নরেন্দ্র মোদির সাথে বন্ধু দেশের প্রধানের ফোনআলাপ
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৩ মে, ২০১৪, ০৭:৫৯:১১ সন্ধ্যা
বন্ধু দেশের প্রধান : শুভেচ্ছা গ্রহণ করুন দাদা।
নরেন্দ্র মোদি : ধন্যবাদ।
বন্ধু দেশের প্রধান : দাদা কেমন আছেন ?
নরেন্দ্র মোদি : অনেক অনেক ভালো ,আপনি কেমন আছেন ?
বন্ধু দেশের প্রধান : ভালো আছি ,দাদা আপনার জন্য আমার দেশে ‘দ্বিতীয় ঘর’( আপনি শুধু ভারতের না আমাদের ও প্রধানমন্ত্রী ) তৈরী হচ্ছে ।
নরেন্দ্র মোদি : কি যে বল ছোট্র বেলা একটা করেছিলাম বিয়ে ওরে এখনো ঘরে আনতে পারিনি।এখন এই বয়সে আবার ??( লজ্জা জড়িত কন্ঠে )
বন্ধু দেশের প্রধান : আমি সেটা বলিনি দাদা আমি বলেছিলাম আপনি যা চাইবেন আপনার এই ঘর থেকে তা দেওয়া হবে শধু আপনি আমার দিকে একটু লক্ষ্য রাখবেন।
নরেন্দ্র মোদি : এই কথা ? কিন্তু আমি জানতাম গান্ধী পরিবার আপনার দেখবাল করে। তাছাড়া আমি আপনার দেশে যেতে পারব না।
বন্ধু দেশের প্রধান : কি বলেন দাদা (লজ্জিত হাসি দিয়ে ) কেন আসতে পারবেন না ?
নরেন্দ্র মোদি : গুমের ভয়ে ,যে হারে আপনার দেশে গুম হচ্ছে সর্বস্থরের জনগণ সেখানে আমাকে গুম করা হবে না সেই গ্যারান্টি কোথায় ?
বন্ধু দেশের প্রধান : আপনি এ নিয়ে চিন্তা করবেন না আমি আছি।
নরেন্দ্র মোদি : ঠিক আছে আমি আপনার কথা মাথায় রাখলাম।
বন্ধু দেশের প্রধান : দাদা একটা কথা না বলে পারতেছি ,আপনি কেন ওই বিএনপি জামায়াতের অভিনন্দন গ্রহণ করলেন ?
নরেন্দ্র মোদি : দেখেন ইটা হলো রাজনীতি ,রাজনৈতিক দল হিসেবে অভিনন্দন জানিয়েছে গ্রহণ করলে সমস্যা কি ?
বন্ধু দেশের প্রধান : দাদা আমি বলছিলাম আমি যেমনটা সোনিয়া বান্ধবী সব দিয়েছি কিছু আনিনি আপনাকে ও সব দেব তবু আপনি আমার দিকে লক্ষ্য রাখবেন
নরেন্দ্র মোদি : এই আসলা জায়গায় এবার আমি ও অপেক্ষায় আছি তোমার ভারত নীতির দিকে থাকিয়ে তুমি যেমনটা আচরণ করবে আমি তেমনটা করতে প্রস্তুত।
বন্ধু দেশের প্রধান : দাদা আপনি আমার ওপর বিশ্বাস রাখতে পারেন। আর দাদা আপনাকে ইলিশ মাছ খাওয়ার নিমন্ত্রণ।
নরেন্দ্র মোদি : ইলিশ মাছ তুমি মনমোহন কে দিয়েছ আমি তা খাব না।
বন্ধু দেশের প্রধান :দাদা আপনি কি খাবেন ?
নরেন্দ্র মোদি :আমি আসলে খাওয়া দাওয়া বেশি পছন্দ করিনা ,তবে এই তিস্তা চুক্তির বিষয় ও জালানি তেলের বিষয়টা আমার সিদ্ধান্তে ছেড়ে দিলে চলবে।
বন্ধু দেশের প্রধান : দাদা সেটা সরাসরি সাক্ষাত হলে আলোচনা হবে।
নরেন্দ্র মোদি : তাহলে আজ ভালো থাকেন।
বন্ধু দেশের প্রধান : ওকে দাদা ভালো থাকেন।
( বাস্তবতার সাথে মিল রেখে তৈরী করেছি )
বিষয়: বিবিধ
১২৮৩ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর কথোপকথন । ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন