ব্লগারের সাথে দেখা করতে চুলের তেল দিলাম হাতে মুখে
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৯ মে, ২০১৪, ০৭:১৪:২৮ সন্ধ্যা
ব্লগার " সান বাংলা " ভাই থাকেন আমিরাতের রাজধানী আবুধাবিতে আমি থাকি শারজাহ শহরে। গতকাল উনার ফেসবুকে দেখতে পেলাম উনি রাতের মধ্যে শারজাহ আসতেছেন আমি সেটা দেখে উনার সাথে যোগাযোগ করলাম এবং সাথে দেখা করার কথা জানালাম উনি ও আমার সাথে দেখা করবেন বলে আমাকে জানালেন। রাত ১০ টার দিকে আমি যোগাযোগ করে দেখা করতে চাইলে উনি আমার কাজের কথা মাথায় রেখে বললেন না আপনি এখন কাজে কাজ শেষ করে বাসায় গিয়ে ঘুমান সকালে আপনার সাথে দেখা হবে।
যেমন কথা তেমন কাজ সকাল ১১ টা তখনও আমি ঘুমে ফজরের পর ঘুমিয়ে ছিলাম আমার ডিউটি দুপুর ১২ টায় মোবাইল ফোনটা বলে দিল জিয়া ভাই অর্থাৎ (সান বাংলা ) ভাই চলে আসছে আমার সাথে দেখা করতে। আমি উনার ফোন রিসিব করে একটি নির্দিষ্ট জায়গা বলে দিলাম কারণ একদিকে ডিউটির সময় চলে আসতেছে ওপর দিকে উনার সাথে কিছু সময় থাকতে পারলে ভালো হবে।
সান বাংলা ভাইকে দেখেই চিনতে ভুল হয় নাই সাথে সাথে বুকের মধ্যে আগলে রাখলেন কিছু সময় তারপর একটি আরাবিয়ান রেস্টুরেন্টে গিয়ে সামান্য নাস্তা করতে করতে ব্লগ , ব্লগার নিজের পরিবার সব নিয়ে আলোচনা হয়েছে।
মাত্র ২৫ মিনিটের পর উনাকে বিদায় দিলাম আমি চলে আসলাম আমার চাকুরী স্থলে ।এ দিকে অফিসে এসে দেখি আমার হাতের মধ্যে শক্ত শক্ত লাগতেছে মনে পরে গেল গোসল করে রুমে থাকাকালীন সময় হাতে তেল লাগিয়েছি , যে তেল টা লাগিয়েছি সেটা ছিল চুলের। মুখে হাত দিলাম একই অবস্থা আসলে ভাইয়াকে দেরী করে কষ্ট দিতে চাইনি বলে তা হয়েছে। কিন্তু উনার সাথে বেশি সময় থাকা যায় নি সেটা আমাকে অনেকটা কষ্ট দিচ্ছে। মাত্র ২৫ মিনিটের সাক্ষাতে অনেক আপন মনে হয়েছে। অনেক ধন্যবাদ ভাইয়া।
উনি কিছুটা মোটা তাই কিছু পরামর্শ দিয়েছি হালকা হওয়াত প্রথম পরামর্শ হলো চিন্তা করবেন বেশি করে তারপর খাবেন কম।
বিষয়: বিবিধ
১২৩৮ বার পঠিত, ৪২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে ধন্যবাদ
হানিমুন করবেন কিভাবে?
বড় ভাই কেমন আছেন।
কিছু দিন আগে জামাল ভাইয়ের এক পোষ্টে আপনাকে জিজ্ঞেস করেছিলাম আপনি কোথায় আছেন বলছিলেন দেশে আছেন।
আবুধাবী আসলে জানাবেন দেখা করব ইনশাআল্লাহ্।
আমি যখন প্রথম আবুধাবী এসেছিলাম আপনি এসেছিলেন আমার সাথে দেখা করতে আপনারও তারা ছিল আমিও নতুন জায়গায় অপ্রস্তুত ছিলাম তাই দেখাটা তৃপ্তি দায়ক হয়নি।
আশা করি আবার দেখা হবে।
আর হ্যা সোনার বাংলা ব্লগে আমার নিক ছিল মারমারিতা সবার প্রিয় সেই সোনার সংসার ভেংগে যাওয়ার পড়ে এখানে সান বাংলা নামে আছি।জানি না কেন যেন এখানে আগের মত জমে না।
আমি সারজায় মারমারিতা কোম্পানীতে কাজ করতাম। বর্তমানে আবুধাবীর মুসাফ্ফায় একটি চায়না মার্বেল কোম্পানীতে আছি।আমার নাম মো:জিয়াউল হক(জিয়া)
উমরা করার নিয়ত করেছি আল্লাহ্ কবুল করলে সৌদি আসব ইনশাআল্লাহ্!
দুইজনের দেখা হওয়ার আনন্দে আমরাও আনন্দিত
আমি বুজলাম না ওনার মুখেতো ক্রিম/স্নো লাগানোর কথা তেল লাগাইলো কেন?
চিন্তাটা কি ভাইয়ার না ভাবীর?
ঘাপলা আছে..........!!
আপনার আতিথেয়তায় আমি মুগ্ধ......
মন্তব্য করতে লগইন করুন