Love Struck বাবার সাথে স্কুলে যাওয়া Love Struck

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৪ মার্চ, ২০১৪, ০৬:৩৫:০২ সন্ধ্যা



সকালে স্কুলে যেতাম বাবা তোমার সাথে

তুমি যেতে বাবা সামনে সামনে

আমি তোমার পেছনে পেছনে।

তুমি যেতে বাবা হেঁটে হেঁটে

আর আমি দৌড়ে দৌড়ে।

বায়না করতাম শত ,স্কুলের সময় হলে

সকল বায়না মেনে নিতেন বাবা মুচকি হেসে

স্কুল যাওয়ার পথে দোকান থেকে চকলেট নিতে কিনে।

রাস্তায় দেখলে কাদা ,তুলে নিতে কাধে

স্কুলের পাশের সাকো পার হতাম বাবা তোমার কাঁধে চড়ে

ক্লাস শুরু হলে বাবা তখন বাড়ির পথে

ছুটি হলে দেখতাম আবার স্কুলের পাশে।

তোমায় দেখেই দৌড়ে আসতাম কাছে

বাবা আমায় তুলে নিতে কোলে।



Roseব্লগার বন্ধুরা বাবার হক আদায়ে একটু ও অবহেলা করনা ,আর যাদের বাবা পরকালে চলেগেছেন তাদের জন্য দোয়া করবেন।।

বিষয়: বিবিধ

১৩৯৭ বার পঠিত, ৫৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

186713
০৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
সিটিজি৪বিডি লিখেছেন : ভালো লাগলো--- মনে থাকবে।
০৪ মার্চ ২০১৪ রাত ০৮:৪১
138430
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ধন্যবাদ ভাইয়া Good Luck
186724
০৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০৩
নীল জোছনা লিখেছেন : অপূর্ব লিখেছেন। অনেক ধন্যবাদ
০৪ মার্চ ২০১৪ রাত ০৮:৪১
138429
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদGood Luck
186761
০৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৩
মাটিরলাঠি লিখেছেন : @প্রবাসী আব্দুল্লাহ শাহীন ভাইয়ের ওসীলায় আসুন সবাই স্মরণ করি আল্লাহ্‌'র আদেশঃ

"তোমার পালনকর্তা আদেশ করেছেন যে, তাঁকে ছাড়া অন্য কারও এবাদত করো না এবং পিতা-মাতার সাথে সদ্ব-ব্যবহার কর। তাদের মধ্যে কেউ অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়; তবে তাদেরকে ‘উহ’ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না এবং বল তাদেরকে শিষ্ঠাচারপূর্ণ কথা।

তাদের সামনে ভালবাসার সাথে, নম্রভাবে মাথা নত করে দাও এবং বলঃ হে পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম কর, যেমন তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন।" (আলকুরআন; সূরা-১৭, আয়াত-২৩,২৪)


