দেশের টকশো
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৬ এপ্রিল, ২০১৪, ০৮:১৮:৫৮ রাত
দেশের রাজনীতিতে টকশো রাজনীতি একটা ফেক্ট হয়ে দাড়িয়েছে।প্রতিদিন দেশের সকল বেসরকারী টেলিভিশনে রাজনৈতিক নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসা হয় রাজনৈতিক আলোচনা করার জন্য।তারা সেখানে তাদের নিজ দলের পক্ষে কথা বলেন নিজ দলের প্রচারণা করার একটা জায়গা পেয়ে কাজে লাগান ,পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলের বিপক্ষে মিথ্যে রটাতে সক্ষম হচ্ছেন।
টকশো আলোচনা এখন দেশের জনগনের কাছে একটা প্রভাব দেখাতে সক্ষম হয়েছে। আমরা দেখেছি আওয়ামীলীগ ,বিএনপির পাশাপাশি এমন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আনা হয় টকশোতে আলোচনা করার জন্য , যাদের সারা বাংলাদেশে ১০০ কর্মী নেই ,দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচনে যাদের একজন প্রার্থী পাস করার মত জনসমর্থন নেই। অথচ দেশের প্রধান ইসলামিক দল ও দেশের রাজনীতিতে তৃতীয় শক্তি জামায়াতে ইসলামীর কোনো নেতাকে আমন্ত্রণ করা হয় না। কিন্তু সেটা উচিত নয় দেশের রাজনৈতিক সকল দলের অধিকার আছে দেশের মানুষের কাছে তাদের অবস্থান জানান দেওয়ার আর এ ক্ষেত্রে মিডিয়া সহায়ক ভূমিকায় থাকার কথা। কিন্তু আমাদের বাংলাদেশ সে ক্ষেত্রে ভিন্ন শুধু তাই নয় দেশের মিডিয়া এখন একপেশী আচরণ করে। কোনো রাজনৈতিক দলের বিরোদ্ধে দিনের পর দিন বছরের পর বছর বক্তব্য দিয়ে আসবে টেলিভিশনের টকশো থেকে অথচ সেই দলটিকে ডিফেন্স করতে ও দেবেন না সেটা হয় না এমনকি সেটা অন্যায়।
তাই বাংলাদেশের সকল বেসরকারী টেলিভিশনে অন্যান্য দলের সাথে জামায়াতেরও একজন বক্তা রাখতে হবে তখন দেশের মানুষ সঠিক জানতে পারবে বুঝতে পারবে।আমরা জামায়াতের কথা ও শুনতে চাই জানতে চাই তাদের অবস্থান বুঝতে চাই তাদের বিরোদ্ধে হাজারো অপবাদের জবাবে তাদের বক্তব্য। একপেশী বক্তব্য কোনো কাজের নয় বা দেশের মানুষের কাছে গ্রহণ যোগ্যতা পাবে না।
বিষয়: বিবিধ
১১৯৪ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন