মায়ের ভালোবাসা
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৯ মার্চ, ২০১৪, ০৯:৩২:১২ রাত
আমি তখন পঞ্চম শ্রেনীর ছাত্র । আমার মা উনার বাবার বাড়ি অর্থাত আমার নানা বাড়ি বেশি যেতেন না শুধু আমার জন্য ,যদি আমার পড়া লিখার ক্ষতি হয় সেই কথা চিন্তা করে। প্রায় ৬ মাসের মত হয়ে গেছে মা উনার বাবার বাড়ি যেতে পারেন না বা যান নাই। আমাদের বাড়িতে তখন মাত্র একটি ফোন ছিল আমার বড় চাচার ,চাচার ফোনে ফোন এসেছে আমার নানী অসুস্থ। মা আমি আমার মরহুম দাদা নানাবাড়ি চলে গেলাম সম্ভবত সেই সময় টা ছিল আমার বার্ষিক পরীক্ষার কিছু দিন আগে। নানা বাড়ি আমরা তিন দিন থেকে এবার বাড়ি ফেরার কথা কিন্তু নানী আমার মা কে কিছু দিনের জন্য রাখতে চাচ্ছেন , এদিকে আমার পরীক্ষার সময় চলে আসতেছে। মা একটি সিদ্ধান্ত নিলেন আমাকে দাদার সাথে পাঠিয়ে দিয়ে উনি সপ্তাহ খানেক নানির কাছে থাকবেন। যেমন কথা তেমন কাজ ,সিদ্ধান্ত দাদাকে জানিয়ে দিলে দাদা রাজি হলেন।
নানাদের বাড়ি থেকে ৩ মিনিট হেটে আমরা গাড়িতে করে বাড়ি আসবো। আমি যখন নানির কাছ থেকে বিদায় নিয়ে মায়ের কাছে গেলাম সাথে সাথে মায়ের চিত্কার করে কান্নার আওয়াজ আমায় আর দাদার সাথে যেতে দিল না। পরে আমরা আরো একদিন বেশি থেকে বাড়ি ফিরলাম ।
মায়ের মা পারলেন না এক সপ্তাহ উনার মেয়েকে মেয়ের সন্তান ছাড়া রাখতে ।
মা আমার কানে তোমার সেই কান্নার আওয়াজ আজ ও বলে দেয় আব্বু দেশে কবে আসবি ?
বিষয়: বিবিধ
১১৭২ বার পঠিত, ৪২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব ভাল লাগল
তোমার মুখের হাসির তরে প্রবাস ছাড়ছিনা।
দোয়া রইলো আপনার ও আপনার মায়ের জন্য।
আর হ্যাঁ! তাড়াতাড়ি চলে আসেন। মা যে আপনার পথ চেয়ে বসে আছে।
মন্তব্য করতে লগইন করুন