পান্তা ভাত কি ?গামছা গলায় ঝুলানোর কারণ কি ?

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৫ এপ্রিল, ২০১৪, ১২:৩০:৫০ রাত



পান্তা ভাত কি ?গামছা গলায় ঝুলানোর কারণ কি ?এই দুটি প্রশ্ন যেমনটা সহজ উত্তর তার ঠিক উল্টো ।

পান্তা ভাত কি যদি জানতে ইচ্ছে হয়? তাহলে এক দিন পাশের বাড়ির গরিব এতিম ছেলেটির কিংবা মেয়েটির সকাল বেলার খাওয়ার দৃশ্য দেখা আসবেন ।

গামছা গলায় ঝুলানোর কারণ জানতে ইচ্ছে হলে ফজরের নামাজ আদায় করে ফসলের জমিতে গামছা দিয়ে কৃষকের শরীরের গাম মুছার দৃশ্য দেখে আসার অনুরুধ করি।

উপরের দুটি না করতে পারলে শুধু শুধু বৈশাখে মাতলামি না করাটাই শ্রেয়।

পান্তা ভাত মানে ৫ হাজার টাকা দিয়ে ইলিশ মাছ কিনে নাটক করা নয় !

হাজার টাকা দিয়ে গামছা কিনে গলায় ঝুলিয়ে নাটক করা মানে গামছার আসল রহস্য নয়।



বিষয়: বিবিধ

১৯৯২ বার পঠিত, ৩০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

207960
১৫ এপ্রিল ২০১৪ রাত ১২:৩৮
ভিশু লিখেছেন : ভালো বলেছেন...Happy Good Luck
১৫ এপ্রিল ২০১৪ রাত ০১:২৯
156553
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ধন্যবাদ Good Luck Good Luck
207965
১৫ এপ্রিল ২০১৪ রাত ১২:৪৪
পবিত্র লিখেছেন : সুন্দর বলেছেন। Applause Applause
১৫ এপ্রিল ২০১৪ রাত ০১:২৯
156554
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ধন্যবাদ Good Luck Good Luck
207980
১৫ এপ্রিল ২০১৪ রাত ০১:২০
মাটিরলাঠি লিখেছেন : Rose Rose Rose Rose
১৫ এপ্রিল ২০১৪ রাত ০১:২৯
156555
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ধন্যবাদ Good Luck Good Luck
207985
১৫ এপ্রিল ২০১৪ রাত ০১:৪৮
এহসান সাবরী লিখেছেন : বড় হক্বকথা বলেছেন ভাই।
১৫ এপ্রিল ২০১৪ রাত ০১:৫৩
156569
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কিন্তু কে শুনে কার কথা ভাইয়া
207994
১৫ এপ্রিল ২০১৪ রাত ০২:৪১
সাদিয়া মুকিম লিখেছেন : হুম, ঠিক বলেছেন। শুকরিয়া!
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২৪
156845
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কিন্তু কে শুনে কার কথা
208004
১৫ এপ্রিল ২০১৪ রাত ০৩:৪০
সবুজেরসিড়ি লিখেছেন : ১০০% সত্য কথা বলেছেন . . .
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২৪
156847
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কিন্তু কে শুনে কার কথা
208014
১৫ এপ্রিল ২০১৪ সকাল ০৬:০৩
প্যারিস থেকে আমি লিখেছেন : ভালো কথা লিখেছেন।
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২৫
156848
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কিন্তু কে শুনে কার কথা ভাইয়া~:>
208037
১৫ এপ্রিল ২০১৪ সকাল ১০:০১
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : পান্তা ভাত খেতে বৈশাখ লাগেনা। আমি প্রতিদিন সকালেই পান্তা ভাত খাই। Love Struck Bring it On Bring it On
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২৫
156850
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কিন্তু ভাই যারা জীবনে খায় নাই আর বৈশাখে নাটক করে তাদের এগুলো দেখলে অনেক কষ্ট লাগে
208092
১৫ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪১
কেলিফোরনিয়া লিখেছেন : এটা বুঝার জন্য, বাবা আমাকে দু বছরের জন্য গ্রামে পাঠিয়ে ছিলেন।
বুজেছি, অনেক শিখেছি। আর বস্তব জীবনে এই শিখার অবদান...এই মন্তব্যে বলে শেষ করা যাবে না।
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২৫
156851
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কিন্তু ভাই যারা জীবনে খায় নাই আর বৈশাখে নাটক করে তাদের এগুলো দেখলে অনেক কষ্ট লাগে Good Luck Good Luck
১০
208179
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ০২:১০
আলোর আভা লিখেছেন : সুন্দর কথা বলেছেন ।
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২৫
156852
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কিন্তু কে শুনে কার কথা
১১
208380
১৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পান্তা খাইয়া বদ হজম হইলে গামছাটার দরকার হবে মনে হয়।
১৫ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৮
157041
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দেখবেন ট্রাই করে
১২
208444
১৫ এপ্রিল ২০১৪ রাত ০৯:৪৯
জবলুল হক লিখেছেন : পান্তা ভাত আর গামছা পরা
আমদের মতো গরীব মানুষের সাথে মস্করা করা।
১৫ এপ্রিল ২০১৪ রাত ০৯:৫৯
157103
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : তাই ওদের বলছি পারলে উপরের দুটি কাজ করে দেখাক
১৩
208576
১৬ এপ্রিল ২০১৪ রাত ০৪:০০
শেখের পোলা লিখেছেন : আমাদের বঙ্গবীর বোধহয় কখনও ঘাম মোছা দেখে থাকবেন, তই গলায় গামছা রাখেন৷ তবে বাংলায় একটা কথা আছে, গলায় গামছা দিয়ে আদায় করা৷ তাই হয়তো অগ্রিম গামছাটা দিয়ে রাখে৷ আর পান্তা যারা খায় তারা স্বভাবে নয় অভাবে খায়৷ বৈশাখীর এটা গরীবকে উপহাস করা ছাড়া আর কিছূ নয়৷
১৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪৭
157501
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার সাথে একমত Good Luck
১৪
209788
১৮ এপ্রিল ২০১৪ রাত ১১:৫৭
অজানা পথিক লিখেছেন : চিন্তায় হিট করার মত কথা বলেছেন। ধন্যবাদ
১৯ এপ্রিল ২০১৪ রাত ১২:০৪
158230
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ধন্যবাদ ভাইয়া
১৫
209955
১৯ এপ্রিল ২০১৪ সকাল ১১:২৭
বিন হারুন লিখেছেন : পান্তাভাতে বাঙালী সংস্কৃতি ঢেউ খেলে, গরম ভাত কি দোষ করল. অথচ ছোট বচ্চাকে যখন ভাত খাওয়া শেখায় তখন তো প্রথমে পান্তা ভাত খাওয়ায় না.
১৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:২৩
158649
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : তাইতো ,,,আসলে ভাইয়া ওরা নাটক জানে নাটকের মূলে কি রয়েছে সেটা জানে না

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File