পান্তা ভাত কি ?গামছা গলায় ঝুলানোর কারণ কি ?
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৫ এপ্রিল, ২০১৪, ১২:৩০:৫০ রাত
পান্তা ভাত কি ?গামছা গলায় ঝুলানোর কারণ কি ?এই দুটি প্রশ্ন যেমনটা সহজ উত্তর তার ঠিক উল্টো ।
পান্তা ভাত কি যদি জানতে ইচ্ছে হয়? তাহলে এক দিন পাশের বাড়ির গরিব এতিম ছেলেটির কিংবা মেয়েটির সকাল বেলার খাওয়ার দৃশ্য দেখা আসবেন ।
গামছা গলায় ঝুলানোর কারণ জানতে ইচ্ছে হলে ফজরের নামাজ আদায় করে ফসলের জমিতে গামছা দিয়ে কৃষকের শরীরের গাম মুছার দৃশ্য দেখে আসার অনুরুধ করি।
উপরের দুটি না করতে পারলে শুধু শুধু বৈশাখে মাতলামি না করাটাই শ্রেয়।
পান্তা ভাত মানে ৫ হাজার টাকা দিয়ে ইলিশ মাছ কিনে নাটক করা নয় !
হাজার টাকা দিয়ে গামছা কিনে গলায় ঝুলিয়ে নাটক করা মানে গামছার আসল রহস্য নয়।
বিষয়: বিবিধ
২০১০ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বুজেছি, অনেক শিখেছি। আর বস্তব জীবনে এই শিখার অবদান...এই মন্তব্যে বলে শেষ করা যাবে না।
আমদের মতো গরীব মানুষের সাথে মস্করা করা।
মন্তব্য করতে লগইন করুন