ব্লগার "সিটিজি৪বিডি" ভাইয়ার সাথে দেখা করেছি
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৭ মার্চ, ২০১৪, ০৬:৫৮:৪০ সন্ধ্যা
প্রিয় ব্লগার জামাল ভাইয়ের সাথে
এলাম দেখা করে ,
মূল লক্ষ্য ছিল "বিয়ের গল্পের" ১০০ টাকা।
দেখা মাত্র সালাম বিনিময়ের পরে ,
জড়িয়ে ধরলেন আমাকে।
মিষ্টভাষী জামাল ভাই ,
উনার ভাতৃত্বে অনেক তৃপ্তি পাই!
প্রথমেই সেরে ফেলি আমরা নাস্তা।
আমি কথা বলছিলাম করে আমতা আমতা।
বড় ভাইয়ের সামনে কথা বলা, নয় যে এত সস্তা।
অসুস্থ শরীর নিয়ে ,
বেরোলেন আমার সাথে।
ক্রিক দুবাই, ডেরা বাজার,বার দুবাই।
দেখালেন জামাল ভাই।
জুমার নামাজ আদায় করেছি আমরা এক সাথে।
দুপুরের খাবার ও খেয়েছি পাশে বসে।
বিদায় বেলা দিলেন উপহার সেরা
কবি আব্দুল হাই শিকদারের কবিতার বই দুই খানা।
আরো দিলেন ১২১ জন ব্লগারদের "স্বপ্ন দিয়ে বোনা" একখানা।
কবি আব্দুল হাই শিকদারের কবিতা পড়ে পড়ে
ফিরলাম আমি নিজ ঘরে।।
বিষয়: বিবিধ
১৬০৬ বার পঠিত, ৭২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ব্লগের মাঝে আছি মোরা
ব্লগেতেই পরিচয়...
এমন করেই একদিন মোরা
করবো দেখো বিশ্বজয়।
হক পথে আছি যারা
এইতো ৭/৮ মাস আগে দেখা হয়েছিলো।
আমাকে বুকে জড়িয়ে নিয়েছিলেন। বলেছিলেন আয় আমার বুকে। আহ্ কি সুন্দর সেই উপলব্দি ।
আপনাদের দেখা সাক্ষাৎ ও বেশ ভালো লাগলো ধন্যবাদ।
ভাল লাগলো আপনার ভ্রমনটা দেখে। আর জামাল ভাই এখন কেমন আছেন?
পুরস্কারের ১০০ টাকা ভাগ নিতে দুবাইতে এসে শাহীন ভাই আমাকে দেখে লজ্জায় পড়ে গিয়েছিলেন। আমি ভাল করে হাটতেও পারছিলাম না। তারপরেও কবির আগমনে নিজের অসুস্থতাকে চেপে রেখে শুক্রবার সকাল দশটা থেকে দুপুর ২ টা পর্যন্ত দুবাই ঘুরেছি। কবিকে নিয়ে নৌকায় চড়েছি। সুস্থ থাকলে আরো অনেক জায়গায় ঘুরে দেখানোর ইচ্ছে ছিল। ইনশাআল্লাহ কবি লাইসেন্স পাইলে গাড়ী দুবাইতে আসবেন---দুজন গাড়ী নিয়ে আবুধাবীতে গিয়ে সিনিয়র ব্লগার ভাইদের সাথে দেখা করব ইনশাআল্লাহ। আমাকে অসুস্থ দেখে কবি ভাগের ১০০ নিতে ভুলে গিয়েছিলেন........ভাবতেছি এই ১০০ টাকা কাকে দেয়া যায়..
মন্তব্য করতে লগইন করুন