মধ্যপ্রাচ্যে কেমন আছি আমরা ( পর্ব -৭ ) Love Struck Good Luck Rose প্রবাসে আসার পর সব পারেন

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ৩০ এপ্রিল, ২০১৪, ০৭:২৪:৫৪ সন্ধ্যা



দেশে থাকাকালীন ফালতু সময় নষ্ট করেছেন অনেক প্রবাসী । যাত্রা আর নৃত্য দেখে সময় কাটিয়েছেন, বাউল গানে নিজের মনকে বিলিয়ে দিয়েছিলেন ,মাজারে মাজারে নর্তকী নিয়ে বেহুস থেকেছেন । এখন অনেকেই প্রবাসে এসে নিজের ভুল বুঝতে পেরেছেন। এখন সব জানতা বলে নিজেকে জাহির করেন কথার মাধ্যমে।

আমার সাথে কথা বলেছেন এরকম অনেকেই আছেন যারা উপরের কার্যকলাপে অনেক অগ্রসর ছিলেন। এরকম একজন বাংলাদেশী যিনি আমাকে তার জীবনের ইতিহাস বলছিলেন, তখন তিনি মাত্র তিন দিনের পরিচিত। তবে তার কথা বলার ভাব দেখে মনে হয়েছে আমি উনার আপন কেউ । বাস্তবেই তাই, প্রবাসে আমরা সবাই একে অন্যের অনেক আপন।

তিনি যা বলতে চাচ্ছিলেন আমি তার জন্য তৈরী ছিলাম না, কারণ আমি কখনো মনে করিনি তিনি এরকম বলবেন। কিন্তু তিনি বলেই দিলেন। তার প্রবাস জীবনের মাত্র তিন মাস হয়েছিল, কিন্তু অনেক চঞ্চল, দেখলে কেউ বুঝতোই না যে তিনি নতুন প্রবাসী। তিনি যা বলেছিলেন, তার মূল কথা হলো তিনি দেশে যখন ছিলেন তখন সময় কে সময় মনে করেন নি, কাজ কে অবহেলা করেছেন।

তার ভাষ্য মোতাবেক তিনি দেশে মাজারে মাজারে থাকতেন দিন রাত।নামাজ আদায় শুক্রবারী নামাজির ন্যায় ।অর্থাৎ শুধু জুমার নামাজ আদায় করতেন। যেখানে যাত্রা গানের আয়োজন করা হত সেখানে টাকার বিনিময়ে নিজে অথিতি হিসেবে যেতেন, নর্তকীর পাশে বসতেন । বাবা প্রবাসে থাকতেন, বড় ভাই ও একজন প্রবাসী ছিলেন। উনারা টাকা পাঠাতেন আর তিনি ফুর্তি করে জীবন পার করতেন। বাবা ভাইয়ের টাকায় বিয়ে ও করেছেন, বিয়ের পর প্রবাসে আসতে হয়েছে। কিন্তু প্রবাসে এসে কাজ ভালো, বেতন ও মোটামোটি ভালো, তবে মনের বেতর শান্তি নেই ।কারণ তার দেশের বাড়িতে টাকা পয়সার কারণে অনেক প্রভাব ছিল। তিনি বলেন যদি বাবা ভাইয়ের টাকা দিয়ে আমি ব্যাবসা বানিজ্য করতাম ,কৃষি কাজে টাকা ব্যয় করতাম, নতুবা নিজে একটি চাকরি করতাম, তাহলে আজ এখানে আসতে হতনা আপনজন ছেড়ে। তিনি কথা বলেই চলছেন ,নতুন যারা প্রবাসে আসে তারা একটু বেশি কথা বলে এটা স্বাভাবিক।

আমি তার কথা শুনতে শুনতে এক পর্যায়ে বললাম, দেখেন ভাই যা হবার হয়ে গেছে এখন আল্লাহর ওপর ভরসা রেখে কাজ করে যান ঈমানের সাথে, দেখবেন পর্যাপ্ত পরিমান টাকা না আসলেও শান্তি পাবেন যথেষ্ট ।