০৪ মার্চ ২০১৪ রাত ০৮:৪০
138428
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আল্লাহ যাহা বলেছেন সত্য বলেছেন ,ধন্যবাদGood Luck
186772
০৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
অনেক পথ বাকি লিখেছেন : অপূর্ব লিখেছেন। অনেক ধন্যবাদ।ভালো লাগলো।
০৪ মার্চ ২০১৪ রাত ০৮:৪০
138427
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ
186784
০৪ মার্চ ২০১৪ রাত ০৮:০৫
বিন হারুন লিখেছেন : পুরনো স্মৃতি কাঁথন অনেক সুন্দর Rose
০৪ মার্চ ২০১৪ রাত ০৮:৪০
138426
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ
186793
০৪ মার্চ ২০১৪ রাত ০৮:১৯
শেখের পোলা লিখেছেন : লেখাটা গদ্য না পদ্য ঠাওর করতে পারলামনা৷ তবে আপনী যে সিলেটের তা পরিষ্কার৷ ধন্যবাদ৷ ডোন্ট মাইণ্ড৷
০৪ মার্চ ২০১৪ রাত ০৮:৩৯
138425
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হুম, ধন্যবাদ
186834
০৪ মার্চ ২০১৪ রাত ০৯:২৪
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, অনেক সুন্দর পোস্ট
০৫ মার্চ ২০১৪ রাত ১২:২৩
138505
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ওয়ালিকুম সালাম ,ধন্যবাদ
186849
০৪ মার্চ ২০১৪ রাত ০৯:৪৬
সজল আহমেদ লিখেছেন : আসলে যাদের আব্বাজান বেঁচে আছে তারা অতটা গুরুত্ব দেয়না পিতার!
০৫ মার্চ ২০১৪ রাত ১২:২৪
138506
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমার আব্বাজান বেছে আছে দোয়া করবেন
০৫ মার্চ ২০১৪ রাত ০২:৩২
138585
সজল আহমেদ লিখেছেন : ইয়া মাআবুদ আপনি শাহীন ভাইয়ের পিতা সহ আমাদের যার যার পিতা জীবীত আছে তাদের সকলের হায়াত বাড়িয়ে দিন।তাদেরকে সকল প্রকার রোগ বালাই থেকে মুক্তি দিয়ে দিন।তারা যেন আপনার ইবাদাত করতে পারে সেই তৌফিক দান করুন।সর্বশেষে আমাদের জন্য চাইতেছি,ইয়া আল্লাহ,সায়্যিন লিল্লাহ।
আমীন।
186865
০৪ মার্চ ২০১৪ রাত ১০:৪৭
সবুজেরসিড়ি লিখেছেন : সুন্দর লিখেছেন মনে পড়ে গেল অতীতের সৃতি . . .
০৫ মার্চ ২০১৪ রাত ১২:২৪
138507
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হুম ,ধন্যবাদ
১০
186881
০৪ মার্চ ২০১৪ রাত ১১:২১
ভিশু লিখেছেন : Day Dreaming Day Dreaming Day Dreaming
খুব ভালো লাগ্লো...Happy Good Luck
Praying Praying Praying
০৫ মার্চ ২০১৪ রাত ১২:২৬
138508
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Good Luck Good Luck ধন্যবাদ ভাইয়া
১১
186882
০৪ মার্চ ২০১৪ রাত ১১:২২
বাকপ্রবাস লিখেছেন : সুন্দর
০৫ মার্চ ২০১৪ রাত ১২:২৬
138509
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার আগমনে আমি ধন্য
১২
186887
০৪ মার্চ ২০১৪ রাত ১১:৪২
পবিত্র লিখেছেন :
ভালো লাগলো Happy Happy Day Dreaming Day Dreaming 8-
০৫ মার্চ ২০১৪ রাত ১২:২৬
138510
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার আগমনে আমি ধন্য Good Luck
১৩
186896
০৫ মার্চ ২০১৪ রাত ১২:০৯
মুমতাহিনা তাজরি লিখেছেন : চমৎকার
০৫ মার্চ ২০১৪ রাত ১২:২৭
138511
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ধন্যবাদGood Luck Good Luck
১৪
186903
০৫ মার্চ ২০১৪ রাত ১২:২৯
সিমপল লিখেছেন : লিখেছেন ভাল তবে এটা কি কবিতা নাকি অন্যকিছু্।
০৫ মার্চ ২০১৪ রাত ০১:০০
138535
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভুল হতে হতে ঠিক হবে
১৫
186907
০৫ মার্চ ২০১৪ রাত ১২:৪০
সকাল সন্ধ্যা লিখেছেন : শুধু বলব লিখে যান এভাবে সাফল্য আসবে -- লিখার জন্য ধন্যবাদ থাকল--
০৫ মার্চ ২০১৪ রাত ০১:০১
138537
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : পড়ার জন্য আপনাকে ও অনেক ধন্যবাদ
১৬
186908
০৫ মার্চ ২০১৪ রাত ১২:৪২
আহমদ মুসা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ পিলাচ
০৫ মার্চ ২০১৪ রাত ০১:০১
138538
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ
১৭
186915
০৫ মার্চ ২০১৪ রাত ১২:৫০
প্যারিস থেকে আমি লিখেছেন : আমার বাবা নাই,দোয়া চাই।
০৫ মার্চ ২০১৪ রাত ০২:১৫
138581
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ইনশা আল্লাহ দোয়া করব ভাইয়া
১৮
186933
০৫ মার্চ ২০১৪ রাত ০১:৩৫
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : হুম- ধন্যবাদ ব্রো- ভালোই লাগলো- চুক চুক
০৫ মার্চ ২০১৪ রাত ০১:৪৯
138573
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ Good Luck
১৯
186946
০৫ মার্চ ২০১৪ রাত ০১:৫৬
জোবাইর চৌধুরী লিখেছেন : আমার বাবাও চলে গেছেন আমাদের ফেলে। বাবাকে খুবি মিস করছি। দোয়া করবেন।
০৫ মার্চ ২০১৪ রাত ০২:১৪
138580
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ইনশা আল্লাহ দোয়া করব ভাইয়া Praying
২০
186986
০৫ মার্চ ২০১৪ রাত ০৩:৩৩
আবু তাহের মিয়াজী লিখেছেন : চমৎকার Rose Roseতবে আমরা যারা প্রবাসী তাদের সন্তাদের জন্য কিছু লিখবেন।
০৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
139416
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ইনশা আল্লাহ লিখব Good Luck
০৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
139417
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ইনশা আল্লাহ লিখব Good Luck
২১
187036
০৫ মার্চ ২০১৪ সকাল ১০:০৭
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদ Rose
০৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
139418
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ
২২
187059
০৫ মার্চ ২০১৪ সকাল ১০:২২
ধ্রুব নীল লিখেছেন : বাবাকে নিয়ে আমার এরকম স্মৃতি একদম নেই বললেই চলে । চাকুরীস্থলে থাকতেন তিনি । বাড়িতে আসতেন মাসে দু'বার । রিজার্ভ গাড়িতে চড়ে স্কুলে যেতাম প্রতিদিন । তবে আপনার লেখাটি পড়ে খুব ঈর্ষা লাগছি । আমি চাইলেও এরকম কিছু লিখতে পারব না ।
আল্লাহ আপনার বাবাকে সর্বোচ্চ সম্মান দান করুক । আমিন ।
০৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
139420
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমিন । আমার বাবা ও প্রবাসে ছিল আমার এই পোস্ট অকল বাবাদের জন্য
২৩
187269
০৫ মার্চ ২০১৪ বিকাল ০৫:১৩
প্রবাসী মজুমদার লিখেছেন : ভাল লাগল।

