প্রিয়তমা কুশিয়ারা
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৭ মে, ২০১৪, ০৬:৪৮:০২ সন্ধ্যা
কুশিয়ারা নদী মহান আল্লাহর অপরূপ সৃষ্টি।
কুশিয়ারা নদী আমার ছোট্র বেলার সাথী।
তার বুকে চলে যাওয়া নৌকা ,
কেড়ে নেয় আমার মনটা।
কুশিয়ারার বুকে ভেসে যাওয়া কচুরি পানা।
মনে হয় যেন ওরা পথ হারা।
তার দু -পাশের সাজানো গ্রাম ,
এ যেন শিল্পীর তুলিতে আঁকা।
তার ছেড়ে দেওয়া হাওয়া।
আমায় করে উজালা।
তার বুকে কত মানুষ সাতার কাটে ,
অনেকে যায় বহু দূরে নৌকা দিয়ে।
তার তীরে এখনো হচ্হে কত বসত বাড়ি।
আবার অনেকে তার ভয়ে দিচ্ছে দূরে পাড়ি।
কুশিয়ারা কে আমি ভালোবাসি
আমি পান করেছি তার পানি।
বার বার মনে পরে তার হাজারো স্মৃতি।
বিষয়: বিবিধ
১২২২ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
--কৃতজ্ঞতায়,প্রিয়তমা কুশিয়ারা
মন্তব্য করতে লগইন করুন