মিয়ানমারের সাথে যুদ্ধ চাইনা
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৩ জুন, ২০১৪, ০৭:২৫:৩৬ সন্ধ্যা
যুদ্ধ নয়শান্তি চাই । আমার মায়ের বুকে আমি মাথা রাখতে চাই গুলি নয়। আমরা শান্তি প্রিয় মানুষ আমরা কখনো অশান্তি চাইনা চাইতে পারিনা।বাংলাদেশের সাথে বিশ্বের প্রতিটি দেশের আচরণ বন্ধুর মত চাই শত্রুর মত নয়। অন্য দেশের সমালোচনা চাই দাদাগিরি নয়।
উপরের কথা আমার মনের ভেতর লুকিয়ে থাকা কিছু শব্দ। এই শব্দের সাথে জড়িয়ে আছে আমার দেশপ্রেম ,আবেগ ,ভালবাসা ,স্নেহ। আমার দেশের প্রতিটি ইঞ্চি মাঠি অতি আপন দেশের প্রতিটি মানুষ আপনজন।
গত ৩০ মে বান্দরবানের দোছড়ি সীমান্তের পাইনছড়ির ৫২ নম্বর পিলার এলাকায় বিজিবির একটি টহল দলের উপর মিয়ানমারের সীমান্তরক্ষীদের গুলিতে বিজিবির নায়েক সুবেদার মিজানুর রহমান গুলিবিদ্ধ হয়ে নিহত হন। নায়েক মিজানুর রহমানের লাশ ফেরত দেয়ার পর সীমান্তে উত্তেজনা দেখে দিয়েছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ওপারে নাইক্ষ্যংছড়ি সীমান্তের দোছড়ি,আশারতলি, চাকঢালা, ঘুনধুম, তুমব্র, রেজু, আমতলি সীমান্তে ভারী অস্ত্র নিয়ে সীমান্ত পাহাড়া দিচ্ছে মিয়ানমারের বিজেপি সদস্যরা। পাল্টা জবাব দিতে বিজিবিও সতর্ক অবস্থান নিয়েছে।
সীমান্ত এলাকার বসবাসকারীরা আতঙ্কের মধ্যে অনেকে বসত বাড়ি ছেড়েছেন । সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক করতে হবে সীমন্তের বসবাসকারীদের আতঙ্ক মুক্ত করতে হবে।পাশাপাশি মিয়ানমারের কর্তৃপক্ষের কাছে বিজিবি সদস্যকে হত্যার জবাব চাইতে হবে এবং আমাদের এই সদস্যকে হত্যার জন্য বিচার করার জন্য মিয়ানমার সরকারকে ব্যবস্থা নেওয়ার জন্য বলতে হবে। প্রয়োজনে আন্তর্জাতিক ভাবে বিচারের জন্য কাজ করতে হবে বাংলাদেশ সরকারকে। কিন্তু সীমান্তে অস্তিরতা বহাল রাখা যাবে না কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতিতে যাওয়া যাবে না। বিজিবি কড়া প্রহরায় থেকে সীমান্তে নিরাপত্তা জোরদার করতে হবে। বিজিবিকে দেশের রাজনৈতিক দলকে বা মিটিং মিছিল প্রতিহত করার কাজে না লাগিয়ে দেশের সীমান্তে প্রহরায় থেকে দেশের সীমান্ত রক্ষার জন্য কাজ করতে হবে। আমরা দেশের জনগণ শুধু মিয়ানমার নয় পৃথিবীর কোনো দেশের সাথে যুদ্ধ চাই না কারণ যুদ্ধে শান্তি নেই।
ভারত সীমান্তে সাধারণ বাংলাদেশীদের পাখির মত গুলি করে হত্যা করতেছে ভারতের বিএসএফ হরহামেশা। মিয়ানমারের সাথে বাংলাদেশের অস্তিরতাকে কাজে লাগাতে পারে ভারত সে দিকে লক্ষ্য রাখা অতিব জরুরি। বলা যায়না বিএসএফ এই সুযোগে বাংলাদেশে প্রবেশ করার পায়তারা করতে পারে , সে জন্য বাংলাদেশকে অতি তাড়াতাড়ি মিয়ানমারের সাথে আলোচনায় বসে সমস্যার সমাধান করতে হবে।
বিষয়: বিবিধ
১৪৯৯ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বার্মা দখল করে থাইল্যান্ড , ভিয়েতনাম , লাওস ...... দক্ষিন-পূর্ব এশিয়ার পুরোটা কব্জা করে নিতে হবে এই সুযোগে ।
২য় বিশ্বযুদ্ধে পরাজিত হয়েও জাপান আজ অর্থনৈতিক পরাশক্তি , জার্মানীও । এদেরকে হারানো রাশিয়া , আমেরিকা, বৃটেনও এখন তাদের সাথে সমঝে চলে ।
ওরা এখন পৃথিবীর আনাচে কানাচে যুদ্ধ চালিয়ে গেলেও সাবেক অক্ষ শক্তিরা এসবের ধার খুব একটা ধারে না । ধারে না চীনও । তাই সামরিক পরাশক্তি যতই হাম তাম করুক না কেন , একটা জায়গায় এদের সাথে পেরে ওঠে না ।
বাংলাদেশকে আগে নিজেদের বুঝতে হবে , তারা আসলে কি চায় ? আগামী ১০ বছর পর নিজেদের কোন পজিশনে দেখতে চায় । সেখানে Self-esteem ছাড়া মাথা কখনই উঁচু করে দাঁড়ানো সম্ভব হবে না ।
মন্তব্য করতে লগইন করুন