নেই পিতা যার সেই জানগো
পিতৃহীরেন বেদনা,
পিতার আসন হয়না পুরণ
নেই জীবনে প্রেরণা।

থাকনা পিতা বৃদ্ধা হয়েও
নেইবা করল কোন কাজ
পিতার কাছে চাইতে কভূ
সন্তানের যে নেই গো লাজ।

নেই পিতা আজ নেই গো চাওয়া
যাই একেলা স্কুলে,
পকেট খালি বলবো কাকে
চলেনা জীবন তালে।

মলিন মুখে তাকিয়ে ভুলি
নেই মাগো মোর কোন দু"খ
পিতা থাকলে এ জীবনে
থাকতো আরও কত সুখ।

পিতার জায়গায় পিতাই শ্রেস্ঠ
মায়ের যে বিকল্প নেই,
পিতামাতাহীন জীবনে
নেইকো বিলাস নেইকো ঠাই।

....আপনির কবিতা দেখে লোভ হল। হাই মনের ভেতর থেকে বেরিয়ে আসা কথা
কবিতার ভাষায় রেখে গেলাম। কবির আড্ডায় কবিতা মানায় বলে কবিতার ভাষায় শব্দ রেখে গেলাম।
০৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
139421
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভাইয়া আপনার কবিতা এ যেন আমার মনের কথা
২৪
187292
০৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৮
আফরা লিখেছেন : বাবার সথে স্কুলে না আমি যেতাম আমার মামনির সাথে ।ভাল লাগল ।
০৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৭
139423
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার ভালো লেগেছে দেখে আমার ও ভালো লাগলো
২৫
187963
০৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
অজানা পথিক লিখেছেন : Rose
০৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৭
139422
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Good Luck Good Luck
২৬
189347
০৯ মার্চ ২০১৪ দুপুর ০২:৪৪
০৯ মার্চ ২০১৪ বিকাল ০৫:৩৫
140565
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Good Luck
২৭
190663
১১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪০
ইবনে আহমাদ লিখেছেন : দুনিয়ার সবকিছু যার আছে কিন্তু তার মা বাপ দুনিয়ায় নেই - এর চেয়ে দু:খী মানুষ আর হতে পারে না।
১১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৬
141655
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মা বাবার মত দুনিয়ার আর কেউ ভালোবাসে না ভাইয়া

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File