১০০ টাকার জন্য দুবাই যাচ্ছি
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৫ মার্চ, ২০১৪, ০৬:৫৩:১২ সন্ধ্যা
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে আছি প্রায় ৬ বছর থেকে ।কাজের জন্য বেড়াতে যাওয়া হয় না। আগামী কাল দুবাই শহরে যাচ্ছি ,সেখানে বৃহস্পতিবার রাত এবং শুক্রবার সারা দিন থাকব। সিনিয়র ব্লগার (সিটিজি৪বিডি) মোহাম্মদ জামাল উদ্দিন ভাইয়ের সাথে দেখা হবে।বলতে গেলে উনার দাওয়াতে যাচ্ছি ।উনি টুডে ব্লগের "বিয়ের গল্প" প্রতিযোগীতায় অংশ নিয়ে ১০০০ টাকা পুরস্কার পেয়েছেন সেই টাকার ভাগ ও করেছেন। জামাল ভাইয়া ফেবু ও ব্লগে জানিয়েছেন আমার জন্য ১০০ টাকা রেখেছেন তাই আমি সেই ১০০ টাকার জন্য দুবাই যাচ্ছি।
বিষয়: বিবিধ
১২৭২ বার পঠিত, ৭২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাপ্পর ঐটাতে ছবিসহ আপডেট দিতে থাকবেন, ব্যাস, হলো তো...
অ্যাকাউন্ট নম্বরটা!! মনে নাই। তয় এমনেই পাটাইয়েন।
মন্তব্য করতে লগইন করুন