মোটা গোঁফ
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২২ এপ্রিল, ২০১৪, ০৬:৫৮:৫০ সন্ধ্যা
সংযুক্ত আরব আমিরাত যেখানে লক্ষ্য লক্ষ্য বাংলাদেশী কিন্তু নেই একটি ও ইংরেজি পত্রিকা ,নেই বাংলাদেশী দৈনিক পত্রিকা আছে কিছু সাপ্তাহিক পত্রিকা তা ও শুধু দলীয় কানামাছি খেলার নিউজ নিয়ে ব্যস্থ।আমার পরিচিত দু তিন জন সাংবাদিক আছেন যারা প্রবাসীদের জন্য লিখতে ইচ্ছুক কিন্তু লিখার পরিবেশ তৈরা না থাকায় পত্রিকা না থাকে লিখতে পারতেছেন না।
আমার প্রবাস জীবনের প্রায় ৬ বছর প্রথম দিকে এখানে একটি সাপ্তাহিক পত্রিকাতে একটি কলাম লিখি পদ্ধা সেতুর দুর্নীতি নিয়ে,তার পর আরেকটি সাপ্তাহিক পত্রিকাতে ফ্রি সাংবাদিকতা করি অনেক দিন। সাংবাদিকতা ফ্রি আর টাকায় সেখানে আমার আপত্তি ছিল না ,কিন্তু সেই সাপ্তাহিক নামের পত্রিকা বাস্থবে মাসিক এমন কি কখনো দুই মাস পেরিয়ে গেলেও পত্রিকার খবর ছিল না ,এখন আছে কি না জানি না। আমি ও আর না নেই এই লাইনে।
এখানে বাংলাদেশী টেলিভিশনের প্রায় সবকটির সাংবাদিক রয়েছেন , কিন্তু পেশায় কেউই সাংবাদিক নয় সবাই নিজ চাকুরী কিংবা ব্যাবসা নিয়ে আছেন শুধু মাত্র দেশ থেকে রাজনৈতিক গোফ মোটা নেতারা আসলে কিংবা বৈশাখ ,ফাল্গুন আর কানামাছি খেলার সময় আসলে খবর সম্প্রচার করেন।
সংযুক্ত আরব আমিরাতে ভারত পাকিস্তানের একাদিক দৈনিক ও সাপ্তাহিক ইংরেজি ও তাদের জাতীয় ভাষার পত্রিকা রয়েছে। সেখানে তারা তাদের দেশের প্রবাসীদের সমস্যা নিয়ে সংবাদ পরিবেশন করে।তারা আমিরাতের জাতীয় সংবাদ প্রকাশ করে যা এখানকার সরকারের কাছে আপন হওয়ার অন্যতম মাধ্যম হিসেবে কাজ করে কিন্তু আমরা বাংলাদেশী শুধু মোটা গোঁফ ওয়ালাদের খবর নিয়ে ব্যস্থ থাকি , কবে একজন আসলেন আর কবে গেলেন এইসব হলো নাকি সাংবাদিকতার কাজ।
বিষয়: বিবিধ
১৩২৫ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো
মন্তব্য করতে লগইন করুন