গর্দভরা জানে না আমরা হালাল পথে রোজগার করতেছি এবং সম্যানের সাথে আছি
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৩ মে, ২০১৪, ০৮:৪০:৩৪ রাত
দেশের সংস্কৃতির অন্যতম সেক্টর ফিল্ম সেক্টর কিন্তু সেখান থেকে আমাদের হেয় করে নাটক তৈরী করা হচ্ছে হরহামেশা। দেশের বর্তমান সময়ের অনেক নাটকে মধ্যপ্রাচ্যের প্রবাসীদের শুধু কাজ নয় চরিত্র নিয়ে ও নাটক তৈরী করা হচ্ছে যা মানহানিকর কাজ।দেশের অনেক প্রচারিত মাইক নাটক যার মাধ্যমে হেয় করা হয়েছে মধ্যপ্রাচ্যের প্রবাসীদের।
কিন্তু এই সব গর্দভরা জানে না আমরা হালাল পথে রোজগার করতেছি এবং সম্যানের সাথে আছি। দুর্নীতিবাজ ,ভূমিদস্যু, চোর, ব্যাংক ডাকাত নয় প্রবাসীরা , গুম ,খুন , মানহানি,কারো টাকা ছিনতাই করে না প্রবাসীরা , কারো কাছে ভিক্ষা চাইনা।
মধ্যপ্রাচের প্রবাসীদের নিয়ে ফালতু নাটক তৈরী সরকারী ভাবে বন্ধ করতে হবে।এবং বাজারে বর্তমানে যেসকল নাটকে প্রবাসীদের হেয় করে করা হয়েছে সে সব নাটক বিক্রি করা বন্ধ করতে হবে।
প্রবাসীদের নিয়ে ন্যাক্কারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং প্রতিটি নাটকের সংশ্লিস্ট অভিনেতা, নাট্যকার, প্রযোজক, পরিচালকের দৃস্টান্তমূলক শাস্তি চাই।
বিষয়: বিবিধ
১৬৫৪ বার পঠিত, ৫০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হুম প্রবাসীদের হেয় করে আরো অনেক নাটক আমি দেখেছি। যা মোটেও ঠিক নয়।
বাহ সুন্দর বলেছেন ধন্যবাদ
সংস্কৃতি একটি জাতিকে ঐক্যবদ্ধ করে তার উন্নয়ন অগ্রগতিতে ভুমিকা রাখে। আর আমাদের সংস্কৃতি . . . . . . . . . . . . . . . . .
কি আর করার, দেশেরই যা অবস্থা।
তবে, ঐ নাটকটি প্রচার বন্ধ করার পাশাপাশি নাট্যকার, পরিচালকসহ সবাইকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। এরা আর দরবেশের মতো কিছু করে না। শরীরের রক্ত পানি কইরা টাকা উপার্জন করে। আর দরবেশ সাহেব তো এক ধাক্কায়ই সব খাইয়া ফেলছে
আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংগতিগুলো আর অন্যায় আচরণ আর কাজগুলোকে তুলে ধরার জন্য।
মোশাররফদের মত বাংলাদেশীরা যতদিন বাংলাদেশে আছে ততদিন বাংলাদেশের উন্নতি হয়বে না ।
তবে , এটা তো মোশাররফ বলেছে স্ক্রীপ্ট পড়ে । যিনি ডায়লগ লিখেছেন উনি এটা মোশাররফকে দিয়ে বলিয়েছেন ।
মোশাররফরা টাকার গোলাম । টাকা দিলে সে নিজের বাবা মায়ের নামেও লেখা কূরুচিপূর্ণ ডায়লগ বলে যাবে ।
আমরা যেন ভুলে না যাই যে এরা পেশাদার অভিনেতা , টাকায় এখানে মুখ্য অন্য সবকিছুর চেয়ে ।
মন্তব্য করতে লগইন করুন