ফ্ল্যাশ মব (চার ছক্কা হৈ হৈ )
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০১ এপ্রিল, ২০১৪, ০৮:১০:৪৩ রাত
চার ছক্কা হৈ হৈ
আঁর ছকিনা গেল কই ?
ও ছকিনা জলদি আহো।
ফ্ল্যাশ মবে নাইচ্চা নাইচ্চা
আগে বাড়ো।
চার ছক্কা হৈ হৈ
তোমায় ছাড়া কেমতে রই ?
রাখো তোমার কলম বই।
ফ্ল্যাশ মব কত্ত মজা ,
সেটা কেমতে কই ?
চার ছক্কা হৈ হৈ
ছকিনা তুমি দেখো চাহিয়া ?
মাইয়া পোলা কেমতে নাচে কমর নাড়াইয়া ?
আহ জলদি আহো ,মোর পাশে আহো !
ফ্ল্যাশ মবে নাচ শুরু কর !!
চার ছক্কা হৈ হৈ
মোর ছকিনা নাচবে না
হিজাব পরিহার করবে না
ফালতু সংস্কৃতি মানবেনা।
এই হলো আমার প্রাণের ছকিনা !!
বিষয়: বিবিধ
১৪৫১ বার পঠিত, ৩৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রাস্তাঘাটে গড়াগড়ি,
এই না হলে স্বাধীন দেশ,
আয় জুলেখা আয় ছকিনা
বল্টু পল্টুও বাদ যাবেনা,
নেচে গেয়ে মেটা খায়েশ৷
রাস্তাঘাটে গড়াগড়ি,
এই না হলে স্বাধীন দেশ,
আয় জুলেখা আয় ছকিনা
বল্টু পল্টুও বাদ যাবেনা,
নেচে গেয়ে মেটা খায়েশ৷
রিপোর্ট করুন
এইটা নাকি ফ্ল্যাশ করছে...
মন্তব্য করতে লগইন করুন