকাই আর হাটতে হচ্ছিল প্রিয়তমা হাকালুকি হাওয়রের বুক দিয়ে। যাওয়ার পথে ক্ষীরা খেত দেখতে পেলাম। কি আর করার ক্ষীরা খেতেই হবে কিন্তু কি ভাবে ? ক্ষীরা খেতের মালিক দাড়ানো শসা খেতে , আমরা ছিলাম মোট ১৩ জন সাথী। সবাই কানাকানি করতে লাগলেন কি করে খাওয়া যায় ?তন্মধ্যে " কচমচ " শব্দের কারণে সবাই আমার দিকে থাকিয়ে আছে আর দেখতেছে আমার ক্ষীরা খাওয়ার দৃশ্য !আমি বুঝতে পারতেছি সবাই মনে মনে চিন্তা করতেছে আমি কি ভাবে ক্ষীরা পেলাম আর আমাকে কেইবা শসা দিল ?
আমি ক্ষীরা বাড়িতে থেকে এনেছি কিনা সবাই সেটা ভাবতাছে। কিন্তু না আমি এই জমিন থেকেই শসা নিয়েছি আর সেটা কৌশলে। আমরা সবাই যখন হাটতেছি এক সাথে আমি তখন একটু থেমে গিয়ে পেছনে পরে গেলাম আর শসা খেতের মালিক ১২ জনের দিকে যখন দৃষ্টি রাখছিলেন আমি তখন বসে গেলাম আর একটি শসা চুরি করে আবার দাড়িয়ে গেলাম। পেছন থেকে একটু গতিতে হেঁটে আবার যুগ দিলাম সবার সাথে। সেই দিন চুরি করে ক্ষীরা খেয়ে সত্যি অনেক তৃপ্তি পেয়েছিলাম। আল্লাহ ছোট্র ছিলাম বুঝি নাই চুরি করেছি আমাকে ক্ষমা করুন ,,আমীন
বিষয়: বিবিধ
২২৫০ বার পঠিত, ৪৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ আপনাকে ক্ষমা করুন। আমিন।
ছোটবেলায় তো না বুঝে কতকি হয়
আরে ভাই এটাতো প্রিয় ব্লগার ছিঁচকে চোরের কাম। আপনে করলেন কেন? যার যে কাজ তাকেই সেটা করতে দেওয়া উচিত। এবার ছিঁচকে চোর ভাইকে পাঠান শসা চুরি করতে ব্লগের সবাই মিলে খাই।
ওটা কপি হলে হবেই
I'm in a hurry.
পরে পড়ে অবশ্যই কমেন্ট করবো ইনশাআল্লাহ!
তবে ধন্যবাদ। কখনও সুযোগ পাইলে এই কেীশল এর উপর আমল করার চেষ্টা করব।
আপনার চুরি করা ক্ষীরা গুলো কি উপরের ছবির মতো ছিল নাকি এ রকম
শাহীন ভাই
ক্ষীরা ডাব ইত্যাদি চুরি করি হয়তো একদিন আপনার মতো মিস করবো সেই সময়গুলো
মন্তব্য করতে লগইন করুন