মিয়ানমারের সাথে যুদ্ধ চাইনা

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৩ জুন, ২০১৪, ০৭:২৫:৩৬ সন্ধ্যা



যুদ্ধ নয়শান্তি চাই । আমার মায়ের বুকে আমি মাথা রাখতে চাই গুলি নয়। আমরা শান্তি প্রিয় মানুষ আমরা কখনো অশান্তি চাইনা চাইতে পারিনা।বাংলাদেশের সাথে বিশ্বের প্রতিটি দেশের আচরণ বন্ধুর মত চাই শত্রুর মত নয়। অন্য দেশের সমালোচনা চাই দাদাগিরি নয়।

উপরের কথা আমার মনের ভেতর লুকিয়ে থাকা কিছু শব্দ। এই শব্দের সাথে জড়িয়ে আছে আমার দেশপ্রেম ,আবেগ ,ভালবাসা ,স্নেহ। আমার দেশের প্রতিটি ইঞ্চি মাঠি অতি আপন দেশের প্রতিটি মানুষ আপনজন।

গত ৩০ মে বান্দরবানের দোছড়ি সীমান্তের পাইনছড়ির ৫২ নম্বর পিলার এলাকায় বিজিবির একটি টহল দলের উপর মিয়ানমারের সীমান্তরক্ষীদের গুলিতে বিজিবির নায়েক সুবেদার মিজানুর রহমান গুলিবিদ্ধ হয়ে নিহত হন। নায়েক মিজানুর রহমানের লাশ ফেরত দেয়ার পর সীমান্তে উত্তেজনা দেখে দিয়েছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ওপারে নাইক্ষ্যংছড়ি সীমান্তের দোছড়ি,আশারতলি, চাকঢালা, ঘুনধুম, তুমব্র, রেজু, আমতলি সীমান্তে ভারী অস্ত্র নিয়ে সীমান্ত পাহাড়া দিচ্ছে মিয়ানমারের বিজেপি সদস্যরা। পাল্টা জবাব দিতে বিজিবিও সতর্ক অবস্থান নিয়েছে।

সীমান্ত এলাকার বসবাসকারীরা আতঙ্কের মধ্যে অনেকে বসত বাড়ি ছেড়েছেন । সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক করতে হবে সীমন্তের বসবাসকারীদের আতঙ্ক মুক্ত করতে হবে।পাশাপাশি মিয়ানমারের কর্তৃপক্ষের কাছে বিজিবি সদস্যকে হত্যার জবাব চাইতে হবে এবং আমাদের এই সদস্যকে হত্যার জন্য বিচার করার জন্য মিয়ানমার সরকারকে ব্যবস্থা নেওয়ার জন্য বলতে হবে। প্রয়োজনে আন্তর্জাতিক ভাবে বিচারের জন্য কাজ করতে হবে বাংলাদেশ সরকারকে। কিন্তু সীমান্তে অস্তিরতা বহাল রাখা যাবে না কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতিতে যাওয়া যাবে না। বিজিবি কড়া প্রহরায় থেকে সীমান্তে নিরাপত্তা জোরদার করতে হবে। বিজিবিকে দেশের রাজনৈতিক দলকে বা মিটিং মিছিল প্রতিহত করার কাজে না লাগিয়ে দেশের সীমান্তে প্রহরায় থেকে দেশের সীমান্ত রক্ষার জন্য কাজ করতে হবে। আমরা দেশের জনগণ শুধু মিয়ানমার নয় পৃথিবীর কোনো দেশের সাথে যুদ্ধ চাই না কারণ যুদ্ধে শান্তি নেই।

ভারত সীমান্তে সাধারণ বাংলাদেশীদের পাখির মত গুলি করে হত্যা করতেছে ভারতের বিএসএফ হরহামেশা। মিয়ানমারের সাথে বাংলাদেশের অস্তিরতাকে কাজে লাগাতে পারে ভারত সে দিকে লক্ষ্য রাখা অতিব জরুরি। বলা যায়না বিএসএফ এই সুযোগে বাংলাদেশে প্রবেশ করার পায়তারা করতে পারে , সে জন্য বাংলাদেশকে অতি তাড়াতাড়ি মিয়ানমারের সাথে আলোচনায় বসে সমস্যার সমাধান করতে হবে।

বিষয়: বিবিধ

১৫০৮ বার পঠিত, ২৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

230162
০৩ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৪৩
বিন হারুন লিখেছেন : যে কোন দেশের সাথে যুদ্ধ বাঁধানোর আগে বাংলাদেশের পর্বতের উপজাতি বাসিন্দাদের নিরস্ত্র করতে হবে. কারণ তাঁরা সুযোগ পেলেই স্বদেশের বিরুদ্ধে লড়বে.
০৩ জুন ২০১৪ রাত ০৮:০৭
176927
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমার মতে কনোর ভাবেই যুদ্ধ চাই না , গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য ধন্যবাদ
230163
০৩ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যে দেশের সরকার এর নিজস্বতা বলতে কিছু নাই। সেই দেশের নাগরিকরা কখনই নিরাপদ নয়।
০৩ জুন ২০১৪ রাত ০৮:০৮
176928
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সেই নাগরিক তো তা বুঝে না ভাই
230168
০৩ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
ভিশু লিখেছেন : সব ভালোর জন্য তো বাংলাদেশের আসল ভালো চাওয়ার মতো সরকার লাগবে, তাই না?!
০৩ জুন ২০১৪ রাত ০৮:০৮
176929
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কিন্তু সেটা তো হচ্ছে না দেশের জনগণ মুখ বন্ধ করে বসে আছে
230175
০৩ জুন ২০১৪ রাত ০৮:০৯
হতভাগা লিখেছেন : আমি চাই যুদ্ধ হোক ।

