সিলেটের প্যানেল মেয়র অপসারণ ফরমালিন যুক্ত রাজনীতি ও ব্যাক্তি দূষি।

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১১ জুন, ২০১৪, ০৭:১৮:১০ সন্ধ্যা



সিলেট সিটি প্যানেল মেয়র কয়েস লোদী অপসারণ বিষয়ে কিছুই বলার নেই যা বলার তা বলেই দিয়েছেন লিখার মাধ্যমে সিলেটের সাংবাদিক জামিল ভাই সহ অনেকেই। আমি শুধু এটা বলতে পারি দেশের রাজনীতি পঁচে গেছে আর সেই পঁচার পেছনে ফরমালিন যুক্ত রাজনীতি ও ব্যাক্তি সম্পূর্ণ রূপে দূষি।

সিলেট সিটি নির্বাচনে আরিফুল হক চৌধুরী সাহেব বিপুল ভোট বিজয়ী হয়েছিলেন। আর সেই বিজয় দক্ষিন সুরমা উপজেলা নির্বাচনে জনপ্রিয় রাজনীতিবিদ সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ কে পরাজিত করেছে। এই বিজয় ইসলামী ব্যক্তিত্বকে অপমান করে নাইকা মৌসুমীকে কাছে টেনে নিয়েছে। তথাকথিত ভালবাসা দিবসে সিলেটের আলেম উলামা যাদের ভোটে মেয়র হয়েছিলেন আরিফ সাহেব তাদের কথায় কান না দিয়ে নাইকা মৌসুমী কে নিয়ে অনুষ্টান করেছিলেন। এই বিজয় সিলেটের রাজনীতিতে আন্দোলনের নাম মুছে দিয়েছে।

সরাসরি মেয়র আরিফুল হক চৌধুরী সাহেব কয়েস লোদীকে প্যানেল মেয়রের পদ থেকে পদত্যাগ করার দাবী জানান এবং তার প্রতি অনাস্থা জ্ঞাপন করেন। কিন্তু তাঁর কোন অপরাধ বলতে পারেন নি। একই দলের নেতা হয়ে এরকম করার কারণ সিলেটের রাজনৈতিক মাঠের খেলোয়াররা ভালোই জানেন। আরিফ সাহেব খেলতে পারেন বিজয়ী হতে পারবেন না।

বিষয়: বিবিধ

১০৫৭ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

233858
১১ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
গ্রাম থেকে লিখেছেন : আরিফ অনেক উচুমানের খেলোয়াড়, সে চায়না তার দলে তার কোব প্রতিদন্ধির উত্বান হোক।
১১ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
180470
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : খেলতে পারেন বিজয়ী হতে পারবেন না। অনেক ধন্যবাদ ভাইজান
233870
১১ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৪১
সবুজেরসিড়ি লিখেছেন : আরিফ সাহেব নিজের প্রতিদন্ধি রাখতে চান না ঠিক আছে কিন্তু তার চিন্তা করা উচিত মানুষ অমরন শিল নয় যেদিন তার জন্য সেই দিন আসবে তখন কে তার স্থলভিষক্ত হবে তা চিন্তা করা দরকার ছিল ।
১১ জুন ২০১৪ রাত ০৮:৫০
180508
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : চিন্তা করে লাভ কি আরো ৪ বছর সময় আছে
233881
১১ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
ফেরারী মন লিখেছেন : ব্লগে রাজনীতির প্যাচাল। At Wits' End At Wits' End At Wits' End
১১ জুন ২০১৪ রাত ০৮:৫১
180509
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : :Thinking :Thinking
233893
১১ জুন ২০১৪ রাত ০৮:২১
সন্ধাতারা লিখেছেন : সহমত। অনেক ধন্যবাদ ভালো লাগল।
১১ জুন ২০১৪ রাত ০৮:৫১
180510
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ
234015
১২ জুন ২০১৪ রাত ০৩:৫০
প্যারিস থেকে আমি লিখেছেন : এ গুলা করে করে বিম্পি আজ রসাতলে।
১২ জুন ২০১৪ বিকাল ০৪:৪৯
180883
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : রসাতলে সাথে জনগনকে ও নিয়ে যাচ্ছে
234039
১২ জুন ২০১৪ সকাল ০৬:২৬
প্রবাসী মজুমদার লিখেছেন : নোংরামির বেড়াজালে আটকে পড়া স্বার্থপর এসব লোকগুলোর রাজনীতির মারপ্যাঁচ বড়ই জটিল।
১২ জুন ২০১৪ বিকাল ০৪:৫১
180885
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সেই জটিলতার কারণেই আজ দেশের বর্তমান অবস্থান
234220
১২ জুন ২০১৪ বিকাল ০৪:২৯
ইবনে আহমাদ লিখেছেন : সিলেটের রাজনতিতে আরিফের মত মানুষ আজ খুবই প্রয়োজন। কেন - কারন - জনগণ তেমন।
আরিফ সাহেবের অতীত কেমন ছিল- কোথা থেকে উঠে এসেছে - এগুলো সব জানার পরও সিলেটবাসী যখন তাকে ভোট দিয়েছে - ফলতো ভোগ করতে হবেই।
কেন আমরা পরিছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব যুবায়ের সাহেবকে আরিফের জায়গায় নিয়ে আসতে পারলাম না।
১২ জুন ২০১৪ বিকাল ০৪:৫১
180884
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জুবায়ের সাহেব সত্যি যোগ্য ছিলেন কিন্তু হলো না সময়ের কারণে
234658
১৪ জুন ২০১৪ সকাল ১১:১৯
নূর আল আমিন লিখেছেন : সিলেট টাকে নিয়ে আগে গর্ব করতাম এখন গর্ব করতে গেলে গর্ভবতী হয়ে যাই
১৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:২৭
181448
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হুম ,আপনি সিলেটি মনে হয় !
237362
২২ জুন ২০১৪ রাত ০১:০১
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : কিযে বলেন ভাই? ফরমালিন ছাড়া সবই অবস।
২২ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:১২
184153
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : তাহলে সব জায়গায় ফরমালিন চাই
১০
247557
২৩ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩০
বুড়া মিয়া লিখেছেন : হুম, আপনার এলাকার বিষয়; সে এলাকার লোকজন সম্বন্ধে আমাদের চাইতে ভালোই জানেন।
২৩ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
192219
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জি সেটা ঠিক ,,তবে দেশে ফরমালিন যুক্ত রাজনীতি অনেক ক্ষতি করতেছে দেশের।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File