প্রধানমন্ত্রীর সাথে আমি ও বলছি আদালতের পরোয়া করি না

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০১ জুন, ২০১৪, ০৬:৩৪:৪৭ সন্ধ্যা



প্রধানমন্ত্রী বৈধ কিনা অবৈধ সেটা আলাদা রেখে গতকালের শেখ হাসিনার একটা বক্তব্যের সাথে আমি একমত। গতকাল শনিবার বিকেলে গণভবনে জাপান সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘র‌্যাবের তিন কর্মকর্তাকে আদালত গ্রেপ্তারের নির্দেশ কেন দিল, এটা আমার বোধগম্য নয়।’তখন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘কী, আমি কি ভয় পাই? এগুলো কি আদালত অবমাননা হবে, এটা কোনো বিষয় নয়, আমি পরোয়া করি না।

প্রধানমন্ত্রী আপনি যে ক্ষমতার আচলে এসে সূর্যের তাপ কেমন ভুলে গেছেন এটাই প্রমান করেছেন গতকাল। সূর্যের আলো ক্ষমতাহীনদের কি রকম জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে সেটা আপনি দেখতে পাবেন না কারণ আপনি তো ক্ষমতার আচলের নিচে আছেন। আপনি যে আদালতের পরোয়া করেন না বলে আদালত অবমাননা মূলক বক্তব্য দিয়েছেন , সেই আদালতের প্রতি সম্মান দেখানো সত্তেও শুধু হক কথা বলার কারণে আদালত অবমাননামূলক মামলায় দিনের পর দিন জেলে আছেন বুদ্ধিজীবী দেশপ্রেমিক সম্পাদক কলম সৈনিক মাহমুদুর রহমান , আদালত অবমাননার মিথ্যে মামলায় আদলত পর্যন্ত যেতে হয়েছে দেশের অন্যতম আলেমে দীন মরহুম মুফতি আমিনিকে। আদালত অবমাননার মিথ্যে মামলায় শত শত রাজনৈতিক ব্যাক্তিকে চলা ফেরা করতে হচ্ছে। অনেক বুদ্ধিজীবী ,আইনজীবী, লেখক সাংবাদিকদের বিরুদ্ধে প্রতিদিন এই ততাকথিত আদালত অবমাননার মিথ্যে মামলা দেওয়া হচ্ছে।

আজ আপনি দেশের প্রধানমন্ত্রী হয়ে সবার চুখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন ক্ষমতার কাছে আদালত কিছু নয়। আজ আমাদের সাহস বেড়ে গেল তাই প্রধানমন্ত্রীর সাথে আমি ও বলছি আদালতের পরোয়া করি না।

বিষয়: বিবিধ

১৩৭৮ বার পঠিত, ৩৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

229141
০১ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪০
নজরুল ইসলাম টিপু লিখেছেন : অহঙ্কার আর দাম্ভিকতার সর্বোচ্চ শিখরে অবস্থান করছেন তিনি। তাঁর আর উপরে যাবার একটি সিড়িও অবশিষ্ট নেই। শাসক অত্যাচারী হলেও টিকে যায়, তবে দাম্ভিক আর অহঙ্কারী হলে পতন সুনিশ্চিত। কিভাবে হবে হয়ত আমরা জানিনা, যেভাবে ১৪ই আগষ্ট রাতে জাতি জানত না কাল প্রত্যুষে কি হচ্ছে।