বার্মা দখল করে থাইল্যান্ড , ভিয়েতনাম , লাওস ...... দক্ষিন-পূর্ব এশিয়ার পুরোটা কব্জা করে নিতে হবে এই সুযোগে ।
০৩ জুন ২০১৪ রাত ০৮:২৬
176942
আহ জীবন লিখেছেন : ভাই কে করবে এই কাজ। রাগ কইরেন না কথাটা হিটলারের মতই কইছেন। বাংলা আগের মত করার চিন্তাটা কেমন হবে?
০৩ জুন ২০১৪ রাত ০৮:৩৪
176944
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : যুদ্ধ করে আমেরিকা ও জয় করা যাবে এই সরকার দিয়ে কি কন হিটলার ভাইজান ?
০৩ জুন ২০১৪ রাত ০৯:০৫
176949
হতভাগা লিখেছেন : এত কিছু দখল করার দরকার নাই । নিজেরা যদি নিজেদেরটা ধরে রাখতে পারি এবং আত্মসন্মান গড়ে তুলতে পারি - তাহলে কেউ ঘাটাতে সাহস করবে না । উল্টো সমীহ করবে।

২য় বিশ্বযুদ্ধে পরাজিত হয়েও জাপান আজ অর্থনৈতিক পরাশক্তি , জার্মানীও । এদেরকে হারানো রাশিয়া , আমেরিকা, বৃটেনও এখন তাদের সাথে সমঝে চলে ।

ওরা এখন পৃথিবীর আনাচে কানাচে যুদ্ধ চালিয়ে গেলেও সাবেক অক্ষ শক্তিরা এসবের ধার খুব একটা ধারে না । ধারে না চীনও । তাই সামরিক পরাশক্তি যতই হাম তাম করুক না কেন , একটা জায়গায় এদের সাথে পেরে ওঠে না ।

বাংলাদেশকে আগে নিজেদের বুঝতে হবে , তারা আসলে কি চায় ? আগামী ১০ বছর পর নিজেদের কোন পজিশনে দেখতে চায় । সেখানে Self-esteem ছাড়া মাথা কখনই উঁচু করে দাঁড়ানো সম্ভব হবে না ।

230187
০৩ জুন ২০১৪ রাত ০৮:৩১
আমীর আজম লিখেছেন : সহমত।
০৩ জুন ২০১৪ রাত ০৮:৩৪
176945
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ধন্যবাদGood Luck
230189
০৩ জুন ২০১৪ রাত ০৮:৩৭
ছিঁচকে চোর লিখেছেন : আপনার আশঙ্কা ফেলে দেবার মত নয়। Thinking Thinking
০৪ জুন ২০১৪ বিকাল ০৫:৫৫
177289
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হুম ,ধন্যবাদ
230309
০৪ জুন ২০১৪ রাত ০৪:১১
প্যারিস থেকে আমি লিখেছেন : অতি তাড়াতাড়ি সমাধান হোক আমরাও চাই।
০৪ জুন ২০১৪ বিকাল ০৫:৫৫
177290
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হুম ,ধন্যবাদ
230362
০৪ জুন ২০১৪ সকাল ১০:৩৪
ফাতিমা মারিয়াম লিখেছেন : যুদ্ধ নয় শান্তি চাই Praying
০৪ জুন ২০১৪ বিকাল ০৫:৫৬
177291
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হুম ,ধন্যবাদ
230661
০৪ জুন ২০১৪ রাত ০৯:৩৫
শেখের পোলা লিখেছেন : এই সুযোগে ভারতের অনুপ্রবেশও কাম্য নয়৷
০৪ জুন ২০১৪ রাত ১০:২৮
177415
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কাম্য নয় বললে হবে না সুযোগ তৈরী হলে প্রবেশ করবেই
১০
230698
০৪ জুন ২০১৪ রাত ১১:০৯
মাহফুজ মুহন লিখেছেন : পিলখানার হত্যা কান্ডের পর আমাদের উপর আজ বাদুরেরা লাফালাফি করছে।
০৫ জুন ২০১৪ রাত ১২:৫৯
177490
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সেই লাফালাফির ফলে দেশের ক্ষতি অনিবার্য
১১
230832
০৫ জুন ২০১৪ সকাল ১০:১৯
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : ভারতকে খুব শিগ্রই বুড়ো আঙ্গুল দেখিয়ে মিয়ানমারে হামলা করা ফরয হয়ে গেছে।
০৫ জুন ২০১৪ বিকাল ০৪:১৫
177697
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : একটু বুঝিয়ে বলবেন ?
১২
230997
০৫ জুন ২০১৪ বিকাল ০৫:৪২
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : একসময়ের বিডিআরের ছায়া দেখলে পালিয়ে যাওয়া মগ বাহিনী এখন বিডিআর কে হত্যা করে নিয়ে যায়।
০৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩৩
177761
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : তার জন্য দায়ী নতুজানু পররাষ্টনীতি
১৩
231855
০৭ জুন ২০১৪ বিকাল ০৪:৪৩
আমি মুসাফির লিখেছেন : আমাদের সরকার শুধু গোলমাল চাই আর গোলামল করেই সময় পার করতে চায়।
০৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৫৬
178661
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এর নাম হায়েনা সরকার Tongue

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File