আসন্ন ফুটবল বিশ্বকাপ ও ঘুম
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২১ মে, ২০১৪, ০৬:৩৩:২৬ সন্ধ্যা
আসন্ন ফুটবল বিশ্বকাপে আমি কোন দলের সমর্থক সেটা নিয়ে আমি নিজেও চিন্তিত কারণ গত ১০ বছর দেশ ভিত্তিক একটি ফুটবল ম্যাচ দেখিনি। আমার মনে পরে বিগত বিশ্বকাপের আগের বিশ্বকাপের সময় আর্জেন্টিনার সমর্থক ছিলাম। কারন ছিল অনেকের মুখে শুনেছি ম্যারাডোনা অনেক ভালো খেলে সে নাকি হাত দিয়েও গোল করেছে এবং মেসি অনেক ভালো খেলে কি ভালো খেলে সেটা আমি জানতামনা এখনো জানিনা। আর্জেন্টিনার একটি পতাকা বাড়ির সামনে লাগিয়েছিলাম কেন লাগিয়েছিলাম ঠিক মনে নেই তবে এটা মনে আছে আমার বাড়ির বন্ধু সাজু ব্রাজিলের পতাকা লাগিয়েছিল।
এখন আমি কি করতে পারি একটু বলে দেবেন আপনারা। আর্জেন্টিনা অনেক ভালো খেলে সেটা যেমন বলতে পারিনা ব্রাজিল ভালো খেলে তাও বলতে পারিনা। জাপান, জার্মানি ,স্পেইন ,নাইজেরিয়া ,আফ্রিকা ,পর্তুগাল ,সেনেগাল ,এরকম একটি টিম সমর্থন করলে কি ভালো হয় ? কিন্তু কেন সমর্থন করব ?সমর্থন কেন করব না ? সমর্থন কি করতেই হবে ?আর যদি সমর্থন করি আমি কি পাব ? আচ্ছা আমি যদি তাদের সমর্থন করি যেমনটা ক্রিকেটে আমার মাতৃভূমি বাংলাদেশকে সমর্থন করে যে তৃপ্তি পাই সেটা পাব ?
আরে দূর এটা তো মনের বিষয় খেলা তো খেলাই একটু হাসি একটু চিত্কার করে আওয়াজ দেওয়া। থাক এ নিয়ে বেশি কথা বলে লাভ কি ?এত বুদ্ধি বা কথা নিয়ে কি আর রাতে ঘুম হবে ? না আমি ঠিক মত ঘুমাতে চাই কারণ দিনে আমাকে কাজ করতে হয়। সুতরাং বিষয়টা এখানেই রেখে দিলাম।
বিষয়: বিবিধ
১২৮১ বার পঠিত, ৩৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সময় সুমচীটা কোথায় পাওয়া যাবে?
মন্তব্য করতে লগইন করুন