আমাদের দুঃখ তিনি তো আমাদেরই প্রধানমন্ত্রী, আমাদেরই অভিভাবক। তার সম্মান আমাদেরই সম্মান, আমাদের জন্যই, তার দুঃখ আমাদের জন্যই এবং আমাদের কেই ভোগ করতে হবে।
০১ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
175833
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সেই ভোগ আমাদের জাতি হিসেবে কলঙ্কের হতে যাচ্ছে ,,ধন্যবাদ ভাইয়া
229143
০১ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
পুস্পিতা লিখেছেন : আসলেই তো শেখ হাসিনা কেন আদালতকে পরোয়া করবে, ত্রাণের টাকা নিয়ে রায় দেয়া আদালতই শেখ হাসিনাকে পরোয়া করবে। ত্রাণের টাকা নিয়ে স্বয়ং প্রধানবিচারপতি যখন শেখ হাসিনার কথা মতো রায় দেয়, সে বিচারকদের পরোয়া করার কি আছে? বর্তমানে বিচারপতিরা ন্যায় বিচারের চেয়ে যে রাজনীতি করতে পছন্দ করে তা শেখ হাসিনার চেয়ে আর ভাল কেন জানে? বিচারপতি নামে দলবাজ ও রাজনীতিবাজদের আসলেই পরোয়া করার কিছু নেই।
০১ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
175834
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : রাজনীতির চেয়ে এখন চেতনা সবচেয়ে বড় চেতনা ঠিক থাকলে খুন গুম মাফ। এখন আবার আদালতকে ও সরাসরি ডাস্টবিনে ফেলে দিলেন হাসিনা।
229146
০১ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
আহমদ মুসা লিখেছেন : আমাদের দেশের শাসকরা ক্ষমতায় যাওয়া সিড়িটাকে ব্যবহার করে কুরসিতে বসার জন্য। একবার ক্ষমতার কুরসিতে বসতে পারলেই সিড়িটা নিজেরাই ভেঙ্গে ফেলতে শুরু করে। বর্তমান আওয়ামী নেত্রীরও একই অবস্থা হয়েছে।
০১ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৫৫
175836
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সকল অপকর্মের পেছনে এই কুরসী দায়ী ,,মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ
229148
০১ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
নীল জোছনা লিখেছেন : প্রধানমন্ত্রীর সাথে আপনার তুলনা হয় নাকি। আজাইরাতে দেশ ভরে গেছে।
০১ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৫৫
175837
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : লেগেছে বুঝি ?
229160
০১ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:২৭
ভিশু লিখেছেন : হাসিনার পরোয়া শুধু ১ জায়গায়! সেটা সবাই জানেন!
০১ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
175857
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সেই জায়গায় কিন্তু আমাদের সবার অধিকার বিক্রি করে দিয়েছে
229167
০১ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
পবিত্র লিখেছেন : খুব ভালো লাগলো।
সুন্দর লিখেছেন।
০১ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
175877
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ধন্যবাদ Good Luck Good Luck
229169
০১ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
রক্তলাল লিখেছেন : আসুন সারা বাংলাদেশ - আওয়াজ তুলি - "আদালত পরোয়া করিনা!!!!"
০১ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
175876
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন ভাইয়া এটাই করা প্রয়োজন
229203
০১ জুন ২০১৪ রাত ০৯:১৩
প্রবাসী মজুমদার লিখেছেন : কোন বিচারক যদি যোগ্যতার পরিবর্তে হাসিনার স্পেশাল অনুমোদনে নিয়োগপ্রাপ্ত হয়, প্রহসনের ট্রাইবুনালের বিচারক নিজামুল হক যদি প্রমোশনের জন্য সাঈদীকে ফাসীতে ঝুলানোর দায়ীত্ব পালন করে, সে সব বিচারককে এমনটা বলা অমুলক নয়।
স্বাধীন বিচার বিভাগে কর্মরত কোন বিচারলয় সম্পকে একটি দেশের প্রধানমন্ত্রী এমন কথা বলার ধৃষ্টতা রাখেনা। কিন্তু আজ আমাদের বিচারকরাও হাসিনার নির্দেশে কলম চালায় বলেই মেরুদন্ডঞীন এসব বিচারকদের এমন বলাটা তেমন প্রেস্টিজের ব্যাপার নয়। ধন্যবাদ।
০২ জুন ২০১৪ বিকাল ০৫:৩৫
176336
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : নিজের তৈরী করা পুতুলকে যেভাবে ইচ্ছে ব্যাবহার করা যায় এটাই দেখালেন হাসিনা
229221
০১ জুন ২০১৪ রাত ০৯:৫০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অপরাধ তাকে অহংকারে উদ্বুদ্ধ করে।
আর অহংকার এর শির্ষে অবস্থানকারি শ্রিঘ্রই পতনের মুখোমুখি হয়।
০২ জুন ২০১৪ বিকাল ০৫:৩৫
176337
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : নিজের তৈরী করা পুতুলকে যেভাবে ইচ্ছে ব্যাবহার করা যায় এটাই দেখালেন হাসিনা
১০
229261
০১ জুন ২০১৪ রাত ১০:৩৮
আহ জীবন লিখেছেন : নাম মনে পড়ছে না এক জন মনিষী বলেছিলেন "আইন হচ্ছে মাকড়শার জালের মত, ছোটরা পড়লে আটকে যায় বড়রা পড়লে ছিঁড়ে বেরিয়ে আসে"। উনারা হচ্ছেন মাকড়শা। আইন তুনবেন, বুনবেন বড়দের ছেড়ে দিবেন ছোটর রক্ত চুষবেন।

