মধ্যপ্রাচ্যে কেমন আছি আমরা ( পর্ব -৬ )Love Struck Good Luck Rose প্রবাসে কাগুজে ডকুমেন্ট অনেক গুরুত্বের

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৯ এপ্রিল, ২০১৪, ০৮:০৭:৫৭ রাত



তার মধ্য দিয়ে নিজের জীবন সুন্দর করার প্রয়াস চালিয়ে যাচ্ছিলেন এবং সফল ও হয়েছেন অনেকটা। কিন্তু ভাগ্যের নির্মমতা পিছু ছাড়েনি তার ,২০১৩ সালের শেষের দিকে আমিরাত সরকারের জরুরি ফর্মুলার মাধ্যমে অবৈধ শ্রমিক ধর পাকর শুরু করে আর তাতে টুপি ওয়ালা ও গ্রেপ্তার হয়ে যান তবে আরো কিছু দিন থাকলে ভালো একটি অবস্থানে যেতে পারতেন তবে ইটা বলা যায তিনি অনেকটা সফল হয়ে গেছেন। উনি যেরকম একজন পরিশ্রমী মানুষ যদি দেখে শুনে ভিসা ক্রয় করে আসতেন তাহলে সফলতার চূড়ান্ত পর্বে যেতে পারতেন বলে আমার বিশ্বাস। প্রবাসে আসার আগে একটু বুঝে শুনে আসলেই যে সফলতা পূর্ণ রূপে না পেলে ও শান্তিতে থাকা যায় সেটা মানতেই হবে।

একই গ্রামের তিনজন বাংলাদেশী ২০০৮ সালেব্র জানুয়ারী মাসে সংযুক্ত আরব আমিরাতে একটি বড় কোম্পানিতে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এসেছেন। তাদের ভাস্য অনুযায়ী প্রায় তিন লক্ষ্য টাকা করে দিয়েছেন একেকজনে।যে বাংলাদেশী তাদের ভিসা দিয়েছে সে ও তাদের গ্রামের এবং একই কোম্পানিতে কর্মরত।প্রবাসে আসার পূর্বে সে বলেছে আমিরাতে এসে বেতন পাবে ৪০ হাজার টাকা খাবার দাবার ফ্রি। কিন্তু এখানে এসে তিন জন দেখতে পেলেন কোম্পানি ঠিক আছে কাজ ও ঠিক আছে কিন্তু খাবার বা থাকার জায়গা ফ্রি নয় এমনকি বেতন মাত্র ১৬ হাজার টাকা থাকা খাওয়ার খরছ শেষে তিন হাজার ও বাঁচে না । এরকম প্রায় ৬ মাস চলে যায় পরবর্তিতে এক দিন ঐ তিনজন আত্বীয় স্বজনদের পরামর্শে কোম্পানির পারসনাল ম্যানেজারের সাথে দেখা করার সিদ্ধান্তে আসলো। একদিন সময় বুঝে ম্যানেজারের সাথে দেখা করে বেতন সম্পর্কে বলতেই ম্যানেজার জবাব দিয়েছেন আমরা টাকা ছাড়া ভিসা দেই যার ফলে বেতন কম তবে বেতন বাড়বে পরবর্তিতে।কিন্তু উনারা যে একেকজন আমিরতের প্রায় ১৫ হাজার দেরহাম দিয়ে এসেছে সেটা ম্যানেজার জানেনা। সেই ফাঁকে তারা তিন লক্ষ্য টাকা করে দিয়ে এসেছেন সেটা ম্যানেজারকে জানিয়ে দিতেই ম্যানেজার অবাক হয়ে উনাদেরকে পরের দিন আবার অফিসে যাওয়ার জন্য বলেন। ম্যানেজারের কথা মত পরের দিন আবার অফিসে গিয়ে দেখতে পেলেন ম্যানেজারের অফিসে বসা আমিরাতের শারজাহ কোর্টের একজন আইনজীবী এই আইনজীবী উক্ত কোম্পানির একজন স্টাফ।

ম্যানেজার ওদের কে আইনজীবীর সাথে যাওয়ার জন্য নির্দেশ দিলেন তারা অনেকটা ভয়ের মধ্যে ছিলেন। আইনজীবীর সাথে পুলিশ স্টেশনে গেলেন। আইনজীবী তাদের কে দিয়ে একটি ফাইলে সাইন করিয়ে ফিরে আসলেন আবার কোম্পানিতে। এবার তাদের কাছ থেকে আইনজীবী বিষয়টা শুনতে চাইলেন তার আগে টাকা দিয়েছেন যে তার ডকুমেন্ট চাইলেন ,কিন্তু ডকুমেন্ট কিছু নাই কারণ দেশে টাকা দেওয়ার সময় প্রুফ রাখেন নি হাতে টাকা দিয়েছেন।

