আমার গন্তব্য
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৮ এপ্রিল, ২০১৪, ১০:৫৭:৫৫ রাত
আমার গন্তব্য কঠিন পথে
যেতে হবে অনেক কষ্ট করে ।
বিপদ আসবে অনেক সামনে।
চলতে গিয়ে হুচট খেতে হবে বারেবারে ,
দেখে অনেকে হাসবে হা হা করে !!
অনেকে আমার আহত শরীর দেখে মশকরা করবে।
তারপরও আমাকে
চলতে হবে ,
যেতে হবে ,
আমার গন্তব্যে।
আমি পৌঁছাতে চাই আমার গন্তব্যে।
মানুষ হাসলে হাসবে ,
আমার কি আসে যায় তাতে ?
আমি যেতেই হবে আমার গন্তব্যে
বিষয়: বিবিধ
১৫৫৪ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার কি আসে যায় তাতে ?
আমি যেতেই হবে আমার গন্তব্যে
সব ভুলে সামনে চল,
মনে যদি না থাকে ভয়
আমি জানি হবে জয়
হবেই জয়।
অনেক ধন্যবাদ বদ্দা সুন্দর লেখার জন্য
মানুষ হাসলে হাসবে ,
আমার কি আসে যায় তাতে ?
আমি যেতেই হবে আমার গন্তব্য
গল্পটি পড়ে ভাল লাগল তাই কপি করলাম ।
ফাদলুম্মিনাল্লাহি ওয়া ফাতহুন ক্বারীব...ইনশাআল্লাহ!
নুঝুলাম্মিন গাফুরুর রাহীম...
ফাদলুম্মিনাল্লাহি ওয়া ফাতহুন ক্বারীব...ইনশাআল্লাহ!
নুঝুলাম্মিন গাফুরুর রাহীম...
মন্তব্য করতে লগইন করুন