আজ নাকি মা দিবস ?
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১১ মে, ২০১৪, ১২:৪০:২৮ রাত
আমার মা প্রতিদিন আমার অন্তরের একটি ভাগে স্থান করে বসে আছেন। মহান আল্লাহের পর রাসুলের জন্য আমার ভালবাসা তারপর যিনি তিনি আমার মা !সেই মাকে ভালবাসতে দিবসের প্রয়োজন নেই মা আমার মা দিবস টিবস বুঝিনা।
মায়ের হক আদায় করার তৌফিক কামনা করি মহান আল্লাহর দরবারে সবসময়।যে মা আমাকে কোনো দিবস দেখে নয় প্রায় ১০ মাস ১০ দিন গর্বে দারণ করে আল্লাহর ইশারায় প্রসব করলেন সেই মায়ের জন্য দিবসের কি প্রয়জন ?
বেকুবের লাগাম নাই এটাই একটা প্রমান তোমরা বেকুব যারা পালন কর মা দিবস।
হে আল্লাহ কোনো দিবস নয় আমার মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত আমার মায়ের হক আদায় করার তৌফিক দান করুন ,,আমিন
বিষয়: বিবিধ
৪২৩৯ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
﴿وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا﴾
২৪) আর দয়া ও কোমলতা সহকারে তাদের সামনে বিনম্র থাকো এবং দোয়া করতে থাকো এই বলেঃ হে আমার প্রতিপালক! তাদের প্রতি দয়া করো, যেমন তারা দয়া, মায়া, মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন৷
ধন্যবাদ আপনার সুন্দর একটি লিখার জন্য।
আমি মা দিবস মানিনা, মানিনা, মানিনা....
মন্তব্য করতে লগইন করুন