ছোটদা কই যাইবা ? Rose Broken Heart Rolling Eyes

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৯ এপ্রিল, ২০১৪, ০৬:২৫:৫৫ সন্ধ্যা

পোস্ট টি ব্লগার "আলমগীর মুহাম্মদ সিরাজ"কে উদ্দেশ্য করে লিখেছি সে একটি পোস্ট দিয়েছে " বিদায় হে মোর " শিরোনামে।

ছোটদা কই যাইবা ?

যাওন টাওন চলবে না ,

আমরা সেটা মানব না।

লিখতে হবে ,

মনের আপন রঙ্গে !!

ছোটদা অনেক ধন্যবাদ তোমাকে এই ছোট্র মানুষটিকে আপন করে নেওয়ার জন্য।

তুমি কিছু পোস্ট দিয়েছিলে ব্লগের সমালোচনা করে সেটা তো ভালো কথা ,,সমালোচনা কখনো খারাপ হয় না বা আপন জনের বিপক্ষে যায় না বরং পক্ষে যায়।

আমার মতে টুডে ব্লগ তোমাকে তাদের সমালোচক হিসেবে গ্রহণ করেছে দুশমন নয়।

তুমি কি দেখো নি সেদিন একটি পোস্ট দিয়েছিলে "সিবিএফ চট্টগ্রামের চা চক্র"সেটা নির্বাচিত হয়েছে টুডে ব্লগ তোমার বন্ধু ,শত্রু নয়।

আমাদের সবার প্রিয় টুডে ছেড়ে আমরা কোথায় যেতে পারিনা। যদি টুডে ছেড়ে যাওয়া হয় সেটা হবে টুডের সাথে প্রতারণা ,কারণ যে ব্লগ আমাদের জন্য অনেক কষ্ট করতেছে বারবার সরকার ব্লগ কে বন্ধ করার পায়তারা করতেছে আর ব্লগ সেটার বিরুদ্ধে লড়তেছে শুধু আমাদের জন্য।

বিষয়: বিবিধ

১৩৫৩ বার পঠিত, ৩৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

205205
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৩৫
শিশির ভেজা ভোর লিখেছেন : আমাদের সবার প্রিয় টুডে ছেড়ে আমরা কোথায় যেতে পারিনা। যদি টুডে ছেড়ে যাওয়া হয় সেটা হবে টুডের সাথে প্রতারণা ,কারণ যে ব্লগ আমাদের জন্য অনেক কষ্ট করতেছে বারবার সরকার ব্লগ কে বন্ধ করার পায়তারা করতেছে আর ব্লগ সেটার বিরুদ্ধে লড়তেছে শুধু আমাদের জন্য।

