প্রিয় বন্ধু
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৮ মে, ২০১৪, ০৭:১৫:০০ সন্ধ্যা
আমার প্রিয় বন্ধু কুশিয়ারা ,
যখন মনে পরে তোমার কথা।
এক এক করে দেখে নেই স্মৃতির পাতা।
তোমার বুকে ,
সাতার কাটা থেকে দূর দুরান্তে যাওয়া।
তোমার তীরে বন্ধুদের নিয়ে ,
চাকী নিয়ে তালা তালা খেলা।
ডুবের মধ্যে আটাল মাটি নিয়ে আসা।
সব ভেসে উঠে চোখে।
মনে হয় যেন তুমি আমার সামনে।
বিষয়: বিবিধ
১১৪৩ বার পঠিত, ৩৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
http://www.rtnn.net//newsdetail/detail/1/6/82220
আপনাকে দিলাম
মন্তব্য করতে লগইন করুন