প্রবাসে নতুন আসলে বেশি কথা বলে অনেকে। তারা অনেক কিছু বলে চাকরি করা শিখে ফেলে , ব্যাবসায়ী হয়ে যায় , দেশে থাকলে এটা করতাম ওটা করতাম যা মুখ দিয়ে আসে তা বলে কিন্তু বাস্তবে সব ফাঁকা। তবে দেশে বেকার সময় নষ্ট না করে সময়ের মুল্য দেওয়া জরুরি। পরিবারকে সাহায্য করার লক্ষে নিজেকে কাজে লাগাতেই হবে। কাজে থাকলে অনেক অপরাধ মূলক কার্যকলাপ থেকে নিজেকে মুক্ত রাখা যাবে, সমাজের জন্য বুঝা না হয়ে সম্পদ হওয়া যাবে ।

বিষয়: বিবিধ

১৩৩১ বার পঠিত, ৩৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

215559
৩০ এপ্রিল ২০১৪ রাত ০৮:০২
পলাশ৭৫ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
৩০ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৮
163826
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ
215562
৩০ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৭
আফরা লিখেছেন : শুধু দেশে নয় সব জায়গায় সব সময় সময়ের মূল্য দেয়া উচিত ।কারন আমাদের জীবনে সময়ের মূল্য অনেক বেশী ।কিন্তু আমরা আমাদের জীবনের এই মূল্যবান সময়কেই অপচয় করি বেশী ।
৩০ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৯
163828
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার কথা ঠিক ,সময়ের মুল্য দিতেই হবে দেশে বিদেশে ,,গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য ধন্যবাদ
215570
৩০ এপ্রিল ২০১৪ রাত ০৮:২৫
শিশির ভেজা ভোর লিখেছেন : ভালো লাগলো পড়ে। অনেক উপদেশবাণীও পেলাম। সব মিলিয়ে ভালো লাগলো। সাধুবাদ
৩০ এপ্রিল ২০১৪ রাত ০৯:৪২
163876
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য ,তবে উপদেশ নয় ভাইয়া শুধু বলার খাতিরে বলা
215579
৩০ এপ্রিল ২০১৪ রাত ০৮:৪২
নীল জোছনা লিখেছেন : জাজাকাল্লা খায়রান. অনেক ভালো লাগলো পড়ে, আরো বেশী বেশী লিখুন
৩০ এপ্রিল ২০১৪ রাত ০৯:৪৩
163877
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য Good Luck Good Luck
215591
৩০ এপ্রিল ২০১৪ রাত ০৯:১১
প্রবাসী মজুমদার লিখেছেন : নিজস্ব রাজনীতির চিন্তা চেতনার মানুষদের দ্বারা বেষ্টিত সমাজে সত্যকে চেনা বড় কঠিন। প্রবাসে একাকীত্ব জীবনে হাড়ে হাড়ে টের পাওয়া অনেক প্রবাসীই তাদের অতীতকে নিয়ে অনুশোচনা করেন। নিজেকে সেই পুরোনো গন্ডি হতে বের করে হয়ে জান প্রকৃত রাজাকার। আর এজন্যই প্রবাসে রাজাকার সমর্থকগোস্ঠী বেশী।

