@};ব্লগারদের কারনে পারিনা লিখতে
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০১ মার্চ, ২০১৪, ১০:৩৯:৩৭ রাত
যখন লিখতে যাই ইয়ে নিয়ে মানে ইয়ে
তখন মনে পরে যায়
"প্যারিস থেকে আমি" ভাই আছেন ব্লগে।
যখন আবুল থাবুল সপ্ন দেখি ।
সাথে সাথে লেপটপের সামনে বসি।
আছেন "মুমতাহিনা তাজরি " নামে ভাবি ব্লগে ,
উনি মায়ের মত তাই পারি না কিছু লিখতে।
যখন মনে রং লাগে ,
চিন্তা করি ব্লগে কিছু লিখি।
কিন্তু পারি না লিখতে
"ফাতিমা মারিয়াম" দাদির দিকে থাকিয়ে
যদি থাপ্পর মারেন কসিয়ে ?
মনের আকাশে যখন তারা দেখা যায়
তখনই বাধা দেন আপা "নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা "
যখন ইচ্ছে জাগে কবিতা লিখতে
ওরে নিয়ে।
কিন্তু কেমনে কি করি যে ?
"সিটিজি৪বিডি "ভাই যে এখানে।
আছে এখানে "শারমিন হক "আপু
আমি লিখব না কিছু বাপু।
" আবু জারীর " প্রবাসী মজুমদার " আধা শিক্ষিত মানুষ "
" আহমদ মুসা " জোবাইর চৌধুরী " আব্দুল গাফফার "
মাহমুদ নাইস " নজরুল ইসলাম টিপু " মোহাম্মদ লোকমান
উনাদের সামনে কিছু লিখলে যাবে আমার কান।
" এম এম ওবায়দুর রহমান " ইকুইকবাল " ধ্রুব নীল " আলোর আভা "
উনাদের সামনে আমি হয়ে যাই হাবা।
"আবু আশফাক" আফরোজা হাসান "চেয়ারম্যান "
কিছু লিখলেই ধমক দেবেন।
"চাটিগাঁ থেকে বাহার"সিকদারর "গ্যাঞ্জাম খানের খোলা চিঠি "
উনাদের সামনে লিখলে মার একটি ও পরবে না মাটি।
"শেখের পোলা"ইক্লিপ্স"বিন হারুন"সজল আহমেদ "
উনাদের সামনে লিখলেও দেয় ট্যাড্।
"মু নূরনবী " সান বাংলা " মারজান বিন ছনা "
উনাদের এই বিষয়ে বেশি নয় মানা
তারপরও আমি লিখতে যাই না।
"জবলুল হক " আমার এলাকার ভাই ,
তাই যে রক্ষা নাই।
কি যে করি কিছুই ভালো লাগতেছে না।
তবে " বাকপ্রবাস " ভাই করে না মানা।
"আরোহী রায়হান প্রিয়ন্তি "আওণ রাহ'বার "গেরিলা" সুর্যের পাশে হারিকেন "
উনারা বলেন লিখতেপার তুমি যখন তখন।
"আলমগীর মুহাম্মদ সিরাজ "এনামুল মামুন১৩০৫" ইশতিয়াক আহমেদ "
"বাংলার দামাল সন্তান "ভিশু "অজানা পথিক "
আমাদের বন্ধুত্ব জ্যামিতিক।
তাই তাদের সামনে লিখতে লাগে না দিক বেদিক।
"সাময়ীক "নূর আল আমিন "হতবাগা "" সকাল সন্ধ্যা "
উনাদের সামনে ও নেই মানা।
(অনেক প্রিয় ব্লগারদের নাম নেই এখনে রাগ করবেন না লম্বা হয়ে যাওয়াতে আপনাদের নাম আসে নি এখানে ,তবে আমার মনের মধ্যে আছে আপনাদের সবার নাম ,আমরা সবাই একই পরিবারের )
বিষয়: বিবিধ
১৬৩৩ বার পঠিত, ৮২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
না ভাই পালিয়ে যাব কোথায়?
অ্যাঁ অ্যাঁ
আবেগে আপ্লুত হয়ে পরলাম ভাই!
উনাদের সামনে লিখলেও দেয় ট্যাড্
আমার নামে এত্তোবড় অপবাদ
খিল নাম্বার ওয়ান ...
"ফাতিমা মারিয়াম" দাদির দিকে তাকিয়ে
যদি থাপ্পর মারেন কসিয়ে ?
দারুণ লেগেছে....
"বাংলার দামাল সন্তান "ভিশু "অজানা পথিক "
আমাদের বন্ধুত্ব জ্যামিতিক।
এই তো চাই...খালাতো ভাই ।
শুধু ছেলেদের কাদে এটা চাপানোর কোন মানে হয়না-
কেউ করবে না বারণ
লিখতে পারেন যখন তখন
হাতুড়ি দিয়ে কর্লাম বরন
খুব সুন্দর হয়েছে
যত খুশী লিখে যান ভাই৷
সকলকে বলে দেব ক্ষন,
কেউ আর করবেনা বারণ৷
দাদীও আর ধরবে না কান,
সম্মান হবেনা খান খান৷
না পারাতেও
এত চমৎকার।
শুনি তো
এই বিষয়ে অমত কার?
ছন্দে ভরা বাকপ্রবাসের ব্লগ বাড়ীতে যাও।
বাড়ীতো নয় কবিতা ঘর পাবেনাকো ঠাই,
তার ঘরেতে বাস করে ব্লগার আইল্যান্ড স্কাই।
এসব দেখে ছোট খোকার ঠিক রাখিতে হোশ,
তার পাশেতে দাড়িয়ে আছে আশা শিক্ষিত মানুষ।
হাঁসতে হাঁসতে পেট ব্যাথা করতেছে>>>>>>
অনেক পরিশ্রম করেছেন! ভালো লাগলো, ধন্যবাদ
জ্যমিতিক বন্ধুর মূল্য যে কেমন
লেখলেই লেখা যায় যেমন তেমন
প্রবাসীর লেখালেখি চলে হরদম
তাও নাকি মনেহয় পরিমানে কম।
যাই হোক লেখা তার অনেক মজা
মজার রাজ্যে সবাই অনুগত প্রজা
কেন এত বাহানা কেন অভিমান
লিখে ফেল আজি প্রবাসী শাহীন,
কথা দিলাম মোরা লিখবোনা আর
মনে যাহা চায় লিখ বাধাহীন।
ভরে দেব ব্লগ লিখব মন ভরে
দাওনা প্লিজ একটা পোষ্ট,
যাদের ভয়ে পারনা লিখতে
হবে তারা এবার তোমার হোষ্ট।
ঠাট্রা কিংবা বিদ্রুপ আর নয়
উগলে দাও সব যাতনার প্রেম,
পতঙ্গের মত ছুটে আসবে দেখ
লাখো ব্লগার, মরমী শ্যাম।
......হিছামার... কবিতা লিখা বড় কঠিন। তাই বাদ দিলাম।
মন্তব্য করতে লগইন করুন