আইনিজিবি নিরব থেকে তাদেরকে নিয়ে ম্যানেজারের কাছে গিয়ে জানিয়ে আসলেন এই বিষয় এবং অন্য একদিন তারিখ দিলেন আসার জন্য। কথা মত তিন জন আবার গেলেন তাদের সাথে আজ টাকার বিনয়ে যে এনেছে সে ও এসেছে অফিসে। অনেক কথা বার্তার পর একটাই সিদ্ধান্ত নিলেন ম্যানেজার টাকা যিনি নিয়েছেন তাকে কোম্পানি থেকে বিদায় করে দেবেন এবং দিয়ে ও দিলেন। অন্য দিকে ডকুমেন্টার অভাবে তিনজনের জন্য করতে পারেন নি আইনজীবী।এখন ও তারা উক্ত কোম্পানিতে আছেন এবং অনেক ভালোই আছেন তার মধ্যে একজন ভালো পোস্টে আছেন একজন দেশে চলে গেছে। দেশ থেকে আসার সময় টাকা বিনিময়ে যদি সামান্য কাগুজে ডকুমেন্ট সাথে থাকত তাহলে হয়ত তাদের অনেক উপকার হত। ,,,,,,( চলবে )

বিষয়: বিবিধ

১৬০৯ বার পঠিত, ২৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

215014
২৯ এপ্রিল ২০১৪ রাত ০৮:৩৩
শেখের পোলা লিখেছেন : এমন অনেক অজানা ঘটনা নিত্যদিন ঘটছে৷ আমরা জানিনা৷
২৯ এপ্রিল ২০১৪ রাত ০৯:২৩
163245
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জি ভাইয়া অনেক কষ্টের খবর অন্তরালেই থেকে যায় ,,সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ
215016
২৯ এপ্রিল ২০১৪ রাত ০৮:৪১
দ্য স্লেভ লিখেছেন : এটা একটা দারুন শিক্ষনীয় পোস্ট হল। টাকা দিলে তার প্রমান থাকতে হবে
২৯ এপ্রিল ২০১৪ রাত ০৯:২৫
163246
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : তাদের কাছে প্রমান থাকলে কিছু একটা হওয়ার সম্ভাবনা ছিল,,মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ
215020
২৯ এপ্রিল ২০১৪ রাত ০৮:৪৫
শিশির ভেজা ভোর লিখেছেন : কষ্টের কথা লিখুন। এগুলা পড়ে তো মনে হচ্ছে ভালই আছেন বিদেশের মাটিতে।
২৯ এপ্রিল ২০১৪ রাত ০৯:২৬
163247
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কষ্টের কথা লিখতে চাই ,,,লিখে যাব ইনশা আল্লাহ।
ভালো আছি বলতে শান্তিতে আছি দোয়া করবেন যেন সফল হতে পারি
৩০ এপ্রিল ২০১৪ রাত ০১:৫৫
163375
আবু সাইফ লিখেছেন : আল্লাহতায়ালা বলেন-

যদি শোকর আদায় কর, তবে (নিয়ামত) বাড়িয়ে দেবো,

আর যদি না-শোকরী(অকৃতজ্ঞতা) কর,
তবে জেনে রাখো- আমার শাস্তি বড়ই কঠোর...


প্রবাসে যত কষ্টই হোক, সুখ-ও কম নয়!
বেশী কষ্ট তাদের- যারা না-শোকরী করেন!
যারা আল্লাহর শোকর আদায় করেন-
একসময় তাঁরা দুঃখ-কষ্টের পর্বটা পেরিয়ে যান!!

আর-
দেশেই কি খুব সুখ????


তাঁরা দেশেও সুখে থাকতে পারেননা যাঁরা আল্লাহর হুকুমমত চলতে চান- তাঁদের জন্য এখন প্রবাসই উত্তম!


ঘর থেকে টেনে বের করে সরাসরি গুলি করে মেরে বলে-
ক্রসফায়ার বা গুলিবিনিময়ে মারা পড়েছে!!

মানুষ তো রাতে ঘরে ফেরে শান্তির জন্য, ঘুমানোর জন্য-
কিন্তু দেশে আল্লাহর শোকর-গুজার বান্দারা রাত হলেই বেরিয়ে পড়েন নিরাপদ আশ্রয়ের খোঁজে- যেখানে একটু ঘুমানো যায়....Crying Crying


এখানে একটু দেখুন


তবে পরিবার-আত্মীয় ছেড়ে দূরে থাকার কষ্ট ভিন্ন জিনিস!

গুরুত্বপূর্ণ দায়িত্বপালনের জন্য তেমন কষ্ট দেশে থাকলেও কম নয়!!

দুঃখিত! অনেক কথা বলে ফেললাম!!