ধন্যবাদ।
৩০ এপ্রিল ২০১৪ রাত ০৯:৪৪
163879
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমার আজকের পর্বের সব বলে দিলেন মাত্র কয়েকটি শব্দ দিয়ে সালাম স্যার।
আমি নিজে কি করে বদলিলাম তা থাকছে আগামী পর্বে
215596
৩০ এপ্রিল ২০১৪ রাত ০৯:২১
পুস্পিতা লিখেছেন : দীর্ঘদিন প্রবাসে থাকার পর এদেশে এসে আমি যাদেরকে জানি তাদের অধিকাংশই তেমন কিছু করতে পারেনা। এটা কেন হয়? বিদেশের অভিজ্ঞতা দিয়ে তো এদেশে আরো ভাল কিছু করতে পারার কথা।
৩০ এপ্রিল ২০১৪ রাত ০৯:৪৫
163882
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কারণ অনেক প্রথমত দেশে কেউ কারো কমেন্ট মানে না তার জন্য প্রবাসীর অনেক অসুবিদা ,তার পর পরিবেশ ভিন্ন হয়ে যায়। তবে অনেকে সঠিক চিন্তার মাধ্যমে দেশে অনেক কিছু করতেছে
৩০ এপ্রিল ২০১৪ রাত ১১:৪০
163916
প্রবাসী মজুমদার লিখেছেন : প্রথমত স্বদেশের জন্য মন অস্থির হয়ে থাকা প্রতিটি প্রবাসীই বলতে গেলে হাজী মুহাম্মাদ মহসিন। মাস শেষে সব টাকাই পাঠিয়ে দেয় মা বাবা ভাই বোনের জন্য। একসময় সবার ভাগ্য খূলে গেলেও তার ভাগ্য খোলেনা।
দ্বিতীয়ত প্রবাসীদের টাকায় কিছু একটা করার চেয়ে খরচ করাতেই বেশী মজা।
তৃতীয়ত প্রবাসীদের টাকা নিজ হাতে কাজে লাগানোর সুযোগ থাকেনা বলে এমন হয়।
সর্বোপরী বিদেশে পয়সা সবাই কামাতে পারেনা। যারা সাইন করেছে এদের ৮০ পাসেন্ট চোর বাটপার। সময় হলে বলব।
215610
৩০ এপ্রিল ২০১৪ রাত ০৯:৪০
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : প্রবাসে নতুন আসলে বেশি কথা বলে অনেকে। তারা অনেক কিছু বলে চাকরি করা শিখে ফেলে ব্যাবসায়ী হয়ে যায় , দেশে থাকলে এটা করতাম ওটা করতাম যা মুখ দিয়ে আসে তা বলে কিন্তু বাস্থবে সব ফাঁকা।
৩০ এপ্রিল ২০১৪ রাত ০৯:৪৬
163883
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কপি পেস্ট Tongue Tongue ,,অনেক ধন্যবাদ সাতেহ থাকার জন্য ,,আগামী পর্বে আমার কাহিনী আসতেছে
215619
৩০ এপ্রিল ২০১৪ রাত ১০:১৬
সন্ধাতারা লিখেছেন : অনেক অনেক ভালো লাগলো ধন্যবাদ
৩০ এপ্রিল ২০১৪ রাত ১১:৫৫
163919
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ
215625
৩০ এপ্রিল ২০১৪ রাত ১০:৪২
প্যারিস থেকে আমি লিখেছেন : লেখাটা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। খুবই ভালো লেগেছে।
৩০ এপ্রিল ২০১৪ রাত ১১:৫৬
163921
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : শুধু কি পরবেন স্যার ভুল ত্রুটি বলে দিলে খুশি হব এরকম ভালো লাগছে বললে কি ছাত্র পরবর্তিতে পরা লিখা ভালো করে করে ?
১০
215640
৩০ এপ্রিল ২০১৪ রাত ১১:৩০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
৩০ এপ্রিল ২০১৪ রাত ১১:৫৭
163923
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ
১১
215693
০১ মে ২০১৪ রাত ০২:৩৫
ইবনে আহমাদ লিখেছেন : এরকম ইতিহাস আমাদের প্রবাসীদের অসংখ্য অগনিত। আপনার লেখায় সেই বাস্তবতাটা আসছে। ধন্যবাদ আপনাকে।
০১ মে ২০১৪ বিকাল ০৪:২৭
164229
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জি ভাইয়া প্রবাস জীবনে যে কত নদী পাড় হতে হয় নৌকা ছাড়া
১২
215696
০১ মে ২০১৪ রাত ০২:৫২
