ভূখন্ড ভাগ হওয়ার আগেই মানুষ হয়ে গেছে ভাগ
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৬ এপ্রিল, ২০১৪, ১১:৫৬:২০ রাত
সম্প্রতি খুলনা থেকে সিলেট ভূখন্ডের দাবি করে ভারতীয় জনতা পার্টি বিজেপির অন্যতম শীর্ষ নেতা সুব্রাহ্মনিয়ম স্বামী। সে সরাসরি বাংলাদেশের কাছে এক তৃতীয়াংশ ভূখণ্ড দাবি করেছে। সে বলেছে খুলনা থেকে সিলেট পর্যন্ত সমান্তরাল রেখা টেনে এই জমি ভারতের হাতে ছেড়ে দিক বাংলাদেশ।
তার এই আন্তর্জাতিক আইন লঙ্গন মূলক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের এক ভাগ মানুষ আর নিরব থেকেছে আরেক ভাগ।আন্তর্জাতিক রাজনীতি একটা বিশাল ফেক্ট হয়ে দাড়িয়েছে বর্তমান বিশ্ব রাজনীতিতে। আন্তর্জাতিকভাবে যে রাজনৈতিক দল বেশি সমৃদ্ধ সে ততটুকু প্রভাবশালী রাজনৈতিক অঙ্গনে কিন্তু বাংলাদেশে তার উল্টো। যে আওয়ামীলীগ ভারতের বিজেপি নেতার স্বাধীন বাংলাদেশের ভুখন্ড বিরোধী বক্তব্যের জবাব দিতে ক্ষমতা রাখেনা সে আওয়ামীলীগ বাংলাদেশের ক্ষমতাবান বা সরকার।
স্বাধীন বাংলাদেশের এক-তৃতীয়াংশ ভূখণ্ড দাবি করে ভারতের বিজেপি নেতা যে বক্তব্য দিয়েছেন তার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দেশের বিশিষ্ট নাগরিক ও বুদ্ধিজীবী ,বিএনপি ,জাময়াত ,জাগপা,মজলিস ,ইসলামী আন্দোলন ,জমিয়তে উলামায়ে ইসলাম সহ দেশের সকল রাজনৈতিক দল কিন্তু সে ক্ষেত্রে আওয়ামীলীগ নিরব ভুমিকা পালন করেছে। বিজেপি নেতার ভূখণ্ড দাবির প্রতিক্রিয়ায় মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ফেরদৌস আহমেদ কোরেশি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘ভারতের নেতারা বাংলাদেশ নিয়ে এ জাতীয় উদ্ভট দাবি থেকে যেন বিরত থাকেন। তা না হলে আমরাও অবিভক্ত বাংলার বাকি অংশ যেমন মুর্শিদাবাদ, মালদহ, ত্রিপুরা এবং আসামের অংশ ফেরত চাইবো। ভারতের রাজনৈতিক নেতার এমন হীন বক্তব্যে দেশের সর্বস্থরের জনগণ খেপেছে ফেসবুক ,টুইটার,ব্লগে দেশের যুবসমাজ তীব্র প্রতিবাদ করেছে।অনেক যুবক প্রতিবাদী কবিতা লিখেছে সংবাদপত্রের সম্পাদকরা সম্পাদকীয় লিখে নিন্দা জানিয়েছেন।সরকারের নিরবতায় দেশের মানুষ অবাক হয়েছে। প্রশ্ন উঠেছে সরকারের নিরবতা নিয়ে , প্রশ্ন উঠেছে সরকারের এমন হীন আচরণে। দেশের স্বাধীনতার কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেন সরকারের যে সকল প্রভাবশালী নেতারা তারা এখন মুখে তালা দিয়ে রেখেছেন কিন্তু কেন ?কার স্বার্থে ?কি কারণে ? স্বাধীন দেশের সরকার কেন পরাধীনতা পছন্দ করেন ?কেন বিদেশীদের চোখ রাঙানো কথা নিরবে সহ্য করেন ?যারা আমাদের পানির ন্যায্য হিস্যা দিতে চায় না যারা আমাদের সীমান্তে প্রতিদিন খুন করে যাচ্ছে তাদের সাথে কিসের এত ভালোবাসা ? ভারত আমাদের কাছ থেকে ভূখন্ড পাওয়ার আগেই তারা পেয়েগেছে একটি ইশারা ?
তাহলে কি ভারতের রাজনৈতিক নেতার বক্তব্য সফল হয়েছে বাংলাদেশীদের দুই ভাগ করতে ? যদি তাই হয় তাহলে বলতেই হবে ভূখন্ড ভাগ হওয়ার আগেই মানুষ হয়ে গেছে ভাগ। আর সেই ভাগ হওয়া দেশের জন্য কতটুকু ক্ষতিকর তা বলা বাহুল্য। স্বাধীন বাংলাদেশের ভূখন্ড নিয়ে যারাই চক্রান্ত করবে তাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন করতে হবে দলমত নির্বিশেষে। সকল জায়গায় রাজনীতি চলে না তবে সকল জায়গায় দেশের ভাবমূর্তির প্রশ্ন উঠবেই। দেশের ভুখন্ড রক্ষার সার্থে বিদেশী আগ্রাসনের মুকাবিলা করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বিষয়: বিবিধ
১১২০ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ ভাইয়া
মন্তব্য করতে লগইন করুন