দম্ভোক্তিতো তাদেরই মানায়। হায়রে মানুষ!!!
০১ জুন ২০১৪ রাত ১১:২২
175985
মুক্ত কন্ঠ লিখেছেন : এক্সিলেন্ট!
০২ জুন ২০১৪ বিকাল ০৫:৩৫
176338
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : নিজের তৈরী করা পুতুলকে যেভাবে ইচ্ছে ব্যাবহার করা যায় এটাই দেখালেন হাসিনা
১১
229262
০১ জুন ২০১৪ রাত ১০:৩৯
হতভাগা লিখেছেন : উনারা আইন বানান । তাই উনারা আইনের উর্ধ্বে । আদালত উনাদেরকে কখনও ছুঁতে পারবে না বা চাইবে না ।

আদালত সাধারন মানুষের উপরই ছড়ি ঘোরাতে পারে । আদালতের সব বাহাদুরী সাধারণ মানুষের উপরে ।
০২ জুন ২০১৪ বিকাল ০৫:৩৫
176339
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : নিজের তৈরী করা পুতুলকে যেভাবে ইচ্ছে ব্যাবহার করা যায় এটাই দেখালেন হাসিনা
১২
229273
০১ জুন ২০১৪ রাত ১১:২৩
মুক্ত কন্ঠ লিখেছেন : চমৎকার লিখেছেন। ধন্যবাদ।।
আমিও একমত!!
০২ জুন ২০১৪ বিকাল ০৫:৩৫
176340
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : নিজের তৈরী করা পুতুলকে যেভাবে ইচ্ছে ব্যাবহার করা যায় এটাই দেখালেন হাসিনা
০৩ জুন ২০১৪ দুপুর ০২:১৩
176703
মুক্ত কন্ঠ লিখেছেন : এবার আইনমন্ত্রী আদালতকে শাষিয়েও দিয়েছেন!
১৩
229277
০১ জুন ২০১৪ রাত ১১:৪০
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আমি তো হাসিনার আগে বলেছি! ‘আমি নিষিদ্ধ হতে চাই’ এবং ‘আমার ফাঁসি চাই’ এই দুটি কবিতায়।
০২ জুন ২০১৪ বিকাল ০৫:৩৫
176341
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : নিজের তৈরী করা পুতুলকে যেভাবে ইচ্ছে ব্যাবহার করা যায় এটাই দেখালেন হাসিনা
১৪
229699
০২ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:২০
প্যারিস থেকে আমি লিখেছেন : আমাদের আদালত আর সরকার দুটি একাকার।
০৩ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
176884
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন
১৫
230247
০৩ জুন ২০১৪ রাত ১০:৫৬
সবুজেরসিড়ি লিখেছেন : একটা দেশে আইন বিভাগ এবং শাসন বিভাগ পূর্ন আলাদা করা অত্যান্ত জরুরী আইন বিভাগের উপর শাসন বিভাগের কর্তৃত্ব থাকলে সেখানে নিরোপেক্ষ বিচার পাওয়া কখনই সম্ভব নয় ।
০৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:০০
177296
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সেটাই তো দেখা যাচ্ছে ,,অনেক ধন্যবাদ
১৬
231353
০৬ জুন ২০১৪ দুপুর ০৩:১৪
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : এসব লিখে লাভ কী? প্রধানমন্ত্রী বা তার আশ পাশের কেউ কি এটি পড়েছে? খামোখা ঘেউ ঘেউ। পারলে রাস্তায় নামেন।
০৬ জুন ২০১৪ রাত ১১:৩১
178357
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার মন্তব্যের জবাব আমি কি করে দেব বলেন কুকুর ঘেউ ঘেউ করে আমি তো আপনার ভাই আমি কনেও ঘেউ ঘেউ ঘেউ করব ?
১৭
231837
০৭ জুন ২০১৪ বিকাল ০৪:২১
আমি মুসাফির লিখেছেন : এমন কোন বিচারক তার বিরুদ্ধে আদালত অবমাননা অভিযোগ দাখিল করে নি। তাহলে বিচারকরা যে তাদের নৈকিতা হারিয়ে ফেলেছে তাও প্রমাণিত।
০৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৫৬
178660
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন জনাব ,,ধন্যবাদ
১৮
248137
২৫ জুলাই ২০১৪ রাত ০৮:২৯
বুড়া মিয়া লিখেছেন : উনারাই তো দেশ-জাতি-বিবেক-আদালত; আর বাকী সবাইতো বৃক্ষ-লতা-পাতা-পশু!
২৫ জুলাই ২০১৪ রাত ০৮:৪৬
192656
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : উনারা তা মনে করে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File