সিলেটের প্যানেল মেয়র অপসারণ ফরমালিন যুক্ত রাজনীতি ও ব্যাক্তি দূষি।
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১১ জুন, ২০১৪, ০৭:১৮:১০ সন্ধ্যা
সিলেট সিটি প্যানেল মেয়র কয়েস লোদী অপসারণ বিষয়ে কিছুই বলার নেই যা বলার তা বলেই দিয়েছেন লিখার মাধ্যমে সিলেটের সাংবাদিক জামিল ভাই সহ অনেকেই। আমি শুধু এটা বলতে পারি দেশের রাজনীতি পঁচে গেছে আর সেই পঁচার পেছনে ফরমালিন যুক্ত রাজনীতি ও ব্যাক্তি সম্পূর্ণ রূপে দূষি।
সিলেট সিটি নির্বাচনে আরিফুল হক চৌধুরী সাহেব বিপুল ভোট বিজয়ী হয়েছিলেন। আর সেই বিজয় দক্ষিন সুরমা উপজেলা নির্বাচনে জনপ্রিয় রাজনীতিবিদ সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ কে পরাজিত করেছে। এই বিজয় ইসলামী ব্যক্তিত্বকে অপমান করে নাইকা মৌসুমীকে কাছে টেনে নিয়েছে। তথাকথিত ভালবাসা দিবসে সিলেটের আলেম উলামা যাদের ভোটে মেয়র হয়েছিলেন আরিফ সাহেব তাদের কথায় কান না দিয়ে নাইকা মৌসুমী কে নিয়ে অনুষ্টান করেছিলেন। এই বিজয় সিলেটের রাজনীতিতে আন্দোলনের নাম মুছে দিয়েছে।
সরাসরি মেয়র আরিফুল হক চৌধুরী সাহেব কয়েস লোদীকে প্যানেল মেয়রের পদ থেকে পদত্যাগ করার দাবী জানান এবং তার প্রতি অনাস্থা জ্ঞাপন করেন। কিন্তু তাঁর কোন অপরাধ বলতে পারেন নি। একই দলের নেতা হয়ে এরকম করার কারণ সিলেটের রাজনৈতিক মাঠের খেলোয়াররা ভালোই জানেন। আরিফ সাহেব খেলতে পারেন বিজয়ী হতে পারবেন না।
বিষয়: বিবিধ
১০৬৬ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আরিফ সাহেবের অতীত কেমন ছিল- কোথা থেকে উঠে এসেছে - এগুলো সব জানার পরও সিলেটবাসী যখন তাকে ভোট দিয়েছে - ফলতো ভোগ করতে হবেই।
কেন আমরা পরিছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব যুবায়ের সাহেবকে আরিফের জায়গায় নিয়ে আসতে পারলাম না।
মন্তব্য করতে লগইন করুন