ভুল কে ভুল বলেন (প্রসঙ্গ "বিয়ের গল্প" )
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৫ মার্চ, ২০১৪, ০৯:১০:৩৯ রাত
আমি "বিয়ের গল্প" প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম , তাই কিছু বলতেছিনা আমায় আবার অনেকে বলবেন,পুরুস্কার না পাওয়ায় মাথা গরম করে লিখতেছি।
আসলে আমি শুধু একটি কথা বলতে চাই ভুল কে ভুল বলেন ,
যেখানে শেষ সময় ছিল ১০ তারিখ সেখানে কেন ১১ তারিখের লিখাকে গ্রহণ করা হলো ?
কেন এই বিতর্কিত হওয়া ? আমি নিজেও এই পোস্টার মাধ্যমে বিতর্কিত হলাম ?এর জন্য দায় কার ?
বিষয়: বিবিধ
১২৪২ বার পঠিত, ৪৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যেখানে শেষ সময় ছিল ১০ তারিখ সেখানে কেন ১১ তারিখের লিখাকে গ্রহণ করা হলো ? কেন এই বিতর্কিত হওয়া ? আমি নিজেও এই পোস্টার মাধ্যমে বিতর্কিত হলাম ?এর জন্য দায় কার ?
লিখেছেন লিখেছেন নীল অপরাজিতা ১১ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:৪৫:৫৮
বিয়ের গল্প : দ্বিতীয়
লিখেছেন লিখেছেন রাইয়ান ১১ জানুয়ারি, ২০১৪, ০২:১৬:০৯ দুপুর
বিয়ের গল্পঃ তৃতীয়
লিখেছেন লিখেছেন মুহসিন আব্দুল্লাহ ১১ জানুয়ারি, ২০১৪, ০৬:৪০:০১
লিখেছেন লিখেছেন নীল অপরাজিতা ১১ ফেব্রুয়ারি
মোঃজুলফিকার আলী লিখেছেন : বাংলাদেশের যে অবস্থা। ব্লগ কি বাইরে নাকি। সব তো এদেশের রাজনীতির মতোই হবে। এখানে বলার কি আছে? ধন্যবাদ।
সব কিছু একটা নীতির মাজে থাকা উচিত। সবাই যদি অওয়ামিলিগিয় আচরণ করে , তাহলে
আমরা যাব কোথায়।
বিষয়টি সবার নজরে আনার জন্য ধন্যবাদ। আমিতো আগে দেখিও নাই।
মন্তব্য করতে লগইন করুন