গুলি কর
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১০ এপ্রিল, ২০১৪, ০৪:৪৮:৩৫ বিকাল
গুলি করে মেরে ফেল দেশের মেধাবীদের ,
গুলে করে মেরে ফেল দেশ প্রেমিকদের ।
গুলে কর ঠিক বুকের মধ্য খানে.
গুলি কর কলিজা বরাবর ।
কুকুরের মত করে দে কামড় মেধাবীদের পায়ে ,
জানোয়ারের মত তাড়া কর মেধাবীদের ।
মেধাবীদের এ দেশে থাকার অধিকার নেই।
দেশ প্রেমিকদের এ দেশে থাকার অধিকার নেই ।
এ দেশে শুধু সন্ত্রাসীদের জন্য বসবাসের যোগ্য করা হবে ,
শুধু খুনিদের জন্য উন্মুক্ত করা হবে !!
বিষয়: বিবিধ
১৩১২ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গুলি করে মার, যত পার তত।
গুলি করার পরে, পিছু ফিরে তাকাবিনা,
হাত দিয়ে দেখবিনা, আমার বুকের ক্ষত।
তোরাই আমার ভাই ছিলি, বন্ধু ছিলি যত।
হাত দিয়ে দেখ বুকের ভেতর, দালাল হয়ে রইলি বেঁচে,
মানুষ হলি নাতো।
ফ্রি রেলের টিকেট দিয়া শুরু হলো। এরপর বোধহয় ফ্রি জামাই সরবরাহ শুরু হবে।
মন্তব্য করতে লগইন করুন