নানা ভাই লিখেছেন : ধন্যবাদ। ভালো লাগলো।
প্রবাসীদের প্রায় সবারই দেশে ৫ তালা জমিদারী, ৬ তালা পুকুর, ৭ তালা গোয়াল ঘর আছে বা ছিল।
ভাগ্যক্রমে আজ প্রবাসী।(মাফ চাইছি সবার কাছেই কারন,বিদেশে গত ত্রিশ বছর প্রায় ৯৫% লোকের কাছেই আমি এমন কথাই শুনেছি।)
আমার কিন্তু এসব কিছুই নাই, থাকলে আর বিদেশ করা লাগতো না!
০১ মে ২০১৪ বিকাল ০৪:২৮
164230
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেকটা সেটাই বলেতে চেষ্টা করেছিলাম তবে লুকিয়ে আর আপনি সরাসরি ,,ধন্যবাদ
১৩
215727
০১ মে ২০১৪ রাত ০৪:২১
শেখের পোলা লিখেছেন : নানাভাই একেবারে খাঁটি কথা বলেছেন৷
তবে প্রবাসীদের অনেকের চরিত্রের অনেক পরিবর্তন হয়, অনেকের অনেক কাজের ট্রেনিং ও হয়ে যায়৷ যার কিছু দেশে এসে কিছু একটা কাজ করতে লজ্জ্বা করেনা৷ আমার পরিচিত, ঘৃরে বেড়ানো এক পোলা মালয়এশিয়ায় দু বছর থেকে এসে নিজে ফলের চাষ, মাছের চাষ করছে৷ আর একজন দেশে বাজারের ব্যাগ হাতে নিত না সৌদী ফেরত হয়ে নিজে গ্রীলের দোকান দিয়েছে, নিজেই কাজ করে৷
০১ মে ২০১৪ বিকাল ০৪:২৯
164233
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন মানসিকতা পরিবর্তন হওয়ার অন্যতম জায়গা প্রবাস
১৪
215916
০১ মে ২০১৪ দুপুর ১২:৫০
আমি মুসাফির লিখেছেন : এটা সত্যই যে দেশে থাকতে এমন কঠিন বাস্তবের মুখোমুখী হবে বিদেশে এসে তা ভাবতেও পারেনি। দেশে অলস সময় নষ্ট করার সময় পলেও এখানে প্রতি মুহুর্ত ব্যস্ত সময় কাটাতে হয় তাই আমি এখানকার এমন বাস্তবের মুখোমুখীদেরকে বলি দেশে যদি এমন সংগঠিত হয়ে সঠিক সময়ে সঠিক কাজ করা যেত তাহলে এখানে আসার প্রয়োজনই হতো না হয়ত।
যাক আপনার বাস্তবতার মানুসকতা সম্পন্ন পোষ্টের জন্য াশেষ ধন্যবাদ
০১ মে ২০১৪ বিকাল ০৪:৩৬
164237
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : প্রবাসে এসে প্রথম দিনই অনেক পরিবর্তন আসে সবার মধ্যে ,,মূল্যবান মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ
১৫
216045
০১ মে ২০১৪ বিকাল ০৪:২৫
জবলুল হক লিখেছেন : দেশের কল্পনা আর বিদেশের বাস্তবতার মধ্যে অনেক তফাৎ।তাই বিদেশের মাটিতে নতুন আসার পর অনেকের ছেড়ে দে মা কেন্দে বাঁচি অবস্তা। এই রকম অবস্তায় অতীতের জন্য অনুশুচনায় ভোগা অস্বাভাবিক কিছু না।
০১ মে ২০১৪ বিকাল ০৪:৩৭
164238
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনুশুচনায় মানুষ কে অনেক পরিবর্তন করতে পারে ,,অনেক ধন্যবাদ
১৬
216171
০১ মে ২০১৪ রাত ০৮:২৯
মোহাম্মদ লোকমান লিখেছেন : প্রবাসীদের ইতিহাস প্রায় এমনই হয়। ভালো লাগলো।
০১ মে ২০১৪ রাত ০৮:৩০
164345
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার ভালো লাগাতে আমি প্রেরণা পেলাম ভাইয়া ,সাথে থাকবেন Good Luck Good Luck
১৭
217131
০৪ মে ২০১৪ সকাল ০৮:৩৫
মোমের মানুষ লিখেছেন : তবে দেশে বেকার সময় নষ্ট না করে সময়ের মুল্য দেওয়া জরুরি। পরিবারকে সাহায্য করার লক্ষে নিজেকে কাজে লাগাতেই হবে। কাজে থাকলে অনেক অপরাধ মূলক কার্যকলাপ থেকে নিজেকে মুক্ত রাখা যাবে, সমাজের জন্য বুঝা না হয়ে সম্পদ হওয়া যাবে ।
খাটি কথা বলেছেন ভাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File