দেশ কি সুস্থ আছে ? Thinking

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৩ এপ্রিল, ২০১৪, ০৭:১৫:৪৫ সন্ধ্যা



বাংলাদেশ যে অসুস্থ হয়ে পরেছে তার বাস্থব প্রমান পেয়ে যাবেন নিজের আশপাশ ভালো করে দেখে নিলে।দেশের অবস্থান সম্পর্কে প্রত্যেক জনগণ তার নিজের অবস্থান চিন্তা করলে পেয়ে যাবে রিপোর্ট।আমাদের দেশ কি রকম অসুস্থ হয়ে পরেছে ? সেই রকমটা একটা পাহাড়ের মত বিশাল।দেশের শিশু থেকে শুরু করে বৃদ্ধ আমরা সবাই অসুস্থ পরিবেশের সাথে যুদ্ধ করে যাচ্ছে প্রতিদিন। আমরা সবাই ভয়ে থাকি সব সময় কখন কোন দিক থেকে গুলি আসে আর আমার জীবন কেড়ে নেয় ?

২০১৩ সালে রাজনৈতিক সহিংসতাসহ বিভিন্ন দুর্ঘটনায় মোট ১১০৪ জন শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন নাম একটি সংস্থা। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে তারা একটি সংবাদ সম্মেলন করে সেটা জানিয়েছে।দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রগুলোকে উৎস ধরে এ বার্ষিক প্রতিবেদনে জানানো হয়, ২০১৩ সালে ১১০৪ জন শিশু নিহত হয়েছে। ওই বছর রাজনৈতিক সহিংসতার শিকার হয়েছে ১৫৬ জন শিশু। এদের মধ্যে ৪১ জন নিহত এবং ১০৭ জন মারাত্মকভাবে আহত হয়েছে।

সবচেয়ে বেশি সংখ্যক ৫০২ জন শিশু মারা গেছে পানিতে ডুবে। সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ২৬৬ জন। ৪৮ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।

প্রতিবেদনে আরো জানানো হয়, গত বছর সারাদেশে ২৬৭ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে মারা গেছে ১২ জন ও ২৩৯ জন গুরুতর আহত হয়ে চিকিৎসা নিয়েছে। ১৬৬ জন শিশু বিভিন্ন কারণে আত্মহত্যা করেছে এবং ২৬৪ জন শিশুকে শারীরিক নির্যাতন করা হয়েছে। ২০১৩ সালে শিশু অপহরণের ঘটনা ঘটেছে ৯০টি। এর মধ্যে ২ জনকে অপহরণের পর হত্যা করা হয়েছে।

মানুষের জন্য ফাউন্ডেশনের বার্ষিক প্রতিবেদনটি পড়ে দেশের বাবা - মা নিশ্চিত চিন্তিত ,নিজ জন্ম ভূমিকে তাদের শিশুর জন্য নিরাপদ তো নয়ই উল্টো আতঙ্কের দেশ মনে করতেছেন ?

একটি স্বাধীন দেশের এই অবস্থা যখন দেখা যাচ্ছে ঠিক তখন দেশের জনগনের রায়্হীন আওয়ামী সরকার বলে দেশে নাকি সুষ্ট পরিবেশ রয়েছে , তখন এই বক্তব্যকে বেফাস বলা ছাড়া কিছুই থাকে না।

