কে পাশে দাঁড়াবে ? ( ছবি ব্লগ )

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১১ মার্চ, ২০১৪, ১২:০৯:৪৫ রাত

কে পাশে দাঁড়াবে তাদের ?পথ শিশুরা মাদক সেবন করে যায় বিনা বাধায়। সমাজের অনেকেই অনেক রকম উন্নয়ন মূলক কাজ করে নাম কামাচ্ছেন ,লম্বা লম্বা লেকচার দিচ্ছেন কিন্তু সমাজের কি উন্নয়ন হয়েছে ?



মাদক সেবনের একটি পদ্ধতি ।



মাদক সেবনের একটি পদ্ধতি ।



যেখানে সেখানে ওরা মাদক সেবন করতে পারে।



মাদক সেবনের একটি পদ্ধতি ।



এই ছবি কি বলে ?

বিষয়: বিবিধ

১৩৫৯ বার পঠিত, ৩৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

190194
১১ মার্চ ২০১৪ রাত ১২:৩৩
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : পাশে দাঁড়িয়ে লাভ নাই, তোমারেও খাওয়াইয়া দিবে। ওদেরকে পাশে আনতে হবে...
১১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১০
141640
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : তাই নকি ?কিন্তু কে আনবে পাশে ?
১১ মার্চ ২০১৪ রাত ০৮:০০
141678
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : এটাই তো আসল কথা। আমি ফেইসবুকে একবার একট‍া পোস্ট দিয়ে ছিলাম- ‘আমাদের বাংলাদেশে কথা বলার জন্য কোটি কোটি মুখ আছে কিন্তু কাজ করার জন্য উপযুক্ত দুটি হাতের বড়ই অভাব।’
190201
১১ মার্চ ২০১৪ রাত ০১:১৩
প্যারিস থেকে আমি লিখেছেন : আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : পাশে দাঁড়িয়ে লাভ নাই, তোমারেও খাওয়াইয়া দিবে। ওদেরকে পাশে আনতে হবে...
১১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১০
141641
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কিন্তু কে আনবে পাশে ?
190209
১১ মার্চ ২০১৪ রাত ০২:০৭
ইকুইকবাল লিখেছেন : কি ভয়ংকর!!!
১১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১০
141642
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জি হা
190246
১১ মার্চ ২০১৪ রাত ০৩:৩৮
ধ্রুব নীল লিখেছেন : বাকহীন। আল্লাহ্‌ সহায় হোন।
১১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১০
141643
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Praying Praying
190298
১১ মার্চ ২০১৪ সকাল ০৯:০৩
বাংলার দামাল সন্তান লিখেছেন : কি বলবো ভাই যখন এরা মানুষের কাছে টাকা চায় তখন তাদেরকে কেউ যদি বলে কাজ করবি, তখন তারা টাকা না নিয়েই চলে যায়।
১১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১২
141644
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : তারপরও ওদেরকে সমাজের সাথে যুক্ত করতে হবে ,ওরা এখন সমাজ থেকে দুরে কিন্তু কেন ?
190318
১১ মার্চ ২০১৪ সকাল ০৯:৩২
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : এই সবের জন্য মা-বাবাই দায়ী
১১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১২
141645
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : শুধু মা বাবা নয় সমাজ দায়ী
190319
১১ মার্চ ২০১৪ সকাল ০৯:৩৩
ফাতিমা মারিয়াম লিখেছেন : দুঃখজনক Sad Sad Sad
১১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৩
141646
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জি হা
190336
১১ মার্চ ২০১৪ সকাল ১০:৩২
বিন হারুন লিখেছেন : বড়'রা ওদের নাম ভাঙিয়ে ব্যবসা করেন, কিন্তু ওদের উন্নয়নের জন্য কিছু করার মানসিকতা রাখেন না.
190410
১১ মার্চ ২০১৪ দুপুর ১২:৩৬
সজল আহমেদ লিখেছেন : শোনেন ভাই সিরিয়ার এক তত্‍কালিন শাসক বলেছিলেন,কু শাসকদের একটাই গুন তারা বলে আমরা ক্ষমতায় আসলে মাদক দূর করব!কিন্তু তারা নিজেরাই থাকে মদ্যপায়ী।
১১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৩
141647
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক ভাইয়া
১০
190473
১১ মার্চ ২০১৪ দুপুর ০২:০৪
আহমদ মুসা লিখেছেন : আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : পাশে দাঁড়িয়ে লাভ নাই, তোমারেও খাওয়াইয়া দিবে। ওদেরকে পাশে আনতে হবে..
১১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৩
141648
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কিন্তু কে আনবে পাশে ?
১১
190564
১১ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৯
প্রবাসী মজুমদার লিখেছেন : সমস্যা নেই।
ওরা একসময় সরকারী দলের কর্মী হবে। মিছিলের কর্মী হবে।

ধন্যবাদ।
১১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৩
141649
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জি ঠিক বলেছেন
১২
190602
১১ মার্চ ২০১৪ বিকাল ০৫:০৭
আবু আশফাক লিখেছেন : মনোজগতকে নাড়া দেয়ার মতো ছবি।
১১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
141650
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জি ভাইয়া
১৩
190623
১১ মার্চ ২০১৪ বিকাল ০৫:৩৫
হতভাগা লিখেছেন : আগে মাইর পরে সংশোধন ।

মাইর না দিলে সংশোধনে কাজ হবে না ।
১১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
141651
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কেন ?
১১ মার্চ ২০১৪ রাত ০৮:২৮
141700
হতভাগা লিখেছেন : মাইরের উপর ঔষধ নাই
১৪
190648
১১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৮
জোবাইর চৌধুরী লিখেছেন : খুবই দুঃখজনক।
১১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
141652
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জি ভাইয়া
১৫
190649
১১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৯
ইবনে আহমাদ লিখেছেন : আমার ক্ষমতা থাকলে দেশের এনজিও গুলো থেকে (অর্থমন্ত্রীর মত) চাঁদা তুলে এদেরকে পূর্নবাসন করতাম। আর পাঁজি এনজিও গুলোকে গলাধাক্কা দিয়ে বের করে দিতাম।
১১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৫
141654
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার আবেগ দেখে ভালো লাগলো ,ধন্যবাদ ভাইয়া
১৬
190714
১১ মার্চ ২০১৪ রাত ০৮:০৬
শেখের পোলা লিখেছেন : জাফর ষাঁড় আছেন এদের পাশে৷
১১ মার্চ ২০১৪ রাত ০৮:০৮
141682
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : চেতনা নষ্ট হয়ে যাবে
১৭
190832
১১ মার্চ ২০১৪ রাত ০৯:৩০
অজানা পথিক লিখেছেন : দিন দিন শিশু মাদকাসক্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে
১১ মার্চ ২০১৪ রাত ০৯:৩৭
141776
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জি কিন্তু ইটা কমানো যায় কিভাবে ?
১৮
191498
১৩ মার্চ ২০১৪ রাত ০৪:০৬
ভিশু লিখেছেন : Surprised সর্বনাশ Surprised
১৩ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫৬
142651
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Crying Crying
১৯
191502
১৩ মার্চ ২০১৪ রাত ০৪:১৩
নোমান২৯ লিখেছেন : চলুন আগে নিজে হাত বাড়ায় তারপর মানুষকে আহবান করি । কি বলেন ভাইয়া ?
১৩ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫৬
142652
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জি ঠিক

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File