সত্যি চমৎকার বলেছেন। অনেক ধন্যবাদ
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
154125
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ ভাইয়া Good Luck Good Luck
205212
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৩৯
শেখের পোলা লিখেছেন : সহমত৷
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
154127
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ধন্যবাদ ভাইয়া Good Luck Good Luck
205223
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
প্রবাসী আশরাফ লিখেছেন : টুডে ব্লগে ভাল মানের লেখা যত আসবে পাঠকের+ব্লগারের সংখ্যা তত বাড়বে...সেই ক্ষেত্রে প্রিয় মডারেটরের রয়েছে অনেক গুরুত্বপূর্ন ভূমিকা। তারা ব্লগটাকে যত আকর্ষনীয় করে তুলবে ততই জনপ্রিয়তা বাড়বে।
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০১
154151
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন ভাইয়া Good Luck Good Luck
205224
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০১
অজানা পথিক লিখেছেন : সিরাজ ভাই কৈ?
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০৫
154154
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হেতে নাকি গেছে গা আর আইসব না Clown Clown Crying Crying
205225
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০২
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : জাজাকাল্লা খাইরান.. অনেক ভালো লাগলো পড়ে। টুডের প্রতি দেখি সবারই টান আছে। Big Hug Big Hug Big Hug
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
154153
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জি সবার টান আছে Good Luck Good Luck
205233
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০৫
টোকাই বাবু লিখেছেন : হুম . . .ঠিক তাই।।।
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০৬
154155
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হুম ,,ভাইয়াGood Luck Good Luck
205238
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১০
সিটিজি৪বিডি লিখেছেন : সবাই থাকবে...কেউ যাইতে পারবে না..রশির ব্যবস্থা করেন..বাইন্ধা রাখুম
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১১
154158
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এই পোস্টার পর যদি চলে যেতে চায় আর কিছু করার নেই
205254
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
ফাতিমা মারিয়াম লিখেছেন : সমস্যা কি??? আমিতো কিছুই বুঝলামনা Sad
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৮
154174
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ব্লগে আমি আছি , থাকতে চাই , সবাইকে ও সাথে চাই
205261
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। বেটা যাইব কই ? দেহেনত ওর কান দুইটা লগে আছে নি ।
আমি দাদা যেখানে আছি সেখানে ওরেও থাকতে অইব ।
এই আমার চশমাডা আর লাডিডা ল ।
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
154179
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দিলাম দাদা আইননের চশমা Tongue Tongue
১০
205279
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৭
আঁধার কালো লিখেছেন :
সত্যি চমৎকার বলেছেন। অনেক ধন্যবাদ ।
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
154180
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Good Luck Good Luck Good Luckআপনাকে ও অনেক ধন্যবাদ
১১
205283
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
১২
205306
০৯ এপ্রিল ২০১৪ রাত ০৮:০০
অনেক পথ বাকি লিখেছেন : অনেক ধন্যবাদ ভাইয়া । ভালো লাগলো ।
০৯ এপ্রিল ২০১৪ রাত ০৮:০১
154185
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমাদের অনেক পথ বাকি তাই আমরা ব্লগে লিখা ছেড়ে দিতে পারিনা
১৩
205317
০৯ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৪
নিভৃত চারিণী লিখেছেন : নিজে লিখতে পারিনা তো কি হয়েছে! আপনাদের লেখা পড়বো। Smug Smug Smug
০৯ এপ্রিল ২০১৪ রাত ০৮:২২
154190
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনি অনেক ভালো লিখেন
১৪
205372
০৯ এপ্রিল ২০১৪ রাত ০৯:১০
০৯ এপ্রিল ২০১৪ রাত ০৯:১১
154247
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভাবি দেশে তাই নিজেই আন্ডা বাজি করে খাচ্ছেন Tongue Tongue Tongue
১৫
205481
১০ এপ্রিল ২০১৪ রাত ০২:৫৪
ভিশু লিখেছেন : Smug
ভালো লাগ্লো...Happy Good Luck
১১ এপ্রিল ২০১৪ রাত ০১:২০
154780
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ধন্যবাদ Good Luck Good Luck
১৬
205530
১০ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৪৬
ইশতিয়াক আহমেদ লিখেছেন : হেতেরে দঁড়ি দিয়া বাইন্দা ওইলেও রাহেন। আমাদের ছাইড়া যাইবো কই?
১১ এপ্রিল ২০১৪ রাত ০১:২০
154781
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দঁড়ি নিয়ে আহেন
১৭
205904
১১ এপ্রিল ২০১৪ রাত ১২:১৮
নূর আল আমিন লিখেছেন : নো যাওয়া যাওয়ি নো চুদুর ভুদুর
১১ এপ্রিল ২০১৪ রাত ০১:২০
154782
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Tongue Tongue Tongue Tongue Crying Crying
১৮
205959
১১ এপ্রিল ২০১৪ রাত ০২:১৭
আলোর আভা লিখেছেন : যেতে নাহি দিব । যেতে নাহি দিব । ‘ সবে
কহে ‘ যেতে নাহি দিব ‘ । তৃণ ক্ষুদ্র অতি
তারেও বাঁধিয়া বক্ষে মাতা বসুমতী
কহিছেন প্রাণপণে ‘ যেতে নাহি দিব ‘ ।
আয়ুক্ষীণ দীপমুখে শিখা নিব-নিব ,
আঁধারের গ্রাস হতে কে টানিছে তারে
কহিতেছে শত বার ‘ যেতে দিব না রে ‘
১১ এপ্রিল ২০১৪ রাত ১০:৪৩
154962
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ধন্যবাদ Good Luck Good Luck
১৯
206334
১২ এপ্রিল ২০১৪ সকাল ১১:১০
বিন হারুন লিখেছেন : পিলাচ
১২ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০০
155170
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ধন্যবাদ
২০
207104
১৩ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪৭
আফরা লিখেছেন : ভালো লাগলো ।
১৩ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৫২
155663
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File