২০১৩ সালের শুধু মাত্র রাজনৈতিক সহিংসতার শিকার হয়েছে ১৫৬ জন শিশু ,এই শিকার হওয়া প্রমান করে ২০০৮ সালের নির্বাচনে নির্বাচিত হয়ে আওয়ামী সরকার সম্পূর্ণ ব্যার্থ ছিল দেশ পরিচালনার ক্ষেত্রে।প্রতিবেদনে আয়ামী সরকারের ব্যর্থতা স্পষ্ট হয়ে গেছে।প্রতিবেদনে যে কথাটি বলা হয় নাই সেটা হলো আওয়ামী সন্ত্রাসীদের হাতে শিশুরা নিহত হওয়ার কথা। আওয়ামীলীগের ছাত্র সংঘঠন ছাত্রলীগের নিজেদের মধ্যে একাদিক মারামারিতে অনেক শিশুর বুকে গুলি লেগে মৃত্যু হয়েছে ।যে দেশের সরকার শিশুদের নিরাপত্তা দিতে পারেনা সেই সরকার কি করে দেশ পরিচালনা করবে ? আর সেই ব্যার্থতা বুঝেই আওয়ামীলীগ ২০১৪ সালে জনগনের ভোটের অধিকার কেড়ে নিয়ে বিনা ভোট সরকার গঠন করেছে।দেশের রাজনৈতিক আবহাওয়া বার্তা দিচ্ছে দেশে অপেক্ষামান রাজনৈতিক অহিকারের আন্দোলনে আরো সহিংসতা হবে।কিন্তু দেশের জনগণ সহিংসতা চায় না ,সুন্দর ও শান্তিময় পরিবেশ চায়। বাবা -মা তার সন্তানের জন্য একটি হাস্যজ্জল আবহায়ার পরিবেশ চায়।

দেশের জনগনের রায়্হীন সরকারের করণীয় হবে দেশের জনগনকে শান্তির পরিবেশ দেওয়ার স্বার্থে সহিংসতা থেকে বাঁচিয়ে রাখার স্বার্থে নির্বাচন দিয়ে দেশের পরিবেশকে শান্তিময় করা। দেশের জনগণ ব্যার্থদের হাত থেকে রক্ষা পেতে চায়।দেশের জনগণ অসুস্থ বাংলাদেশর পরিবর্তে সুস্থ বাংলাদেশ চায়।



বিষয়: বিবিধ

১৪৩২ বার পঠিত, ৩২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

202184
০৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২১
বিন হারুন লিখেছেন : এখন রিক্সা-সাইকেল থেকে নাকি টেক্স নেওয়া শুরু হয়ে গেছে. সামনে মনে হয় হাসি-কান্নার জন্যও টেক্স দিতে হবে.
০৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
151786
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ব্লগে লিখলে ও কি টেক্স লাগবে ?
202188
০৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
মোহাম্মদ লোকমান লিখেছেন : অত্যন্ত দুঃখজনক ঘটনাগুলো ঘটে যাচ্ছে আমাদের দেশে। জানিনা এসবে থেকে আমরা কখনো মুক্তি পাবো কি না।
০৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
151784
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কিন্তু আমাদের মুক্তি পাওয়ার জন্য লড়তে হবে।
ভাইয়া দেশের অবস্থা দেখে কষ্ট লাগেStraight Face
202191
০৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৩
সুমাইয়া হাবীবা লিখেছেন : আপনার টেনশন দেখে আমিও টেনশন করিয়া আমাদের অর্থমন্ত্রীর কাছে গেসিলাম। উনি কহিলেন- এত বিশাল একটা জনসংখ্যার সংখ্যার কাছে এই সংখ্যা কিছুই না! এটা কোন ব্যাপারই না। অমন হইয়াই থাকে! Worried
এখন নিজের মাথার চুল ছিড়তে মনচায় যে ক্যান টেনশন করলাম! At Wits' End At Wits' End Crying
০৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৬
151783
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দেশকি তাহলে মখা আর মালদের কারণে রসাতলে যাবে ?
202201
০৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৪
ফাতিমা মারিয়াম লিখেছেন : খুবই দুঃখজনক Sad
০৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
151789
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জি খুবই দুঃখজনক ,ধন্যবাদ
202214
০৩ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৫
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : না নাই! প্রমাণ উপরে দিছেন তো!
০৩ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৪
151808
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভাই দেশ গেছে Worried Worried
০৩ এপ্রিল ২০১৪ রাত ০৮:৩৬
151825
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : দেশ আছে, ভালো মানুষ গেছে...
০৩ এপ্রিল ২০১৪ রাত ০৯:২২
151866
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হুম
202220
০৩ এপ্রিল ২০১৪ রাত ০৮:১১
ফেরারী মন লিখেছেন : দেশের জনসংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। কাজেই মরে কিছুটা কমলে ক্ষতি কি?
০৩ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৩
151807
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দেশ বিরোধী মন্তব্য থেকে দুরে থাকুন,দেশের মানুষকে ভালো বাসতে শিখুন
০৩ এপ্রিল ২০১৪ রাত ০৮:২৩
151816
ফেরারী মন লিখেছেন : বাপসরে রাজাকারের মুখে এখন দেশপ্রেমের কথা। লজ্জা পেলুম
০৩ এপ্রিল ২০১৪ রাত ০৮:৩৮
151827
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : নিজেকে রাজাকার পরিচয় দিয়েছেন এই মন্তব্যের মাধ্যমে
202230
০৩ এপ্রিল ২০১৪ রাত ০৮:২৩
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : উদ্বেগজনক
০৩ এপ্রিল ২০১৪ রাত ০৮:৩৮
151828
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হুম ,কষ্ট লাগে Worried
202249
০৩ এপ্রিল ২০১৪ রাত ০৮:৫২
শেখের পোলা লিখেছেন : "অধিক আশা যার, ভাতার মরে তার৷"আমাদের আকাঘ্ঙার শেষ ছিলনা, ছয় দফা দিয়ে এখন বেশ সুখেই আছি বলতে হবে৷ কথায় আছে "বলিতো মা মার খায় আর না বলিতো বাপ বেঙ খায়৷"
০৩ এপ্রিল ২০১৪ রাত ০৯:০৫
151854
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হুম
202355
০৪ এপ্রিল ২০১৪ রাত ০৩:১২
ভিশু লিখেছেন : সুস্থ্য তো অন্নেক দূরররে... > > >
দেশ এখন লাইফ সাপোর্টে... Sad
০৪ এপ্রিল ২০১৪ রাত ০৯:৫৯
152050
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন ভাইয়া
১০
202376
০৪ এপ্রিল ২০১৪ সকাল ০৫:৪০
প্যারিস থেকে আমি লিখেছেন :
সর্ব অংগে ব্যথা
ঔষোধ দেবেন কোথা ?
০৪ এপ্রিল ২০১৪ রাত ১০:০০
152051
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হুম ,ঔষোধ দেবেই বা কে ?
১১
202556
০৪ এপ্রিল ২০১৪ রাত ১০:৫৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দেশ ১০০% সুস্থ আছে।