Praying Praying Praying
৩০ এপ্রিল ২০১৪ রাত ০২:১২
163381
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার এই মন্তব্য শুধু মন্তব্য নয় এটাই হক কথা এটাই বাস্তবতা অনেক ধন্যবাদ
215044
২৯ এপ্রিল ২০১৪ রাত ০৯:১৭
সুশীল লিখেছেন : ভালো লাগলো
২৯ এপ্রিল ২০১৪ রাত ০৯:২৭
163248
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সবসময়ের মত সাথে থাকে আপনাকে আন্তরিক ধন্যবাদ
215055
২৯ এপ্রিল ২০১৪ রাত ০৯:৩১
প্যারিস থেকে আমি লিখেছেন : আমাদের দেশে সব কিছু হয় মৌখিক বিশ্বাসের উপর তাই কাগুজে ডকুমেন্ট কিভাবে থাকবে।
২৯ এপ্রিল ২০১৪ রাত ০৯:৩৩
163253
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ফাসি ও হয়ে যাচ্ছে গরু চুর আর বউ পেটানোর মামলায় আসামীদের মুখের কথা শুনে
215066
২৯ এপ্রিল ২০১৪ রাত ০৯:৩৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এটাই আমাদের দেশের একটি বড় সমস্যা। কেউ কেউ আবার লিখিত ডকুমেন্ট কে অপমানজনক মনে করেন। অথচ হাদিস রয়েছে লেনদেন বা চুক্তির বিষয়কে লিখিত রাখার জন্য।
২৯ এপ্রিল ২০১৪ রাত ০৯:৩৯
163257
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কুরআন হাদিসই একমাত্র জীবন ব্যবস্থা যা শান্তি দিতে পারে আপনার মন্তব্য থেকে প্রমানিত ,,আলহামদুলিল্লাহ
215069
২৯ এপ্রিল ২০১৪ রাত ০৯:৪১
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া ।
৩০ এপ্রিল ২০১৪ রাত ০১:৫২
163371
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
215096
২৯ এপ্রিল ২০১৪ রাত ১০:৩০
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : প্রবাসীরা অনেক কাজ কারবার, সমস্যা, বিপদের মুখোমুখি। তোমার লেখা পড়ে অনেক জানছি। ধন্যবাদ বদ্দা
৩০ এপ্রিল ২০১৪ রাত ০১:৫৩
163373
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : তোমাকে ও অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য Good Luck Good Luck
215209
৩০ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৩৩
কেলিফোরনিয়া লিখেছেন : খুবই ভালো পোস্ট। আশা করি, অনেকের ভবিষ্যৎ পরিকল্পনায় কাজে লাগবে।
৩০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫৩
163710
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমরা সচেতন হলে অনেক কিছু সহজ হয় ,,ধন্যবাদ ভাইয়া Good Luck
১০
215419
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪৯
মামুন আব্দুল্লাহ লিখেছেন : প্রবাসীদের সমস্যা শুধুই প্রবাসীরাই বুঝে । অনেক ধন্যবাদ শেয়ার করার জন্যে ।ভালো থাকুন শাহীন ভাই ।
৩০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫৪
163711
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : প্রবাসীদের অনেক সমস্যা আছে যা আমি লিখার চেষ্টা করব ভাইয়া ,,অনেক ধন্যবাদ
১১
215719
০১ মে ২০১৪ রাত ০৪:০৮
প্রবাসী মজুমদার লিখেছেন : সামান্য স্বার্থের জন্য বিক্রী হওয়া আমরা জাতি হিসেবে বড় বিভক্ত, এটা স্বীকৃত। দেশ স্বাধীনের পর থেকেই কতগুলো দেশ প্রেমহীন নেতার নেতৃত্বে গড়ে উঠা আমরা সব জায়গায় বিভক্ত। ম্যানেজারের কাছেও তা্ই প্রমাণিত হল। ধন্যবাদ।
০১ মে ২০১৪ বিকাল ০৪:২৬
164228
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ম্যানেজারের কিছুই করার ছিল না কাগুজে ডকুমেন্ট জরুরি ছিল
১২
216101
০১ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
সালমা লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে, প্রবাসীদের সমস্যা গুলো শেয়ার করার জন্যে।
০১ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
164292
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সাথে থাকবেন আরো অনেক কিছু দেখবেন ,,অনেক ধন্যবাদ
১৩
217130
০৪ মে ২০১৪ সকাল ০৮:৩২
মোমের মানুষ লিখেছেন : এটা একটা দারুন শিক্ষনীয় পোস্ট হল। টাকা দিলে তার প্রমান থাকতে হবে
০৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
165582
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জি এটা এখন খুভ জরুরি। আমাদের দেশে মুখ দিয়ে অনেক কিছু করা হয় যা ঠিক না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File