শুধু দেশের মানুষরা অসুস্থ।
০৪ এপ্রিল ২০১৪ রাত ১১:৫৫
152072
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হুম , ধন্যবাদ
১২
202699
০৫ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩০
আফরা লিখেছেন : ভিশু লিখেছেন : সুস্থ্য তো অন্নেক দূরররে... > > >
দেশ এখন লাইফ সাপোর্টে..

দেশ ১০০% সুস্থ আছে।


শুধু দেশের মানুষরা অসুস্থ।


আমি কিছু বলতে চাই না ।
০৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৪৭
152315
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দেশের মানুষ অসুস্থ হলে দেশ কেমনে ভালো হয় ?
ধন্যবাদ কপি করে মন্তব্য করায় Tongue
১৩
203036
০৫ এপ্রিল ২০১৪ রাত ১১:১৩
সবুজেরসিড়ি লিখেছেন : হু দেশ এখন লাইফ সাপর্টে টিকে আছে কত দিন কে জানে . .. .
০৫ এপ্রিল ২০১৪ রাত ১১:৩৭
152448
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দেশের অবস্থা দেখে কষ্ট হয় ভাইয়া
১৪
203352
০৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১৭
ইবনে আহমাদ লিখেছেন : কেন আপনার কষ্ট লাগে কেন?
দেশতো চলছে। শিশু যাদের নিহত হয় - তারাতো সুশীল সমাজের বা বামপন্থী কারোর নয়। দেখলেন না - নারায়নগন্জের এক রাব্বি হত্যা কত কিছু হল।
মাহমুদুর রহমানের কথাই সত্য। মুসলামান হলে তাদের মানবাধিকার নেই।
০৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৫৫
152685
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হে ভাইয়া মুসলামান হলে তাদের মানবাধিকার নেই।Worried

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File